দোল ও হোলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা।। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা তিন জেলায়। দক্ষিণবঙ্গে রবিবার মূলত শুষ্ক আবহাওয়া। দিনে ও রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে।

IMD Weather Update: ধেয়ে আসছে তুমুল দুর্যোগ! কলকাতা-সহ গোটা বাংলায় বৃষ্টির সম্ভাবনা, দেখুন আপডেট

ধেয়ে আসছে তুমুল দুর্যোগ! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। দোল ও হোলিতে উষ্ণ আবহাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা। দিন ও রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। সোমবার বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দফতর ৷ উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা। বজ বিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে। আজ, সোমবার দোলযাত্রার দিন দার্জিলিং এবং কালিম্পং-এর পার্বত্য এলাকা এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের সমতল এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা।