ICC T20 World Cup: Ind vs Pak: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে কি Hardik Pandya! সন্দেহ জারি, নজর কাড়ছেন MS Dhoni

#দুবাই: হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ভারতের অতিরিক্ত অনুশীলনে অংশ নিলেন না৷ পান্ডিয়ার ফিটনেস অনেকদিন ধরেই গুঞ্জন জারি৷ পাকিস্তানের বিরুদ্ধ টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup)  ভারতের (Ind vs Pak) ম্যাচ দিয়ে শুরুষ প্রথম ম্যাচে প্রথম একাদশে হার্দিক পান্ডিয়াকে নিয়ে জোর রহস্য জারি৷ টিটোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ওয়ার্ম আপ ম্যাচে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে খেলেছেন হার্দিক পান্ডিয়া৷ কিন্তু দুটি ম্যাচেই বোলিং করেননি তিনি৷

অতিরিক্ত অনুশীলনে নজর কাড়লেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) ৷ এদিনের অনুশীলনে দীর্ঘক্ষণ কথা বলেন জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) সঙ্গে৷ টিম ইন্ডিয়া অধিনায়ক বিরাট কোহলি, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, সহ অধিনায়ক রোহিত শর্মা অতিরিক্ত অনুশীলনে গা ঘামান৷ রবীন্দ্র জাদেজার সঙ্গে নেটে অনুশীলন সেরে নেন ঋষভ পন্থ৷ রিজার্ভ প্লেয়ার শ্রেয়স আইয়ারকে নেটে ব্যাট করতে দেখা যায়৷ তবে নেটে ছিলেন না ইশান কিষাণ৷

বোলাররা সকলেই ক্ষুদ্র ক্ষুদ্র স্পেলে গা ঘামান৷ রবিবারের টি টোয়েন্টি বিশ্বকাপে মেগা ওপেনার৷ ভারত বনাম পাকিস্তান  (Ind vs Pak) ম্যাচকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ, কিন্তু সঠিক গুরুত্ব দিয়ে সকলেই অতিরিক্ত অনুশীলনে গা ঘামান৷ বুমরাহের মতো তারকা বোলার ধোনির (MS Dhoni) সঙ্গে নেটে আলাদা সময় কাটান৷

বিরাট কোহলি জানিয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) দু ওভার বল করতে পারবেন কিছুদিন বাদ থেকেই৷ তবে তিনি জানিয়েছেন ব্যাট হাতে হার্দিক পান্ডিয়ার কোনও বিকল্প নেই৷

বিরাট কোহলি জানিয়েছেন, ‘‘আসলে ধীরে ধীরে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) শারীরিক পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে. দু ওভার বল করার জন্য ও আস্তে আস্তে ফর্মে আসছে৷ টুর্নামেন্টের কোনও এক পর্ব থেকে সেটা সম্ভব৷ আমি দারুণভাবে বিশ্বাস করি ও বল শুরু করার আগে আমাদের বাকি অপশনগুলি ব্যবহার করে দেখে নেওয়া উচিত৷ আমরা আরও কয়েকটা অপশন দেখছি তাই আমরা ওটা নিয়ে মোটেই ভাবছি না৷’’ ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এই কথা জানিয়েছেন বিরাট কোহলি৷