Tag Archives: Afghanistan

Indian Football Team: ৭০ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও হার ভারতের, ২-১ গোলে ম্যাচ জিতল আফগানিস্তান

গুয়াহাটি: ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এশিয়া থেকে লড়াইতে থাকতে হলে ভারতীয় দলকে জিততে হত বড় ব্যবধানে। অ্যাওয়ে ম্যাচে গোলশূন্য ড্র করায় অনেকেই আশা করেছিল ঘরের মাঠে আফগানদের হারাবে ইগর স্টিমাচের ছেলেরা। কিন্তু গুয়াহাটির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসল আফগানরা। ২-১ গোলে হারতে হল ভারতীয় দলকে। প্রাপ্তি বলতে নিজের ১৫০তম আন্তর্জাতিক ম্যাচে গোল পেলেন সুনীল ছেত্রী।

ম্যাচের শুরু থেকে আক্রমণ-প্রতি আক্রমণে খেলা চলে। শুরুতেই গোল করার সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু সুনীল ছেত্রীর শট বাঁচিয়ে দেন আফগান গোলরক্ষক। তারপর দুই দলই বেশ কয়েকবার আক্রমণে ওঠে। ম্যাচের ৩৬ মিনিটে আফগানিস্তানের আমিরি বক্সের মধ্যে হ্যান্ডবল করে। পেনাল্টি পায় ভারত। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন সুনীল। ম্যাচের প্রথমার্ধে লিড ধরে রাখে ভারত।

দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ কিছু আক্রমণ গড়ে তোলে। তবে কাজের কাজ হয়নি। ৭০ মিনিট পর্যন্ত লিড ধরে রেখেছিল ভারত। সেই সময় অনেকেই ভেবেছিল হয়তো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে ইগর স্টিমাচের দল। কিন্তু তারপরই ম্যাচে ফেরে আফগানিস্তান। ৭১ মিনিটের মাথায় রহমত আকবরি জোরালো শট করেন। তা রাহুল ভেকের পায়ে লেগে জালে জড়িয়ে যায়। সমতায় ফেরে আফগানরা।

আরও পড়ুনঃ KKR News: কেকেআরের দ্বিতীয় ম্যাচে বাদ মহাতারকা? বদলে থাকছে মহাচমক! জেনে নিন বিস্তারিত

ম্যাচ ১-১ হওয়ার পর আক্রমণের ঝাঁঝ বাড়ায় আফগানিস্তান। গুরপ্রীত বেশ কয়েকটি ভাল সেভ করেন। কিন্তু ৮৮ মিনিটের মাথায় বল ধরতে গিয়ে বক্সের মধ্যে ফাউল করেন গুরপ্রীত। পেনাল্টি পেয়ে যায় আফগানিস্তান। সেখান থেকে দলের হয়ে জয়সূচক গোলটি করেন শরিফ মুখাম্মাদ। শেষের ইনজুরি টাইমে আর ম্যাচে ফিরতে পারেনি ভারত।

