ব্যবসা-বাণিজ্য Bank Loan Interest Rate: ৫ বছরের জন্য ৮ লাখ টাকার লোন নিলে কত টাকার EMI দিতে হবে, জানুন বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার Gallery October 21, 2024 Bangla Digital Desk বিভিন্ন ব্যাঙ্কের লোনের ক্ষেত্রে সুদের হার বিভিন্ন হয়। এক নজরে দেখে নেওয়া যাক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা এবং এইচডিএফসি ব্যাঙ্কের সুদের হার। এক নজরে দেখে নেওয়া যাক ৫ বছরের জন্য ৮ লাখ টাকার লোন নিলে প্রতি মাসে কত টাকার ইএমআই দিতে হবে। জেনে নেওয়া যাক বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার। ব্যাঙ্ক অফ বরোদাতে উৎসবের মরশুমে ফেস্টিভ অফারের মাধ্যমে ১০.৮০% সুদের হারে লোন অফার করা হচ্ছে। এই সুদের হারেই এই ব্যাঙ্কের লোনের অফার শুরু হচ্ছে। এই সুদের হার অনুযায়ী ব্যাঙ্ক অফ বরোদা থেকে ৫ বছরের জন্য ৮ লাখ টাকার লোন নিলে, ক্যালকুলেশন অনুযায়ী মাসিক ইএমআই হবে ১৭,৩১৪ টাকা। এইচডিএফসি ব্যাঙ্কে এই মুহূর্তে ১০.৭৫% সুদের হারে লোন অফার করা হচ্ছে। এই সুদের হারেই এই ব্যাঙ্কের লোনের অফার শুরু হচ্ছে। এই সুদের হার অনুযায়ী এইচডিএফসি ব্যাঙ্ক থেকে ৫ বছরের জন্য ৮ লাখ টাকার লোন নিলে, ক্যালকুলেশন অনুযায়ী মাসিক ইএমআই হবে ১৭,২৯৪ টাকা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় এই মুহূর্তে ১১.৪৫% সুদের হারে লোন অফার করা হচ্ছে। এই সুদের হারেই এই ব্যাঙ্কের লোনের অফার শুরু হচ্ছে। এই সুদের হার অনুযায়ী স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ৫ বছরের জন্য ৮ লাখ টাকার লোন নিলে, ক্যালকুলেশন অনুযায়ী মাসিক ইএমআই হবে ১৭,৫৭৪ টাকা। বর্তমানে উৎসবের মরশুমে এই তিন ব্যাঙ্কে এই সুদের হারে পার্সোনাল লোন অফার করা হচ্ছে।