নারকেলের ছোবড়া দিয়ে পাখির বাসা 

Uttar Dinajpur News: ঘরের শোভা বাড়াচ্ছে বাবুই পাখির বাসা, কী দিয়ে তৈরি জানেন?

উত্তর দিনাজপুর: মানুষের বাড়িতে তৈরি হচ্ছে পাখির বাসা! শুনতে একটু অবাক লাগলেও এটাই সত্যি। বর্তমানে শৌখিন মানুষেরা ঘর সাজানোর জন্য পাখির বাসা ব্যবহার শুরু করেছেন। আর সেই কৃত্তিম পাখির বাসা তৈরি হচ্ছে নারকোলের ছোবড়া দিয়ে।

আরও পড়ুন: আর শান্তিনিকেতনে যেতে হবে না, সোনাঝুরি হাট এবার মালদহে

ফেলে দেওয়া নারকেলের ছোবড়া দিয়ে তৈরি হচ্ছে একের পর এক অপূর্ব বাবুই পাখির বাসা। এই অনন্য সুন্দর শিল্পকর্ম তৈরি করছেন হেমতাবাদের বাঙালবাড়ির বাসিন্দা সনোকা বৈশ্য। ৪০ টাকা কেজি দরে নারকোলের ছোবড়া কিনে তা দিয়ে তৈরি হচ্ছে এই বাবুই পাখির বাসা। সনোকাদেবীর তৈরি বাবুই পাখির বাসা জেলার গণ্ডি ছাড়িয়ে কলকাতা, শিলিগুড়ি, দিল্লি এমনকি ওড়িশাতেও পাড়ি দিচ্ছে।

মেলায় বাবুই পাখির এই বাসা এক একটি ১০০ টাকা দামে বিক্রি হয়। অনেকে ঘর সাজানোর জন্য এগুলি কিনেন। শিল্পী সেনোকা বৈশ্য জানান, নারকোলের ছোবড়ার পাশাপাশি বাবুই পাখির বাসা তৈরি করতে লাগে সুতো ও পাখি। যে পাখিগুলো তিনি কলকাতা থেকে কিনে নিয়ে আসেন। পাখির বাসা তৈরি করেই এখন ভাল টাকা উপার্জন করছেন।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বর্তমানে ফেলে দাওয়া বিভিন্ন সামগ্রী দিয়ে একের পর এক নিত্য নতুন ঘর সাজানোর উপকরণ তৈরি করে নজির সৃষ্টি করেছেন প্রত্যন্ত গ্রামের এই মহিলা। তাঁর দেখানো পথ ধরে এগিয়ে আসছে আরও অনেকে।

পিয়া গুপ্তা