IMD Weather Update: কেদার, বদ্রী, গঙ্গোত্রী…চার ধামে ভারী তুষারপাত! কাশ্মীরের অবস্থা খারাপ…উত্তর ভারতের বাকি অংশের কী অবস্থা!

উত্তরাখণ্ডে অব্যাহত রয়েছে শৈত্যপ্রবাহ৷ জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত। দিল্লি, পঞ্জাব, হরিয়াণায় হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে ঠান্ডা৷ অন্যদিকে, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী যমুনোত্রী, চার ধামেই ভারী তুষারপাত৷ (ছবি-এএনএআই)
উত্তরাখণ্ডে অব্যাহত রয়েছে শৈত্যপ্রবাহ৷ জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত। দিল্লি, পঞ্জাব, হরিয়াণায় হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে ঠান্ডা৷ অন্যদিকে, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী যমুনোত্রী, চার ধামেই ভারী তুষারপাত৷ (ছবি-এএনএআই)
জানুয়ারির প্রথম ১৫ পেরিয়ে গিয়েছে৷ তারপর এতদিনে একসঙ্গে উত্তরাখণ্ডের এই চারধাপে একসঙ্গে তুষারপাতের খবর সামনে এল৷ আবহাওয়া দফতর জানিয়েছে, তুষারপাতের পূর্বাভাস আগেই ছিল৷ আগামী কয়েকদিনও সেই পূর্বাভাস রয়েছে বলে সূত্রের খবর৷(ছবি-এএনএআই)
জানুয়ারির প্রথম ১৫ পেরিয়ে গিয়েছে৷ তারপর এতদিনে একসঙ্গে উত্তরাখণ্ডের এই চারধাপে একসঙ্গে তুষারপাতের খবর সামনে এল৷ আবহাওয়া দফতর জানিয়েছে, তুষারপাতের পূর্বাভাস আগেই ছিল৷ আগামী কয়েকদিনও সেই পূর্বাভাস রয়েছে বলে সূত্রের খবর৷(ছবি-এএনএআই)
বৃহস্পতিবারও খারাপ ছিল চার ধামেই আবহাওয়া। কেদারনাথ ধামে আগামী ২ দিন ভারী তুষারপাত অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে। বদ্রীনাথ ধামেও তুষারপাত চলছে। বরফের সাদা চাদরে ঢাকা বদ্রীনাথ ধামের সৌন্দর্য যেন অতিপ্রাকৃত। (ফাইল চিত্র)
বৃহস্পতিবারও খারাপ ছিল চার ধামেই আবহাওয়া। কেদারনাথ ধামে আগামী ২ দিন ভারী তুষারপাত অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে। বদ্রীনাথ ধামেও তুষারপাত চলছে। বরফের সাদা চাদরে ঢাকা বদ্রীনাথ ধামের সৌন্দর্য যেন অতিপ্রাকৃত। (ফাইল চিত্র)
অন্যদিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝার কারণে শুক্রবার জম্মু ও কাশ্মীরের উঁচু এলাকায় কিছু জায়গায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ফাইল চিত্র)
অন্যদিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝার কারণে শুক্রবার জম্মু ও কাশ্মীরের উঁচু এলাকায় কিছু জায়গায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ফাইল চিত্র)
মেঘলা আকাশের কারণে কাশ্মীরে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। কাশ্মীরে শুষ্ক শীতের কারণে রাতে হিমশীতল শীত পড়ছে, যদিও দিন তুলনামূলকভাবে উষ্ণ। উপত্যকায় রাতের তাপমাত্রা শূন্যের নীচে থাকছে। (ফাইল চিত্র)
মেঘলা আকাশের কারণে কাশ্মীরে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। কাশ্মীরে শুষ্ক শীতের কারণে রাতে হিমশীতল শীত পড়ছে, যদিও দিন তুলনামূলকভাবে উষ্ণ। উপত্যকায় রাতের তাপমাত্রা শূন্যের নীচে থাকছে। (ফাইল চিত্র)
কাশ্মীর বর্তমানে 'চিল্লা-ই-কালান' চলছে৷ এটি ৪০ দিনের কঠিন শীতের সময়। এই সময়ে, এলাকায় শৈত্যপ্রবাহ চলে এবং তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়, জমে যায় জলাশয়৷ খাবার জলের পাইপেও জমে যায় বরফ৷ টানা তুষারপাত চলে৷ (ফাইল চিত্র)
কাশ্মীর বর্তমানে ‘চিল্লা-ই-কালান’ চলছে৷ এটি ৪০ দিনের কঠিন শীতের সময়। এই সময়ে, এলাকায় শৈত্যপ্রবাহ চলে এবং তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়, জমে যায় জলাশয়৷ খাবার জলের পাইপেও জমে যায় বরফ৷ টানা তুষারপাত চলে৷ (ফাইল চিত্র)
'চিল্লা-ই-কালান' শেষ হবে ৩১ জানুয়ারি। তবে এরপর ২০ দিন ‘চিল্লা-ই-খুর্দ’ এবং ১০ দিন ‘চিল্লা-ই-বাছা’ চলবে। (ফাইল চিত্র)
‘চিল্লা-ই-কালান’ শেষ হবে ৩১ জানুয়ারি। তবে এরপর ২০ দিন ‘চিল্লা-ই-খুর্দ’ এবং ১০ দিন ‘চিল্লা-ই-বাছা’ চলবে। (ফাইল চিত্র)
এদিকে দিল্লিতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ সকাল থেকে ঘন কুয়াশা৷ বাতিল হয়েছে বা দেরিতে চলেছে বহু ট্রেন ও বিমান৷(ফাইল চিত্র)
এদিকে দিল্লিতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ সকাল থেকে ঘন কুয়াশা৷ বাতিল হয়েছে বা দেরিতে চলেছে বহু ট্রেন ও বিমান৷(ফাইল চিত্র)
পঞ্জাব, হরিয়াণা, দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশ এবং উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশে ভোর ও সন্ধের দিকে ঘন কুয়াশা থাকছে৷ আগামী ৩ দিন কুয়াশা বজায় থাকবে৷
পঞ্জাব, হরিয়াণা, দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশ এবং উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশে ভোর ও সন্ধের দিকে ঘন কুয়াশা থাকছে৷ আগামী ৩ দিন কুয়াশা বজায় থাকবে৷
পঞ্জাব ও হরিয়াণা সহ উত্কর ভারতের বিস্তীর্ণ অংশে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে৷ পঞ্জাবের বালোওয়ালে শূন্যে নেমে এসেছে তাপমাত্রার পারদ৷ অমৃতসরে ২ ডিগ্রি, লুধায়ানা, পাটিয়ালায় ২.৮ ও ৪.৫ ডিগ্রি৷
পঞ্জাব ও হরিয়াণা সহ উত্কর ভারতের বিস্তীর্ণ অংশে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে৷ পঞ্জাবের বালোওয়ালে শূন্যে নেমে এসেছে তাপমাত্রার পারদ৷ অমৃতসরে ২ ডিগ্রি, লুধায়ানা, পাটিয়ালায় ২.৮ ও ৪.৫ ডিগ্রি৷