KKR: আইপিএলের জন্য নিয়ম বদল! স্বস্তি ফিরল কেকেআর শিবিরে

আইপিএল ২০২৪  নিলামে আফগানিস্তানের তারকা স্পিনার মুজিব উর রহমানকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। ২ কোটি টাকা খরচ করে কেকেআর।
আইপিএল ২০২৪ নিলামে আফগানিস্তানের তারকা স্পিনার মুজিব উর রহমানকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। ২ কোটি টাকা খরচ করে কেকেআর।
কিন্তু এরইমধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দেয় মুজিব সহ ৩ আফগান ক্রিকেটার খেলতে পারবে না আইপিএল সহ বিদেশি ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে।
কিন্তু এরইমধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দেয় মুজিব সহ ৩ আফগান ক্রিকেটার খেলতে পারবে না আইপিএল সহ বিদেশি ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে।
মুজিব ছাড়াও সেই তালিকায় রয়েছেন নবীন উল হত ও ফজলহক ফারুকি। অভিযোগ এই ক্রিকেটাররা দেশের বার্ষিক চুক্তি থেকে নাম তুলে নিতে চেয়েছিল।
মুজিব ছাড়াও সেই তালিকায় রয়েছেন নবীন উল হত ও ফজলহক ফারুকি। অভিযোগ এই ক্রিকেটাররা দেশের বার্ষিক চুক্তি থেকে নাম তুলে নিতে চেয়েছিল।
বিদেশী টি-২০ লিগে খেলার জন্যই জাতীয় দলের বার্ষিক চুক্তিতে সই করতে চাননি এই ক্রিকেটাররা। সেই কারণেই কঠোর সিদ্ধান্তের পথে হাঁটে আফগান বোর্ড।
বিদেশী টি-২০ লিগে খেলার জন্যই জাতীয় দলের বার্ষিক চুক্তিতে সই করতে চাননি এই ক্রিকেটাররা। সেই কারণেই কঠোর সিদ্ধান্তের পথে হাঁটে আফগান বোর্ড।
এরপরই বিগ ব্যাশ লিগে মুজিবকে নেয়নি তাঁর দল মেলবোর্ন রেনেগেডস। এর ফলে চিন্তা বেড়েছিল কলকাতা নাইট রাইডার্সের। তবে সেই আশঙ্কা বেশি সময় স্থায়ী হল না।
এরপরই বিগ ব্যাশ লিগে মুজিবকে নেয়নি তাঁর দল মেলবোর্ন রেনেগেডস। এর ফলে চিন্তা বেড়েছিল কলকাতা নাইট রাইডার্সের। তবে সেই আশঙ্কা বেশি সময় স্থায়ী হল না।
শুধু আইপিএলের জন্য নিজেদের নিয়মে বদল আনল আফগান ক্রিকেট বোর্ড। এই ৩ ক্রিকেটারকে আইপিএলের খেলার ছাড়পত্র দিল। যার ফলে স্বস্তি ফিরল কেকেকআর সহ লখনউ ও হায়দরাবাদে।
শুধু আইপিএলের জন্য নিজেদের নিয়মে বদল আনল আফগান ক্রিকেট বোর্ড। এই ৩ ক্রিকেটারকে আইপিএলের খেলার ছাড়পত্র দিল। যার ফলে স্বস্তি ফিরল কেকেকআর সহ লখনউ ও হায়দরাবাদে।

Afghanistan Earthquake: ভূমিকম্পে আবারও কেঁপে উঠল আফগানিস্তান, বাড়ছে বিরাট আতঙ্ক!

আফগানিস্তান: আবারও ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান৷ রবিবার সকালেই ফের কেঁপে উঠল আফগানিস্তান৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রের খবর, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪.৮। ভূমিকম্পের গভীরতা ছিল ১৫০ কিলোমিটার৷ ভূমিকম্পের গভীরতা ছিল ৯০ কিলোমিটার৷

রবিবার সকাল ৯.০৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। বারংবার আফগানিস্তানে ভূমিকম্পের ফলে আতঙ্ক বাড়েছে৷ এর আগে ১৩ অক্টোবর আফগানিস্তানে রিখটার স্কেলে ৪.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এনসিএস অনুসারে , শুক্রবার সকাল ৬.৩৯ মিনিটে 50 কিলোমিটার গভীরে কেঁপে ওঠে।

আরও পড়ুন- বিয়ের পরই চোখে জল ‘নববধূ’ সন্দীপ্তার! কারণটা কী? শুনলে আঁতকে উঠবেন

আরও পড়ুন- সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত, পশ্চিমী ঝঞ্ঝার দাপটে শিলাবৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা, আবহাওয়ার বিরাট বদল বাংলায়

