পুরুলিয়ার আবহাওয়া

IMD Weather Update: নিম্নচাপের দাপটে প্রবল বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলায়, সঙ্গে হড়পাবানের আশঙ্কা

পুরুলিয়া: দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল ঝড় বৃষ্টির দাপট শুরু হয়েছে। নিম্নচাপের জেরে দক্ষিণের প্রায় বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে দেখা যাচ্ছে। বৃষ্টিতে ভিজছে জেলা পুরুলিয়া।‌ বৃষ্টির পরিমাণ ক্রমাগত বাড়ছে জেলায়। হচ্ছে আবহাওয়ার পরিবর্তন। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া জেলায়।

আরও পড়ুন: কাঁদতে কাঁদতে কালীঘাট থেকে বেরোলেন জুনিয়র চিকিৎসকরা, বৈঠক ভেস্তে যেতেই বড় অভিযোগ

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়েছে। এর ফলে ক্রমাগত দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতা সহ দক্ষিণের একাধিক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো বইতে পারে। ভারী বৃষ্টির হতে পারে পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় হড়পা বান আসতে পারে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের ৭ জেলায় ভয়ঙ্কর হড়পা বানের আশঙ্কা! সতর্ক করল হাওয়া অফিস

উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে উত্তরের প্রায় সর্বত্র।

ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের প্রায় সব জেলাতে। তীব্র গতিতে ঝোড়ো হাওয়া বইবে বেশিরভাগ জেলায়। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে দক্ষিণের সর্বত্র। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের অন্যান্য জেলাগুলির পাশাপাশি জেলা পুরুলিয়াতে।