JD(S) Leader Arrested: জাপটে ধরে চুমু! যৌন হেনস্থায় অভিযুক্ত এইচ ডি দেবেগৌড়ার আরেক নাতিও, কর্ণাটকে গ্রেফতার জেডি(এস) নেতা

কর্ণাটক: ছোট ভাইয়ের পরে এবার দাদা৷ প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্নার পরে এবার যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত তাঁর দাদা জেডি(এস) নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি সুরজ রেভান্নাও৷ শনিবার রাতে তাঁর বিরুদ্ধে জাপটে ধরে চুমু খাওয়া এবং জোর করে যৌন সম্পর্ক স্থাপন করার অভিযোগ এনেছেন তাঁদেরই দলের এক পুরুষ কর্মী৷ ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ওই নেতাকে৷

সাতাশ বছর বয়সি জেডি(এস) কর্মী পুলিশের কাছে জানিয়েছেন, একটি রাজনৈতিক সভা আয়োজন করার সূত্রে সুরজ রেভান্নার সঙ্গে পরিচয় হয় তাঁর৷ তাঁর কাজের প্রশংসা করে সুরজ ওই ব্যক্তির ফোন নম্বর নেন৷ তারপর তাঁকে লাভ ইমোজি দিয়ে নানা ধরনের মেসেজ করতে থাকেন৷

অভিযোগ, গত ১৬ জুন ওই ব্যক্তিকে হোলেনাসিপুরা তালুকের একটি ফার্মহাউজে ডেকে পাঠান সুরজ৷ সেখানেই তাঁকে জোর করে জাপটে ধরে মুখে এবং শরীরের অন্যান্য অংশে চুমু খাওয়ার অভিযোগ উঠেছে ওই নেতার বিরুদ্ধে৷ এমনকি, তাঁর সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপন করার অভিযোগও তুলেছেন ওই কর্মী৷

আরও পড়ুন: STF-এর বিরাট সাফল্য, বর্ধমানে ধরা পড়ল ‘বাংলাদেশের জঙ্গি’! আল কায়দার সঙ্গে কোন যোগ?

ওই দলীয় কর্মীর অভিযোগের ভিত্তিতে সুরজ রেভান্নার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 377 (অপ্রাকৃতিক যৌনতা) এবং 506 (ফৌজদারি ভয় দেখানো) ধারায় অভিযোগ এনেছে পুলিশ৷ গত শনিবার সুরজকে থানায় ডেকে এ বিষয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয়৷ অবশেষে রবিবার সকালে গ্রেফতারির খবর সামনে আসে৷

যদিও, যৌন হেনস্থার যাবতীয় অভিযোগই অস্বীকার করেছেন ওই নেতা৷ সুরজের পাল্টা অভিযোগ, তাঁর কাছ থেকে ৫ কোটি টাকা জোর করে আদায় করতেই এই গল্প ফেঁদেছেন ওই কর্মী৷ তিনিও কর্মীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন৷

আরও পড়ুন: নিটে প্রশ্নফাঁস-বিতর্কের মধ্যেই বড় পদক্ষেপ কেন্দ্রের, অপসারিত এনটিএ-র ডিজি, দায়িত্ব নিচ্ছেন কে?

প্রসঙ্গত, এই সুরজ রেভান্নারই ভাই প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে সেক্স ভিডিও স্ক্যান্ডালের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছিল৷ সুরজ-প্রজ্জ্বলের বাবা জেডি(এস) বিধায়ক এইচ ডি রেভান্নাকেও এই ঘটনার সূত্রে গ্রেফতার করা হয়৷ পরে অবশ্য তিনি জামিনে মুক্তি পান৷ সুরজ-প্রজ্জ্বলের মা ভবানী রেভান্নার বিরুদ্ধেও একটি অপহরণ সংক্রান্ত মামলায় তদন্ত চলছে৷ তিনিও বর্তমানে জামিনে মুক্ত৷