কিছুদিন আগেই এক সপ্তাহের মধ্যে পরপর ৩ বার ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তান৷ এর আগেও ৭ অক্টোবর পর পর ভূমিকম্প অনুভূত হয়েছিল৷ হেরাট প্রদেশের বিস্তীর্ণ পার্বত্য অঞ্চল কার্যত সমতলে পরিণত হয়ে গিয়েছিল৷ তীব্রতা এতটাই বেশি ছিল, যা আগে কখনও অনুভূত হয়নি৷

আজ সকালে ফের কেঁপে উঠল আফগানিস্তান৷ পরপর আফিগানস্তানের বিভিন্ন জায়গায় ভূমিকম্পে প্রবল ক্ষয়ক্ষতি হচ্ছে৷ কিছুদিন আগের ভূমিকম্পে প্রচুর মানুষ মারা যায়৷ ঘর-বাড়িরও প্রচুর ক্ষতি হয়৷ প্রায়শই শক্তিশালী ভূমিকম্প আছড়ে পড়ছে আফগানিস্তানে৷ তবে আজকের ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি৷

Rashid Khan: বিশ্বকাপের পরই হাসপাতালের বেডে রশিদ খান, কী হল আফগান তারকার

বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করেছে পাকিস্তান। শ্রীলঙ্কা, পাকিস্তান, ইংল্যান্ডের মত বিশ্বজয়ী দলকে হারিয়েছে আফগানরা। সীমিত শক্তি নিয়ে যে লড়াই করেছে আফগানিস্তান তাতে মন জয় করে নিয়েছে সকলের।
বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করেছে পাকিস্তান। শ্রীলঙ্কা, পাকিস্তান, ইংল্যান্ডের মত বিশ্বজয়ী দলকে হারিয়েছে আফগানরা। সীমিত শক্তি নিয়ে যে লড়াই করেছে আফগানিস্তান তাতে মন জয় করে নিয়েছে সকলের।
বিশ্বকাপে অল্পের জন্য সেমি ফাইনাল খেলার সুযোগ হাতছাড়া হলেও দলের পারফরম্যান্সে বড় ভূমিকা নিয়েছিলেন রশিদ খান। দেশকে সার্ভিস দেওয়ার জন্য পিঠের চোট নিয়েও খেলেছিলেন রশিদ খান।
বিশ্বকাপে অল্পের জন্য সেমি ফাইনাল খেলার সুযোগ হাতছাড়া হলেও দলের পারফরম্যান্সে বড় ভূমিকা নিয়েছিলেন রশিদ খান। দেশকে সার্ভিস দেওয়ার জন্য পিঠের চোট নিয়েও খেলেছিলেন রশিদ খান।
এবার বিশ্বকাপ শেষ হতেই পিঠের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যান। অস্ত্রপচারের পরামর্শ দেওয়া হয় তারকে লেগ স্পিনারকে। দেরি না করে তড়িঘড়ি অপারেশন করিয়ে নিয়েছেন রশিদ খান। হাসপাতালের বেড থেকে ছবিও শেয়ার করেছেন।
এবার বিশ্বকাপ শেষ হতেই পিঠের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যান। অস্ত্রপচারের পরামর্শ দেওয়া হয় তারকে লেগ স্পিনারকে। দেরি না করে তড়িঘড়ি অপারেশন করিয়ে নিয়েছেন রশিদ খান। হাসপাতালের বেড থেকে ছবিও শেয়ার করেছেন।
ছবিতে দেখা গিয়েছে হাসপাতালের ড্রেস পরে শুয়ে ডানহাত দিয়ে 'থাম্বস আপ' দেখাচ্ছেন। ক্যাপশনে লেখেন, ‘সবাইকে ধন্যবাদ আমাকে শুভকামনা জানানোর জন্য। অপারেশন ভালোভাবেই মিটেছে। এখন আমি ধীরে ধীরে সুস্থ হচ্ছি। মাঠে ফিরতে আমি মুখিয়ে রয়েছি।’
ছবিতে দেখা গিয়েছে হাসপাতালের ড্রেস পরে শুয়ে ডানহাত দিয়ে ‘থাম্বস আপ’ দেখাচ্ছেন। ক্যাপশনে লেখেন, ‘সবাইকে ধন্যবাদ আমাকে শুভকামনা জানানোর জন্য। অপারেশন ভালোভাবেই মিটেছে। এখন আমি ধীরে ধীরে সুস্থ হচ্ছি। মাঠে ফিরতে আমি মুখিয়ে রয়েছি।’
এই অপারেশনের জন্য বিগ ব্যাশ লিগ থেকে নাম তুলে নিয়েছেন রশিদ খান। দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে মরিয়া আফগান তারকা। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন বিশ্ব জুড়ে ফ্যানেরা।
এই অপারেশনের জন্য বিগ ব্যাশ লিগ থেকে নাম তুলে নিয়েছেন রশিদ খান। দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে মরিয়া আফগান তারকা। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন বিশ্ব জুড়ে ফ্যানেরা।

