Yes Bank ও ICICI ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে ? ১ মে থেকে হতে চলেছে বিরাট বড় বদল

ইয়েস ব্যাঙ্ক বা ICICI ব্যাঙ্কে কি আপনার অ্যাকাউন্ট রয়েছে ? তাহলে আপনার জন্য রয়েছে বড় খবর ৷ দুই ব্যাঙ্ক সম্প্রতি তাদের সার্ভিস চার্জে বেশ কিছু বদল করেছে যা ১ মে থেকে লাগু করা হবে ৷ এই বদলের পাশাপাশি দুই ব্যাঙ্ক বেশ কিছু নির্দিষ্ট অ্যাকাউন্ট বন্ধ করার ঘোষণা করেছে ৷

ইয়েস ব্যাঙ্ক বা ICICI ব্যাঙ্কে কি আপনার অ্যাকাউন্ট রয়েছে ? তাহলে আপনার জন্য রয়েছে বড় খবর ৷ দুই ব্যাঙ্ক সম্প্রতি তাদের সার্ভিস চার্জে বেশ কিছু বদল করেছে যা ১ মে থেকে লাগু করা হবে ৷ এই বদলের পাশাপাশি দুই ব্যাঙ্ক বেশ কিছু নির্দিষ্ট অ্যাকাউন্ট বন্ধ করার ঘোষণা করেছে ৷
ইয়েস ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ব্যাঙ্ক তাদের বিভিন্ন সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্স (AMB) রিভাইজ করতে চলেছে ৷ সেভিংস অ্যাকাউন্ট প্রি ম্যাক্সের জন্য ৫০ হাজার টাকার AMB-র দরকার পড়বে, অধিকতম চার্জ ১০০০ টাকা পর্যন্ত রাখা হয়েছে ৷ সেভিংস অ্যাকাউন্ট প্রি প্লাস, Yes Essence সেভিংস অ্যাকাউন্ট, ও Yes Respect সেভিংস অ্যাকাউন্টের জন্য ২৫০০০ টাকা AMB-র দরকার পড়বে এবং অধিকতম চার্জ ৭৫০ টাকা রাখা হয়েছে ৷

ইয়েস ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ব্যাঙ্ক তাদের বিভিন্ন সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্স (AMB) রিভাইজ করতে চলেছে ৷ সেভিংস অ্যাকাউন্ট প্রি ম্যাক্সের জন্য ৫০ হাজার টাকার AMB-র দরকার পড়বে, অধিকতম চার্জ ১০০০ টাকা পর্যন্ত রাখা হয়েছে ৷ সেভিংস অ্যাকাউন্ট প্রি প্লাস, Yes Essence সেভিংস অ্যাকাউন্ট, ও Yes Respect সেভিংস অ্যাকাউন্টের জন্য ২৫০০০ টাকা AMB-র দরকার পড়বে এবং অধিকতম চার্জ ৭৫০ টাকা রাখা হয়েছে ৷

 

সেভিংস অ্যাকাউন্ট প্রি-র জন্য ১০, হাজার টাকার AMB বাধ্যতামূলক রাখা হয়েছে , অধিকতম চার্জ ৭৫০ টাকা হবে ৷ সেভিংস ভ্যালু ও কিষান সেভিংস অ্যাকাউন্টের জন্য ৫০০০ টাকার AMB-র দরকার পড়বে ৷

সেভিংস অ্যাকাউন্ট প্রি-র জন্য ১০ হাজার টাকার AMB বাধ্যতামূলক রাখা হয়েছে , অধিকতম চার্জ ৭৫০ টাকা হবে ৷ সেভিংস ভ্যালু ও কিষান সেভিংস অ্যাকাউন্টের জন্য ৫০০০ টাকার AMB-র দরকার পড়বে ৷
এর পাশাপাশি বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এর মধ্যে রয়েছে সেভিংস এক্সক্লুসিভ, ইয়েস সেভিংস সিলেক্ট ও স্পেশ্যাল কাস্টোমার সেগমেন্টের জন্য একাধিক অন্যান্য অ্যাকাউন্ট সামিল রয়েছে ৷
এর পাশাপাশি বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এর মধ্যে রয়েছে সেভিংস এক্সক্লুসিভ, ইয়েস সেভিংস সিলেক্ট ও স্পেশ্যাল কাস্টোমার সেগমেন্টের জন্য একাধিক অন্যান্য অ্যাকাউন্ট সামিল রয়েছে ৷
ICICI Bank- ICICI Bank তাদের একাধিক ব্যাঙ্কিং পরিষেবায় বদল করেছে ৷ এর মধ্যে মিনিমান মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স (MAB), ক্যাশ ট্রানজাকশন চার্জ, এটিএম ইন্টারচেঞ্জ ফি সামিল রয়েছে ৷
ICICI Bank- ICICI Bank তাদের একাধিক ব্যাঙ্কিং পরিষেবায় বদল করেছে ৷ এর মধ্যে মিনিমান মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স (MAB), ক্যাশ ট্রানজাকশন চার্জ, এটিএম ইন্টারচেঞ্জ ফি সামিল রয়েছে ৷
এছাড়া বেশ কিছু অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে ৷ এর মধ্যে রয়েছে Advantage Woman Savings Account, Asset Linked Savings Account, NRO Savings Account ৷

এছাড়া বেশ কিছু অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে ৷ এর মধ্যে রয়েছে Advantage Woman Savings Account, Asset Linked Savings Account, NRO Savings Account ৷
ICICI ব্যাঙ্কের ডেবিট কার্ডের বার্ষিক ফি ২০০ টাকা (গ্রামীণ এলাকায় ৯৯ টাকা ) । এক বছরে বিনামূল্যে ২৫টি চেক পাওয়া যায় ৷ ২৫ এর বেশি চেকের জন্য প্রত্যেক চেকে ৪ টাকা লাগবে ৷
ICICI ব্যাঙ্কের ডেবিট কার্ডের বার্ষিক ফি ২০০ টাকা (গ্রামীণ এলাকায় ৯৯ টাকা ) । এক বছরে বিনামূল্যে ২৫টি চেক পাওয়া যায় ৷ ২৫ এর বেশি চেকের জন্য প্রত্যেক চেকে ৪ টাকা লাগবে ৷
ট্রানজাকশন ভ্যালুর উপর নির্ভর করে প্রতি লেনদেনে ২.৫০ থেকে ১৫ টাকা চার্জ নেওয়া হবে ৷
ট্রানজাকশন ভ্যালুর উপর নির্ভর করে প্রতি লেনদেনে ২.৫০ থেকে ১৫ টাকা চার্জ নেওয়া হবে ৷