৩০০ বছরের চৌধুরী বাড়ির রথ

Ratha Yatra 2024: পেরিয়ে গিয়েছে তিনশো বছর! আজও অমলিন বারুইপুরের রায়চৌধুরীদের রথ, দেখুন ভিডিও

দক্ষিণ ২৪ পরগনা: ৩০০ বছর পেরিয়ে আজও অমলিন বারুইপুরের রায়চৌধুরীদের রথ। পুরীর রথের উৎসবে সামিল হতে পারতেন না তৎকালীন দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত গ্রামের মানুষজন। আর সেই কারণে তাঁদেরকে রথের আনন্দ দিতে জেলার অন্যতম জমিদার রাজবল্লভ রায়চৌধুরীর হাত ধরে রথযাত্রার সূচনা হয় বারুইপুরের জমিদার রায়চৌধুরীদের বাড়িতে।

আরও পড়ুন: বর্ষায় AC থেকে টুপটুপ করে জল পড়েই যাচ্ছে! বড়সড় ক্ষতি হতে চলেছে, পকেট হবে ফাঁকা, আজই করুন এই ছোট্ট কাজ!

লর্ড কর্ণওয়ালসিসের আমলে জমিদারির পত্তন হয় রায়চৌধুরীদের। আর সেই থেকেই এখানে বাঙালির বারো মাসে তেরো পার্বণ পালিত হয়। আর সবকিছুর মধ্যে অন্যতম রায় চৌধুরীদের এই রথ। রথ উপলক্ষে দূরদুরান্ত থেকে মানুষের সমাগম হয় বারুইপুর রাসমাঠে। রথযাত্রা উপলক্ষে মেলাও বসে। প্রায় একমাস ধরে চলে এই রথের মেলা। পুরীর রথের সমস্ত নিয়ম মেনেই বারুইপুরে রায়চৌধুরীদের রথ পালিত হয়।

দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষরা আসেন রথের দড়িতে টান দিতে। তিনশো বছরের বেশি সময় ধরে এই রথ চলে আসলেও সাধারণ মানুষের উৎসাহে এতটুকু ভাঁটা পড়েনি। এখনও ব্রিটিশ আমলের লোহার শিকল দিয়ে রথ টানা হয়। শাল কাঠ দিয়ে তৈরি একই রথে চেপে মাসির বাড়ির উদ্দেশে বছরের পর বছর রায়চৌধুরীদের নাট মন্দির থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রওনা দেন মাসির বাড়িতে।

সুমন সাহা