গরিবদের দিলেন ৫০০ টাকার নোট! আফগান ক্রিকেটার যা করলেন, কেউ করেনি

আহমেদাবাদ: গোটা দেশ আজ আলোর উৎসব উদযাপন করছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে আফগান ক্রিকেটারের একটি ভিডিও।

মধ্যরাতে ৫০০ টাকার নোট বিতরণ করে গরিবদের সাহায্য করেছেন এই ক্রিকেটার। আফগানিস্তানের ওপেনিং ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ নীরবে আমেদাবাদের রাস্তায় ঘুমন্ত দরিদ্র মানুষের মাঝে নোটগুলো রেখে দেন। তাঁর এমন কাজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

আরও পড়ুন- ছক্কা মারায় আরও এক রেকর্ড রোহিত শর্মার, ডাচদের বোলিং নিয়ে ছেলেখেলা হিটম্যানের

এই বিশ্বকাপে আফগানিস্তান ক্রিকেট দল অসাধারণ পারফর্ম করেছে। সেমিফাইনালে উঠতে হতে না পারলেও অনেক বড় ঘটনা ঘটিয়েছে দলটি। এই বিশ্বকাপে আফগানিস্তান একটি নয়, তিনটি বিশ্বচ্যাম্পিয়ন দলকে হারিয়েছে।

আফগানিস্তান প্রথমে ইংল্যান্ড, তার পর পাকিস্তান ও পরে শ্রীলঙ্কাকে হারিয়েছে। আফগানিস্তান টুর্নামেন্টে ষষ্ঠ অবস্থানে যাত্রা শেষ করেছে। ৯ ম্যাচের মধ্যে ৪টি জিতে ৮ পয়েন্ট পেয়েছে তারা।

এবার দলের ওপেনার ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজের একটি ভিডিও সামনে এসেছে। অভাবী মানুষদের সাহায্য করতে দেখা যায় তাঁকে। এক মহিলার সাহায্যে সবার সামনে টাকা রেখে আসেন তিনি।

আরও পড়ুন- IND vs NED: বেঙ্গালুরুতে টস জিতে ব্যাটিং ভারতের,দেখে নিন কারা খেলছে প্রথম একাদশে

আপনি ভিডিওতে সবটাই দেখতে পারেন। একটি চিরকুট রাখার পর তিনি গাড়িতে বসে চলে যান। তাঁর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। মানুষও তার উদারতার প্রশংসা করছে।

Glenn Maxwell Create 5 New World Record: ক্রিকেট ইতিহাসের সেরা ইনিংস! গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটিং তাণ্ডবে হল ৫ বিশ্বরেকর্ড

আফগানিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ঐতিহাসিক ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। ২০১ রানের ইনিংস খেলে খাদের কিনারা থেকে দলকে একাই জয় এনে দিয়েছেন অজি তারকা। এই ইনিংসের সৌজন্যে ৫টি রেকর্ড গড়েছেন ম্যাক্সি।   (Photo Courtesy- AP)
আফগানিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ঐতিহাসিক ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। ২০১ রানের ইনিংস খেলে খাদের কিনারা থেকে দলকে একাই জয় এনে দিয়েছেন অজি তারকা। এই ইনিংসের সৌজন্যে ৫টি রেকর্ড গড়েছেন ম্যাক্সি। (Photo Courtesy- AP)
১২৮ বলে ২০১ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ২১টি বাউন্ডারি এবং ১০টি ওভার বাউন্ডারির দিয়ে।  রান তাড়া করতে নেমে ক্রিকেট ইতিহাসে প্রথম দ্বিশতরান করার রেকর্ডও গড়েন ম্যাক্সওয়েল।    (Photo Courtesy- AP)
১২৮ বলে ২০১ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ২১টি বাউন্ডারি এবং ১০টি ওভার বাউন্ডারির দিয়ে। রান তাড়া করতে নেমে ক্রিকেট ইতিহাসে প্রথম দ্বিশতরান করার রেকর্ডও গড়েন ম্যাক্সওয়েল। (Photo Courtesy- AP)
শুধু তাই নয়, গ্লেন ম্যাক্সওয়েল ভাঙলেন কপিল দেবের রেকর্ডও। ৬ নম্বরে ব্যাট করতে নেমে এতদিন কপিল দেবের ১৯৮৩ সালে ১৭৫ রানের ইনিংসই সবথেকে বেশি ছিল। ২০২৩ বিশ্বকাপে সেই রেকর্ড ভেঙে শীর্ষ উঠে এলেন গ্লেন ম্যাক্সওয়েল।    (Photo Courtesy- AP)
শুধু তাই নয়, গ্লেন ম্যাক্সওয়েল ভাঙলেন কপিল দেবের রেকর্ডও। ৬ নম্বরে ব্যাট করতে নেমে এতদিন কপিল দেবের ১৯৮৩ সালে ১৭৫ রানের ইনিংসই সবথেকে বেশি ছিল। ২০২৩ বিশ্বকাপে সেই রেকর্ড ভেঙে শীর্ষ উঠে এলেন গ্লেন ম্যাক্সওয়েল। (Photo Courtesy- AP)
এক দিনের বিশ্বকাপে এর আগেও দ্বিশতরান হয়েছে। ২০১৫ সালে ক্রিস গেল করেছিলেন জ়িম্বাবোয়ের বিরুদ্ধে এবং সেই বিশ্বকাপে মার্টিন গাপ্টিল করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে। কিন্তু ম্যাক্সওয়েলেরটাই দ্রুততম। ১২৮ বলে দ্বিশতরান করলেন তিনি। (Photo Courtesy- AP)
এক দিনের বিশ্বকাপে এর আগেও দ্বিশতরান হয়েছে। ২০১৫ সালে ক্রিস গেল করেছিলেন জ়িম্বাবোয়ের বিরুদ্ধে এবং সেই বিশ্বকাপে মার্টিন গাপ্টিল করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে। কিন্তু ম্যাক্সওয়েলেরটাই দ্রুততম। ১২৮ বলে দ্বিশতরান করলেন তিনি। (Photo Courtesy- AP)
এর আগে একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্কোর ছিল শেন ওয়াটসনের। ২০১১ বিশ্বকাপে মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ১৮৫ রানের ইনিংস খেলেছিলেন শেন ওয়াটসন। মঙ্গলবার ২০২১ রান করে সেই রেকর্ডও নিজের নামে করলেন ম্যাক্সওয়েল।    (Photo Courtesy- AP)
এর আগে একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্কোর ছিল শেন ওয়াটসনের। ২০১১ বিশ্বকাপে মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ১৮৫ রানের ইনিংস খেলেছিলেন শেন ওয়াটসন। মঙ্গলবার ২০২১ রান করে সেই রেকর্ডও নিজের নামে করলেন ম্যাক্সওয়েল। (Photo Courtesy- AP)
বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন গ্লেন ম্যাক্সওয়েল। ২৩৭ রান করে শীর্ষে রয়েছেন মার্টিম গাপটিল। ২১৫ রান করে দ্বিতীয় ক্রিস গেইল। ২০১ রান করে তৃতীয় স্থানে উঠে এলেন ম্যাক্সি। আর ওডিআই একাদশতম ব্যাটার হিসেবে দ্বিশরতরান করলেন ম্যাক্সওয়েল। (Photo Courtesy- AP)
বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন গ্লেন ম্যাক্সওয়েল। ২৩৭ রান করে শীর্ষে রয়েছেন মার্টিম গাপটিল। ২১৫ রান করে দ্বিতীয় ক্রিস গেইল। ২০১ রান করে তৃতীয় স্থানে উঠে এলেন ম্যাক্সি। আর ওডিআই একাদশতম ব্যাটার হিসেবে দ্বিশরতরান করলেন ম্যাক্সওয়েল। (Photo Courtesy- AP)

