নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা ১৮-২১ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির সম্মুখীন হতে পারে।

IMD Weather Update: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতকর্তা? কবে থেকে? জানিয়ে দিল আলিপুর! আবহাওয়ার মেগা আপডেট

সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রথযাত্রার দিনে রাজ্যজুড়েই বৃষ্টির সম্ভাবনা ছিল। দফায় দফায় বৃষ্টি হয়েছে দক্ষিণের জেলাগুলিতে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি ছিল।বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবার জারি হতে চলেছে জেলায় জেলায়। অর্থাৎ আগামী সপ্তাহেও টানা বৃষ্টির স্পেল অব্যাহত। আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকেই প্রবল বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। সপ্তাহান্তে আরও একবার দুর্যোগের দুর্ভোগ হতে পারে উত্তরবঙ্গে।