উত্তরাখণ্ডে বন্যার আশঙ্কা।

Uttarakhand news: উত্তরাখণ্ডে বন্যার আতঙ্ক! অতিবৃষ্টির লাল সতর্কতা জারি আবহাওয়া দফতরের, বন্ধ চারধাম যাত্রা

দেহরাদূন: উত্তরাখণ্ডে ফের বন্যার আতঙ্ক। গত কয়েক দিনের বৃষ্টিতেই বিপর্যস্ত হয়েছে চামোলি, রুদ্রপ্রয়াগ-সহ একাধিক জেলা। ফুঁসে উঠেছে গঙ্গা। এ বার আবহাওয়া দফতর অতিবৃষ্টির লাল সতর্কতা জারি করল।

পর্যটক এবং তীর্থযাত্রীদের জন্য বরাবরই জনপ্রিয় উত্তরাখণ্ড। পর্যটকেরা যাতে কোনও রকম বিপদে না পড়েন সেই নিয়ে তৎপর প্রশাসন। রবিবার চামোলি, রুদ্রপ্রয়াগ এবং পাউরি জেলায় অতিবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হতে পারে উত্তরাখণ্ডের একাধিক জেলা, যার মধ্যে রয়েছে তেহরি, পাউরি, বাগেশ্বর, নৈনিতাল এবং চম্পাবত। ভারী বৃষ্টি হলে গঙ্গার জলস্তর আরও বাড়তে পারে এবং বন্যার আশঙ্কা দেখা দিতে পারে।

আরও পড়ুন: কিসের টানে হাথরসের কীর্তিমান বাবার কাছে আসতেন লাখ লাখ মহিলা? গোপন কথা ফাঁস

৭ জুলাই রবিবার এবং ৮ জুলাই সোমবার দু’দিনের জন্য বন্ধ রাখা হয়েছে চারধাম যাত্রা। বৃষ্টির জেরে ধস নেমেছে উত্তরাখণ্ডের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায়। উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলা দল ইতিমধ্যেই সেখানে ঘুরতে যাওয়া সকল পর্যটককে সতর্ক করেছে, সেই সঙ্গে সারা রাত গঙ্গার ঘাটে থাকতেও নিষেধ করেছে। নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাচ্ছে প্রশাসন।