বিশ্বকাপে প্রথম এক আফগানের সেঞ্চুরি! ঘাম ছুটছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের

মুম্বই: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের মধ্যে বিশ্বকাপের ম্যাচ জমজমাট। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি।

অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ চোটের কারণে দলের বাইরে রয়েছেন। অন্যদিকে ক্যামেরন গ্রিনের জায়গায় এসেছেন গ্লেন ম্যাক্সওয়েল। আফগানিস্তান একটি পরিবর্তন করেছে। প্লেয়িং ইলেভেনে ফজলহক ফারুকীর জায়গায় নাভিনুল হককে মাঠে নামিয়েছে তারা।

আরও পড়ুন- পন্থের মাঠে ফেরায় বড় ভূমিকা হবে কি দাদা-র, তবে ফিট হলেও দলে ফেরায় থাকছে কাঁটা

বিশ্বকাপ ২০২৩-এর সেমিফাইনালে ওঠার দৌড় শেষ পর্যায়ে। সেমিফাইনালে এখন মাত্র দুটি জায়গা বাকি। কারণ ভারত ও দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করেছে।

অস্ট্রেলিয়া আপাতত তৃতীয় স্থানে রয়েছে। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া আপাতত ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে। এই ম্যাচটি জিতলে তারা শেষ চারে জায়গা পাকা করতে চাইবে।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে শোরগোল ফেলেছেন আফগান ব্যাটাররা। বোলাররাও যদি কন্ডিশনের সুবিধা নিতে পারে, তাহলে এখানকার উইকেট তাদের জন্যও সহায়ক।

অস্ট্রেলিয়াকে পরের ম্যাচ খেলতে হবে বাংলাদেশের বিরুদ্ধে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিয়েছে আফগানিস্তান। ইতিমধ্যে বিশ্বকাপে ৪ টি ম্যাচ জিতে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে হাসমাতউল্লাহ শাহিদির দল।

আরও পড়ুন- ‘আমি দেরি করিনি দেখুন’, প্রমাণ দিলেন ম্যাথিউজ! সাকিবকে আবার জবাব

বিশ্বকাপের মঞ্চে প্রথমবার সেঞ্চুরি করলেন আফগান ব্যাটার। ইব্রাহিম জারদান করলেন ১২৯ রান। বিশ্বকাপের মঞ্চে কোনও আফগান ব্যাটারের সর্বোচ্চ রানের ইনিংস এটি। তাঁকে সঙ্গ দিলেন রশিদ খান। ১৮ বলে ৩৫ রানের ঝোড়াে ইনিংস খেললেন তিনি।

সামনেই ২ বড় ম্যাচ, ইতিহাস গড়ার সুযোগ আফগানদের, তার আগে ‘ঈশ্বরের’ সাক্ষাৎ পেলেন রাশিদরা

