ধেয়ে আসছে বিরাট দুর্যোগ, ঝড়বৃষ্টি- বজ্রপাতে কাঁপবে দক্ষিণবঙ্গের 'এই' জেলাগুলি, ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া, বড় আপডেট হাওয়া অফিসের

IMD Rainfall Alert : ধেয়ে আসছে বিরাট দুর্যোগ! ঝড়বৃষ্টি- বজ্রপাতে কাঁপবে দক্ষিণবঙ্গের ‘এই’ জেলাগুলি, ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া, বড় আপডেট হাওয়া অফিসের

কলকাতা: বৃহস্পতিবার ইদের দিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা। আজ সোমবার রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। চার জেলায় বৃষ্টি চলবে কাল পর্যন্ত। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত।

গত কয়েক দিনের দাবদাহ থেকে মুক্তি। আগামী ২৪ ঘন্টায় রাজ্যজুড়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে ঝড় বৃষ্টির কারণে। মঙ্গল ও বুধবার এই দুদিন তাপমাত্রা ফের বাড়বে। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

আসামে ও রাজস্থানে ঘূর্ণাবর্ত রয়েছে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে এই সপ্তাহে । ১০ এপ্রিল বুধবার এবং ১৩ই এপ্রিল শনিবার দুটি পশ্চিমী ঝঞ্ঝা পরপর ঢুকবে। ওড়িশা থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। যা ছত্তিশগড় বিদর্ভ ও কর্ণাটকের উপর দিয়ে গেছে।

আরও পড়ুন-   শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

দক্ষিণবঙ্গ

দক্ষিণবঙ্গে দাবদাহ থেকে স্বস্তি। দিনভর মেঘলা আকাশ। হালকা ঝড় বৃষ্টি হবে সব জেলাতেই। হতে পারে বজ্রপাত। দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা।

সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। রবিবারের তুলনায় ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হবে।

ঝড় বৃষ্টির বেশি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের নয় জেলাতে।  পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নদীয়া হুগলী হাওড়া এবং বাঁকুড়া পুরুলিয়া তে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে গাস্টি উইন্ড। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা।

মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও কিছুটা কমে যাবে। শুধুমাত্র চার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ শুষ্ক আবহাওয়া। বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে।

মঙ্গল ও বুধবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

বৃহস্পতিবার ইদের দিন ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গ

উত্তরবঙ্গ জুড়েই বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। উপরের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বৃষ্টি বাড়বে মঙ্গলবার। বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে।

উত্তরবঙ্গের সব জেলাতে আজ বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টি ঝড়ের সম্ভাবনা বেশি। দমকা ঝোড়ো হওয়ার গতিবেগ ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে।

আজও কাল উত্তরবঙ্গের সব জেলাতেই দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বুধবার উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা। মালদা ও দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ শুষ্ক আবহাওয়া। বুধবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

কলকাতা

মূলত মেঘলা আকাশ। আজ সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড় ও বৃষ্টির সম্ভাবনা। কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ৫ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে কলকাতায়। মঙ্গল ও বুধবার সামান্য বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। বৃহস্পতিবার ইদের দিন ফের বৃষ্টির সম্ভাবনা কলকাতায়।

কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬১ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য .৫ মিলিমিটার।

বিহার ওড়িশা ঝাড়খন্ড মধ্যপ্রদেশ ছত্রিশগড় বিধর্ম কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু পন্ডিচেরি সহ বেশিরভাগ রাজ্যেই আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। আগামী ৭ দিন সিকিম আসাম মেঘালয় নাগাল্যান্ড মনিপুর মিজোরাম ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে। এছাড়া প্রবল বৃষ্টি হবে আগামী ৪৮ ঘণ্টায় আসাম এবং মেঘালয়ে। ওড়িশা মধ্যপ্রদেশ ছত্রিশগড় বিদর্ভ এবং মারাঠাওয়াড়া তে শিলাবৃষ্টির পূর্বাভাস। গুজরাট অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু ও রয়েলসীমা ইয়ানাম কেরল এবং মাহেতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।