উত্তরবঙ্গে স্বস্তির বর্ষণ চললেও দক্ষিণবঙ্গের জন্য কোনও আশার বাণী এখনও শোনাতে পারলেন না আবহবিদরা৷ দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করবে, তা নিয়ে এখনও কোনও নিশ্চিত পূর্বাভাস নেই৷

IMD Weather Update: আর কিছুক্ষণেই উত্তরে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি! এল বড় আপডেট, দেখুন

পরিস্থিতি অনুকূল হচ্ছে। দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন থেকে সাত দিনের মধ্যে ঢুকবে বর্ষা। ১৮ জুন থেকে কুড়ি জনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। আজ ভারতের মৌসম ভবন জানিয়েছে আগামী চার পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে ঢুকে পড়বে। অর্থাৎ মঙ্গল পার থেকে বৃহস্পতিবার এর মধ্যে আগামী সপ্তাহের মাঝামাঝি বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা।