দক্ষিণবঙ্গ, পুরুলিয়া IMD Bengal Weather Update: পিছু ছাড়ছে না ঝড়-বৃষ্টি! কালীপুজোতেও বৃষ্টির চান্স? ভেস্তে যাবে সব মজা? বড় আপডেট Gallery October 28, 2024 Bangla Digital Desk ঘূর্ণিঝড়ের দাপটে নাজেহাল দশা হয়েছিল দক্ষিণের মানুষের। একাধিক জায়গায় বাড়ি থেকে অতিভারী ঝড় বৃষ্টি হতে দেখা গিয়েছে। জেলা পুরুলিয়াতেও টানা বৃষ্টি হয়েছে। ক্ষয়ক্ষতি সম্মুখীন হতে হয়েছে জেলার কৃষকদের। একই সঙ্গে ওঠা-নামা করেছে তাপমাত্রা পারদ। ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হচ্ছে। বৃষ্টির পরিমাণ কমছে জেলায়। এই দিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সুত্রে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনই পিছু ছাড়ছে না ঝড়-বৃষ্টি। বৃষ্টি বহাল থাকছে দক্ষিণের একাধিক জায়গায়। এই মুহূর্তেই পুরপুরি স্বস্তি পাচ্ছে না জেলাবাসী। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সর্তকতা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বেশিরভাগ জায়গাতে। তবে কোথাও ভারী বৃষ্টি হবে না। আপাতত কালীপুজো পর্যন্ত পিছু ছাড়বে না বৃষ্টি। বৃষ্টির সতর্কতা নেই দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই। ধীরে ধীরে হালকা ঠান্ডার আমেজ উপভোগ করতে পারবে দক্ষিণবঙ্গবাসী। কালীপুজো এবং দীপাবলিতে শুষ্ক হিমেল পরশ বইতে পারে। চলতি সপ্তাহে বহাল থাকবে উত্তরের ঝড়-বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে উত্তরের বেশকিছু জেলায়। উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। কালীপুজো পর্যন্ত আপাতত টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণের জেলাগুলিতে। তারপরই ধীরে ধীরে শীতের প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে। অফিসের পূর্বাভাস অনুসারে বৃষ্টির সম্ভাবনা বহাল থাকছে জেলা পুরুলিয়াতে। শর্মিষ্ঠা ব্যানার্জি