এবার বিশ্বকাপে ডার্ক হর্স হিসেবে উঠে এসেছে আফগানিস্তান। ৭টি ম্যাচের মধ্যে ৪টি জিতে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে রাশিদ খান, মহম্মদ নবিরা। শেষ দুটি ম্যাচ জিততে পারলে সোজা সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলবে আফগানরা।

শেষ দুটি ম্যাচ অবশ্য আফগানিস্তানের সামনে কঠিন প্রতিপক্ষ। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হবে আফগানদের। লড়াইটা খুবই কঠিন তা বলার অপেক্ষা রাখে না। দুই বড় ম্যাচে নামার আগে আরও এক স্বপ্নপূরণ হল আফগানিস্তান ক্রিকেট দলের। আইসিসি গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর সচিন তেন্ডুলকরের সঙ্গে সাক্ষাৎ হলে তাদের।

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

সোমবার রাশিদ খানদের সঙ্গে দেখা করতে তাদের ক্যাম্পে গিয়েছিলেন সচিন তেন্ডুলকর। সেখানে পুরো আফগানিস্তান দলের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান মাস্টার ব্লাস্টার। ক্রিকেট লেজেন্ডকে হাতের কাছে পেয়ে খুশিতে আত্মহারা দেখায় গোটা দলকে। সচিনের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শও পান আফগান ক্রিকেটাররা।

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

আইসিসি তরফ থেকে সংস্থার গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর সচিন তেন্ডুলকরের আফগানিস্তান ক্যাম্প ভিসিট করার একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। সেখানে দেখা যায় পুরো দলের সঙ্গে কতটা হেসে-খেলে মিশেছেন সচিন তেন্ডুলকর। কিংবদন্তীর পরার্শে খুশি বিশ্বকাপে সকলকে চমকে দেওয়া আফগান ক্রিকেটাররা।

আরও পড়ুনঃ ICC World Cup 2023 Semi Final Scenario: কোন অঙ্কে বিশ্বকাপের সেমি ফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান! মেগা ম্যাচের অপেক্ষায় কলকাতা

প্রসঙ্গত, এই বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে প্রথম চমক দেয় আফগানিস্তান। তারপর পাকিস্তান, শ্রীলঙ্কাকাকেও হারায়। নেদারল্যান্ডসের বিরুদ্ধে আসা সহজ জয়। শেষ দুটি ম্যাচ কঠিন হলেও লড়াই দিতে প্রস্তুত আফগানরা। বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট পাকা করে ইতিহাস গড়াই লক্ষ্য আফগানিস্তানের।

ICC World Cup 2023: আফগানিস্তান-নেদারল্যান্ডস ম্যাচে ঘটল এমন কাণ্ড যা ওডিআই ক্রিকেটের ইতিহাসে আগে ঘটেনি

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে উঠে এল আফগানিস্তান। একইসঙ্গে সেমি ফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখলেন রাশিদ খান-মহম্মদ নবিরা। ডাচদের বিরদ্ধে ৭ উইকেটে আফগানদের জয়ের দিনে এমন একটি ঘটনা ঘটল যা শুধু বিশ্বকাপ নয়, ওডিআই ক্রিকেটের ইতিহাসে আগে ঘটেনি।

কোনও একদিনের ম্যাচে এই প্রথমবার কোনও দলের ব্যাটিং অর্ডারের প্রথম ৫ জনের মধ্যে চারজনই রান আউট হলেন। ম্যাচে প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস। প্রথম পাঁচ জনের মধ্যে শুধু প্রথম উইকেট পড়ে এলবিডব্লুউতে। ওয়েসলি বারেসি ১ রান করে আউট হন। এরপর টানা চার উইকেট নেদারল্যান্ডসের পরে রান আউটের মাধ্যমে।

