সেক্ষেত্রেও অবশ্য জটিলতা তৈরি হয়েছিল। কারণ, জাতীয় পতাকার প্রধান দু'টি রং গেরুয়া এবং সবুজ। কিন্তু গেরুয়া রং ব্যবহার করা যাবে না। যেহেতু একটি নির্দিষ্ট দলের জার্সির রং রয়েছে আর পাকিস্তানের জার্সির রং সবুজ।

India Vs New Zealand ICC World Cup 2023 Semi Final: সেমিফাইনালে ভারতের বড় সমস্যা! এবার কী করবে টিম ইন্ডিয়া

মুম্বই: টানা ৯ ম্যাচ জিতে গ্রুপ টেবিলের টপার হিসেবে সেমিফাইনালে জায়গা পাকা করেছে টিম ইন্ডিয়া। ১৫ নভেম্বর বুধবার সেমিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের মেগা ম্যাচ। নকআউট পর্বে সম্পূর্ণ ভিন্ন খেলা। একটা ছোট ভুল সব পরিশ্রমে জল ঢেলে দিতে পারে। এমনিতেই সেমিফাইনাল ম্যাচ ভারতের কাছে বড় সমস্যার। বিগত এক দশকের বেশি সময় ধরে বিশ্বকাপের এই পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে রোহিত শর্মা-বিরাটদের। এবারও কী সেই আতঙ্কে তাড়া করবে ভারতকে? তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

IND vs AUS Final | ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল | ODI ICC World Cup 2023 Final  LIVE Score Updates

২০১৫ সাল থেকে বিশ্বকাপের সেমি ফাইনাল জেতেনি ভারত। এই পরিসংখ্যান চিন্তা রেখেছে সকল ফ্যানেদের। একদিনের ক্রিকেট বিশ্বকাপ হোক আর টি-২০ বিশ্বকাপ সেমির বাধা টপকাতে পারেনি মেন ইন ব্লু-রা। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল তৎকালীন এমএস ধোনির ভারত। ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে সেই সেমি ফাইনাল থেকে হেরে বিদায় নিতে হয়েছিল বিরাট কোহলির ভারতকে। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে লজ্জার হারের মুখ দেখতে হয়েছিল ভারতকে।

এছাড়াও আরও একটি পরিসংখ্যান চিন্তা বাড়াতে পারে ভারতের। কারণ ২০১১ বিশ্বকাপ, ২০১৫ বিশ্বকাপ ও ২০১৯ বিশ্বকাপে যে দেশ লিগ টপার হিসেবে সেমিফাইনালে কোয়ালিফাই করেছে তারা বিশ্বকাপ জিততে পারেনি। সেমি থেকেও ঘটেছে বিদায়। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ দুটি গ্রুপে অনুষ্ঠিত হয়েছিল। ‘এ’ গ্রুপে শীর্ষে থেকে সেমিতে গিয়েছিল পাকিস্তান। ‘বি’ গ্রুপে শীর্ষে ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেবার ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল ভারত।

এরপর ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপও দুটি গ্রুপে অনুষ্ঠিত হয়েছিল। ‘এ’ গ্রুপের শীর্ষে ছিল নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে শীর্ষে ছিল ভারত। এই দুই দেশ বিশ্বকাপ জেতেনি সেবার। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। ২০১৯ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল এবারের মতন ফরম্যাটে। লিগ পর্বে শীর্ষে থেকে গতবার সেমিফাইনালে গিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু সেবার সেমি থেকে বিদায় নিতে হয়েছিল ভারতীয় দলকে।

আরও পড়ুনঃ Double Hat Trick: ৬ বলে ৬ উইকেট, বিশ্বকাপের মাঝেই এক ওভারে ডাবল হ্যাটট্রিকের বিশ্বরেকর্ড

এই পরিসংখ্যান সত্যিই চিন্তার। বারবার আইসিসি বিশ্বকাপ প্রতিযোগিতার এই পর্যায়ে এসে চোক করেছে ভারতীয় দল। ফলে অতীত অভিজ্ঞতার থেকে শিক্ষা নিয়ে এবার সেমিফাইনালে নিজেদের সবথেকে সেরাটা দিতে হলে টিম ইন্ডিয়াকে। তাহলে পেরোনো যাবে এই শক্ত গাঁট। তবে এবার যে ফর্মে রয়েছে ভারতীয় দল মুম্বইতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এগিয়ে থেকেই শুরু করবে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞরা। আর অতীত পরিসংখ্যান নিয়ে না ভেবে এবার আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া।