T20 World Cup 2024: ভারতের গ্রুপে ৪ দলেরই রয়েছে সুযোগ! জমে গেল টি-২০ বিশ্বকাপে সেমিতে যাওয়ার অঙ্ক

একটি ম্যাচ পুরো ঘেটে দিল চলতি টি-২০ বিশ্বকাপের গ্রুপ ওয়ানের সেমি ফাইনালে যাওয়ার অঙ্ক। সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার অস্ট্রেলিয়াকে আফগানিস্তান হারাতেই পাল্টে গেল সব সমীকরণ।
একটি ম্যাচ পুরো ঘেটে দিল চলতি টি-২০ বিশ্বকাপের গ্রুপ ওয়ানের সেমি ফাইনালে যাওয়ার অঙ্ক। সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার অস্ট্রেলিয়াকে আফগানিস্তান হারাতেই পাল্টে গেল সব সমীকরণ।
পরপর দুটি ম্যাচ জিতেও সেমির আগেই বিদায় নিতে পারে ভারত। আবার শেষ চারে যাওয়ার জন্য ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তানের রাস্তা খোলা রয়েছে। এমনকী আফগানদের অজি বধের পর ২টি ম্যাচ হেরেও ক্ষীণ আশা রয়েছে বাংলাদেশেরও।
পরপর দুটি ম্যাচ জিতেও সেমির আগেই বিদায় নিতে পারে ভারত। আবার শেষ চারে যাওয়ার জন্য ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তানের রাস্তা খোলা রয়েছে। এমনকী আফগানদের অজি বধের পর ২টি ম্যাচ হেরেও ক্ষীণ আশা রয়েছে বাংলাদেশেরও।
গ্রুপ ওয়ান থেকে কোন দুই দেশ সেমিফাইনালে যাবে তারজন্য অপেক্ষা করতে হবে সুপার এইটের শেষ ম্যাচ পর্যন্ত। কী এই গ্রুপের সেমিফাইনালে যাওয়ার অঙ্ক? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
গ্রুপ ওয়ান থেকে কোন দুই দেশ সেমিফাইনালে যাবে তারজন্য অপেক্ষা করতে হবে সুপার এইটের শেষ ম্যাচ পর্যন্ত। কী এই গ্রুপের সেমিফাইনালে যাওয়ার অঙ্ক? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
রোহিত শর্মা,বিরাট কোহলিরা ২টি ম্যাচ খেলে ২টিতেই জিতেছে। তা বলে, চার পয়েন্ট নিয়েও টিম ইন্ডিয়ার সেমিফাইনালে যাওয়া এখনও পাকা নয়। কারণ এখনও চার পয়েন্টে পৌঁছতে পারে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। দুই দলের পয়েন্ট দুই করে।
রোহিত শর্মা,বিরাট কোহলিরা ২টি ম্যাচ খেলে ২টিতেই জিতেছে। তা বলে, চার পয়েন্ট নিয়েও টিম ইন্ডিয়ার সেমিফাইনালে যাওয়া এখনও পাকা নয়। কারণ এখনও চার পয়েন্টে পৌঁছতে পারে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। দুই দলের পয়েন্ট দুই করে।
এই গ্রুপের শেষ ম্যাচে ভারত-অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান-বাংলাদেশ মুখোমুখি হবে। গ্রুপের শেষ ম্যাচে অজিরা যদি ভারতকে হারায় এবং আফগানরা হারিয়ে দেয় বাংলাদেশকে, তবে তিন দলের পয়েন্ট হবে চার করে। সেক্ষেত্রে নেট রানরেট বড় ভূমিকা পালন করবে।
এই গ্রুপের শেষ ম্যাচে ভারত-অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান-বাংলাদেশ মুখোমুখি হবে। গ্রুপের শেষ ম্যাচে অজিরা যদি ভারতকে হারায় এবং আফগানরা হারিয়ে দেয় বাংলাদেশকে, তবে তিন দলের পয়েন্ট হবে চার করে। সেক্ষেত্রে নেট রানরেট বড় ভূমিকা পালন করবে।
