t20 cricket

ICC T20 World Cup 2024: ভারত-পাক ম্যাচে নিউ ইয়র্কের পিচের বাউন্সের সমস্যা মেটাতে বিশেষ পদক্ষেপ আইসিসির

নিউ ইয়র্ক: নিউ ইয়র্কের মাঠের পিচ নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে আয়োজকদের। ইতিমধ্যেই অনেকেই সেই পিচকে ভয়ঙ্কর বলে দাগিয়েছেন। রবিবারই মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান, তার আগেই জল্পনা আইসিসি সরিয়ে দিতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ।

টি২০ বিশ্বকাপ ২০২৪ ক্রীড়া সূচিT20 World Cup Full Schedule

টি২০ বিশ্বকাপ ২০২৪ পয়েন্ট টেবল T20 World Cup 2024 Points Table

দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার ম্যাচের পরেই কাঠগড়ায় উঠে আসে নিউ ইয়র্কের পিচ। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে মাত্র ৭৭ রানে অল আউট হয়ে যায়। পরে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা প্রয়োজনীয় রান করলেও বেশ কষ্ট করতে হয়। শুধু তাই নয়, নিউ ইয়র্কের মাঠে খেলতে গিয়ে আয়ারল্যান্ড এবং ভারতের ম্যাচে অসমান বাউন্সের জন্য চোট পান রোহিত শর্মা। সেই পিচ নিয়ে প্রাক্তন ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার পিচকে ভয়ঙ্কর আখ্যা দেন।

আরও পড়ুন: চিরাগ পাসোয়ান থেকে কুমারস্বামী- মোদির মন্ত্রিসভায় কারা? বাংলা থেকেই বা কে মন্ত্রী হতে পারেন?

আয়ারল্যান্ড ম্যাচের পরে পিচ নিয়ে অভিযোগ জানায় ভারত। পিচের সমস্যা নিয়ে অস্বীকার করেনি আইসিসি, তারা জানায় আইসিসি পরবর্তী ম্যাচগুলোর জন্য পিচের সমস্যা সমাধানের চেষ্টা করছে।

—- Polls module would be displayed here —-

টাইমস লন্ডনে প্রকাশিত একটি খবর অনুযায়ী, ভারত-পাকিস্তান ম্যাচ অন্য কোথাও এখনই সরিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তবে যেই কারণে পিচে বল পড়ে অসমান বাউন্স করছে সেটি সমাধানের চেষ্টা করা হচ্ছে। আয়োজকরা রোলার দিয়ে পিচটিকে সমান করার চেষ্টা করছেন যাতে বাউন্সের সমস্যা কিছুটা মেটে। আদৌ কি ঠিক হবে নিউ ইয়র্কের পিচ? না কি অসমান বাউন্সের সমস্যা নিয়েই নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে ভারত-পাক ম্যাচ?