ম্যাক্স ও ডাউড ৪২ রান করে, কলিন অ্যাকারম্যান ২৯ রানে, সাউব্র্যান্ড এঞ্জেলব্রেট ৫৮ রানে ও স্কট এডওয়ার্ডস খাতা না খুলেই রান আউট হন। নিজেদের বোঝাপোড়ার অভাব তো নিশ্চই এছাড়া আফগানিস্তানের অনবদ্য ফিল্ডিংয়ের কারণেই এই ৪ রান আউট। ক্রিকেটে ইতিহাসে এই লজ্জার রেকর্ডের সাক্ষী থাকল ডাচরা।

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

আরও পড়ুনঃ Virat Kohli Diet During ICC World Cup 2023: বিশ্বকাপে ফিট থাকতে কী খাচ্ছেন বিরাট কোহলি? জানলে অবাক হবেন আপনিও

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৬.৩ ওভারে ১৭৯ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন সাইব্র্যান্ড এঞ্জেলব্রেট ৫৮ রানের ইনিংস খেলেন। আফগানদের সর্বোচ্চ ৩টি উইকেট নেম মহম্মদ নবি। রান তাড়া করতে নেমে হাসমাতুল্লাহ শাহিদির ৫৬ ও রহমত শাহ-র ৫২ রানের ইনিংসের সৌজন্যে ৩১.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জেতে আফগানিস্তান।

ICC World Cup 2023: পাকিস্তানকে হারিয়ে বাঁধনহারা উচ্ছ্বাস আফগানদের, ড্রেসিং রুম-টিম বাস থেকে ডাইনিং হল, উৎসবের জোয়ারে রাশিদরা

ইংল্যান্ডের পর পাকিস্তান। বিশ্বকাপে একের পরব এক বড় দলকে হারাচ্ছে আফগানিস্তান। ইংল্যান্ড ম্যাচকে অঘটনের আখ্যা দিয়েছিল অনেকেই। কিন্তু সেটা যে অঘটন নয় তা পাকিস্তানকে হারিয়ে নিজেদের যোগ্যতার জানান দিল আফগানরা। বিশ্বকাপে কতদূর যাবে রাশিদ খানরা তার উত্তর দেবে ভবিষ্যৎ। কিন্তু এটুকু স্পষ্ট করে দিয়েছে আফগানিস্তান যে তাদের ছোট দল ভাবলে বড় ভুল হবে।

গত বিশ্বকাপে যে দল একটিও ম্যাচ জিততে পারেনি সেই আফগানিস্তান এবার নিজেদের নামের সঙ্গে জায়ান্ট কিলার তকমা পেয়ে গিয়েছে। পাকিস্তানকে হেলায়া হারানোর পর বাঁধনহারা উৎসবে মাতে আফগানিস্তান। মাঠ থেকে যে উৎসব শুরু হয়েছে তার রেশ দেখা যায় ড্রেসিং রুম, টিম বাস থেকে ডাইনিং হলেও।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় টিম বাসে লুঙ্গি ডান্স গানে উদ্যাম নাচতে দেখা যায় আফগানিস্তান ক্রিকেটারদের। রাশিদ খান, রহমানউল্লাহ গুরবাজ থেকে শুরু করে সকলেই মন খুলে নাচেন। এরপর ডাইনিং হলেও সেলিব্রেশন করতে দেখা যায় আফগান ক্রিকেটারদের।

আরও পড়ুনঃ ICC World Cup 2023 India vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে কি খেলবেন হার্দিক পান্ডিয়া? তারকা অলরাউন্ডারের চোট নিয়ে এল বড় আপডেট

প্রসঙ্গত, ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রান করে বাবররা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন বাবর আজম। আফগানিস্তানের হয়ে ৩টি উইকেট নেন নুর আহমেদ। রান তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে ১ ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌছে যায় আফগানরা। ইব্রাহিম জাদরান ৮৭, রহমত শাহ ৭৭ ও রহমানউল্লাহ গুরবাজ করেন ৬৫ রান।