হারিয়ে গিয়েছে Aadhaar Card ? মনে নেই আধার নম্বরও ? দেখে নিন কী করতে হবে

বর্তমানে দেশের সকল নাগরিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আধার কার্ড ৷ Aadhaar একজন ব্যক্তির পরিচয়ের প্রমাণপত্র। এতে থাকে ১২ সংখ্যার একটি নম্বর। যা ওই ব্যক্তির রেটিনা এবং আঙুলের ছাপের সঙ্গে যুক্ত। একজন ব্যক্তি তাঁর নাম পরিবর্তন করলেও রেটিনা, আঙুলের ছাপ এবং নম্বর থেকে তাঁকে শনাক্তকরণ করা যায়।
বর্তমানে দেশের সকল নাগরিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আধার কার্ড ৷ Aadhaar একজন ব্যক্তির পরিচয়ের প্রমাণপত্র। এতে থাকে ১২ সংখ্যার একটি নম্বর। যা ওই ব্যক্তির রেটিনা এবং আঙুলের ছাপের সঙ্গে যুক্ত। একজন ব্যক্তি তাঁর নাম পরিবর্তন করলেও রেটিনা, আঙুলের ছাপ এবং নম্বর থেকে তাঁকে শনাক্তকরণ করা যায়।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গ্যাস কানেকশন হোক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সব ক্ষেত্রেই আধার কার্ড থাকা বাধ্যতামূলক ৷ সরকারি যোজনার সুবিধা পাওয়ার জন্যেও আধার নম্বর অত্যন্ত জরুরি৷ সেই জন্য আধার কার্ড হারিয়ে গিয়ে থাকলে মুশকিলে পড়তে হয় ৷ আজকাল অবশ্য অনলাইনে ই-আধার ডাউনলোড করার সুবিধা থাকায় এই সমস্যার অনেকটাই সুরাহা হয়েছে  ৷ কিন্তু আধার নম্বর ভুলে গিয়ে থাকলে সে ক্ষেত্রে বড় সমস্যায় পড়তে হতে পারে ৷
ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গ্যাস কানেকশন হোক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সব ক্ষেত্রেই আধার কার্ড থাকা বাধ্যতামূলক ৷ সরকারি যোজনার সুবিধা পাওয়ার জন্যেও আধার নম্বর অত্যন্ত জরুরি৷ সেই জন্য আধার কার্ড হারিয়ে গিয়ে থাকলে মুশকিলে পড়তে হয় ৷ আজকাল অবশ্য অনলাইনে ই-আধার ডাউনলোড করার সুবিধা থাকায় এই সমস্যার অনেকটাই সুরাহা হয়েছে ৷ কিন্তু আধার নম্বর ভুলে গিয়ে থাকলে সে ক্ষেত্রে বড় সমস্যায় পড়তে হতে পারে ৷
তবে একটি উপায় আছে যার মাধ্যমে আধার নম্বর মনে না থাকলেও অসুবিধায় পড়বেন না ৷

তবে একটি উপায় আছে যার মাধ্যমে আধার নম্বর মনে না থাকলেও অসুবিধায় পড়বেন না ৷
-আধার নম্বর জানার জন্য প্রথমে UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে-এরপর এই পেজে আধার কার্ডে দেওয়া নাম, মোবাইল নম্বর ও ক্যাপচা কোড দিতে হবে৷
- এবার Send OTP বটনে ক্লিক করতে হবে ৷
- আপনার আধার লিঙ্কড মোবাইল নম্বরে ওটিপি আসবে ৷ OTP দিতেই আপনার পেজে আধার কার্ডের সমস্ত তথ্য চলে আসবে ৷
-এছাড়া আপনি এখান থেকে আধার কার্ড ডাউনলোডও করতে পারবেন ৷
-আধার নম্বর জানার জন্য প্রথমে UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে
-এরপর এই পেজে আধার কার্ডে দেওয়া নাম, মোবাইল নম্বর ও ক্যাপচা কোড দিতে হবে৷
– এবার Send OTP বটনে ক্লিক করতে হবে ৷
– আপনার আধার লিঙ্কড মোবাইল নম্বরে ওটিপি আসবে ৷ OTP দিতেই আপনার পেজে আধার কার্ডের সমস্ত তথ্য চলে আসবে ৷
-এছাড়া আপনি এখান থেকে আধার কার্ড ডাউনলোডও করতে পারবেন ৷
আপনার আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে কী করবেন ?
আপনার আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে কী করবেন ?
মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে আধার সেবা কেন্দ্রে গিয়ে আধার কার্ডের প্রিন্ট আউট নিতে পারবেন ৷ এর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে ৷ আপনার দেওয়া তথ্য ও বায়োমেট্রিক অথেন্টিকেশন মিলে যায় তাহলে ই-আধারের প্রিন্ট আউট নিতে পারবেন ৷

মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে আধার সেবা কেন্দ্রে গিয়ে আধার কার্ডের প্রিন্ট আউট নিতে পারবেন ৷ এর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে ৷ আপনার দেওয়া তথ্য ও বায়োমেট্রিক অথেন্টিকেশন মিলে যায় তাহলে ই-আধারের প্রিন্ট আউট নিতে পারবেন ৷