ভারতকে যদি অস্ট্রেলিয়া বড় ব্যবধানে হারাতে পারে ও আফগানিস্তান যদি বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে পারে তাহলে রানরেটে রোহিতদের পিছনে ফেলার সম্ভাবনা রয়েছে। তবে ভারতের ক্ষেত্রে স্বস্তি একটাই রানরেটে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের থেকে অনেকটা এগিয়ে।
ভারতকে যদি অস্ট্রেলিয়া বড় ব্যবধানে হারাতে পারে ও আফগানিস্তান যদি বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে পারে তাহলে রানরেটে রোহিতদের পিছনে ফেলার সম্ভাবনা রয়েছে। তবে ভারতের ক্ষেত্রে স্বস্তি একটাই রানরেটে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের থেকে অনেকটা এগিয়ে।
বর্তমানে সুপার এইটের গ্রুপ ওয়ানে ২ ম্যাচে ২ জয়, নেট রানরেট +২.৪২৫ নিয়ে শীর্ষে ভারত। ২ ম্যাচে ১ জয়, নেট রানরেট +০.২২৩ নিয়ে দ্বিতীয় অস্ট্রেলিয়া, ২ ম্যাচে ১ জয়, নেট রানরেট -০.৬৫০ নিয়ে তৃতীয় আফগানিস্তান, ২ ম্যাচে ২ হার, নেট রানরেট -২.৪৮৯ নিয়ে চতুর্থ বাংলাদেশ।
বর্তমানে সুপার এইটের গ্রুপ ওয়ানে ২ ম্যাচে ২ জয়, নেট রানরেট +২.৪২৫ নিয়ে শীর্ষে ভারত। ২ ম্যাচে ১ জয়, নেট রানরেট +০.২২৩ নিয়ে দ্বিতীয় অস্ট্রেলিয়া, ২ ম্যাচে ১ জয়, নেট রানরেট -০.৬৫০ নিয়ে তৃতীয় আফগানিস্তান, ২ ম্যাচে ২ হার, নেট রানরেট -২.৪৮৯ নিয়ে চতুর্থ বাংলাদেশ।
এবার আফগানিস্তানকে যদি বাংলাদেশ বড় ব্যবধানে হারায় ও ভারত যদি অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারায়, তাহলে শেষ ৩টি দলের পয়েন্ট দাঁড়াবে ২। ফলে তখন রানরেটের নিরিখে বাংলাদেশের আশা থাকলেও থাকতে পারে। তবে শাকিবদের নেট রানরেট এতটাই খারাপ যে সেই আশা একেবারে ক্ষীণ, প্রায় না থাকার সমান।
এবার আফগানিস্তানকে যদি বাংলাদেশ বড় ব্যবধানে হারায় ও ভারত যদি অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারায়, তাহলে শেষ ৩টি দলের পয়েন্ট দাঁড়াবে ২। ফলে তখন রানরেটের নিরিখে বাংলাদেশের আশা থাকলেও থাকতে পারে। তবে শাকিবদের নেট রানরেট এতটাই খারাপ যে সেই আশা একেবারে ক্ষীণ, প্রায় না থাকার সমান।
তবে ভারতের যা নেট রানরেট রয়েছে আর যে ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া তাতে প্রথম দল হিসেবে সেমিতে যাওয়ার প্রথম দাবিদার রোহিতরা। খুব বড় অঘটন না ঘটলে ভারতের সেমির টিকিট কার্যত নিশ্চিত।
তবে ভারতের যা নেট রানরেট রয়েছে আর যে ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া তাতে প্রথম দল হিসেবে সেমিতে যাওয়ার প্রথম দাবিদার রোহিতরা। খুব বড় অঘটন না ঘটলে ভারতের সেমির টিকিট কার্যত নিশ্চিত।