২ জুন থেকে ঢাকে কাঠি পড়তে চলেছে আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে বসতে চলেছে ক্রিকেটে সবথেকে ছোট ফর্ম্যাটের বিশ্বযুদ্ধ। ইতিমধ্যেই টি-২০ বিশ্বকাপকে ঘিরে ক্রীড়া প্রেমিদের মধ্যে উন্মদনা তুঙ্গে। টুর্নামেন্টের লোগো অনেক আগেই উন্মোচিত হয়েছিল। এবার সামনে আসল প্রতিযোগিতার সম্পূর্ণ থিম সং।
আইসিসির তরফ থেকে টি-২০ বিশ্বকাপের থিম সং এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। এর আগে থিম সংয়ের সংক্ষিপ্ত অংশ প্রকাশ পেয়েছিল। এবার প্রকাশ করা হল পুরো গানটি। এবারের বিশ্বকাপের থিম সং গেয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী শন পল ও সকা সুপারস্টার কেস। গানটি প্রযোজনা করেছেন মাইকেল ‘তানো’ মন্তানো। এক কথায় গানটির লিরিক্স, মিউজিক, সুর অনবদ্য।
The ICC Men’s T20 World Cup Anthem from @duttypaul & @Kestheband is here – and it’s Out Of This World! 🌎 🏏
See if you can spot some of their friends joining the party @usainbolt, @stafanie07, Shivnarine Chanderpaul, @henrygayle 🤩#T20WorldCup | #OutOfThisWorld pic.twitter.com/jzsCY1GRqa
— ICC (@ICC) May 2, 2024
আরও পড়ুনঃ KKR News: এবার বলিউডে পা রাখলেন আন্দ্রে রাসেল, নেট দুনিয়ায় ঝড় তুলল কেকেআর তারকা
ওয়েস্ট ইন্ডিজ টুর্নামেন্টের সহ-আয়োজক হওয়ায় গানটির জন্য তিন ক্যারিবিয়ানকে বেছে নিয়েছে আইসিসি। শন পল একজন জ্যামাইকান এবং কেস ও তানো ত্রিনিদাদিয়ান। টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সংয়ে ক্যারিবিয়ান সংগীত সত্তার সঙ্গে আন্তর্জাতিক সংগীতের আবহও ফুটিয়ে তোলা হয়েছে। ইতিমধ্যেই গানটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।