উৎসবের মধ্যেই খারাপ খবর শোনাল ভারতীয় আবহাওয়া দফতর৷

Weather Forecast: গণেশ পুজোর মাঝেই দুর্যোগের আশঙ্কা, মহারাষ্ট্র জুড়ে জারি হলুদ সতর্কতা

মুম্বই: এখনও মুম্বইয়ে গণেশ উৎসবের আমেজ৷ উৎসবের মধ্যেই খারাপ খবর শোনাল ভারতীয় আবহাওয়া দফতর৷

গণেশ উৎসবের মধ্যেই মুম্বই ও শহরতলি অঞ্চলে ভারি থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে৷ অগাস্টে মহারাষ্ট্র জুড়ে অত্যাধিক বৃষ্টিপাত হয়েছে৷

আরও পড়ুন: লখনউয়ে হুড়মুড় করে ভেঙে পড়ল তিনতলা বিল্ডিং, এখনও পর্যন্ত মৃত আট, আটকে পড়া বাসিন্দার খোঁজে শুরু উদ্ধারকার্য

এর ফলে বেশ কয়েকটি জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল৷ আবারও চলতি সপ্তাহে  বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে৷

আরও পড়ুন: রেস্তোরাঁয় মর্মান্তিক ঘটনা! এসি মেশিনের বিস্ফোরণে চলে গেল তরতাজা প্রাণ, আহত আরও

রবিবার, আইএমডি থানে ওএ পালঘর জেলায় অতি বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি রয়েছে৷ যদিও মুম্বইয়ে তেমন বৃষ্টিপাতের আশঙ্কা নেই৷

তবে ৯ সেপ্টেম্বর থেকে মুম্বই ও শহরতলিতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷ এই সপ্তাহে মহারাষ্ট্রের বিভিন্ন অংশে আকাশ মেঘলা থাকবে৷