দানার প্রভাব দক্ষিণবঙ্গে সর্বত্র না পড়লেও, এর ফলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হয়েছে৷ নিম্নচাপ কাটলেও আশঙ্কার মেঘ এখন

IMD Weather Update: কালীপুজোর আগেই আবহাওয়ার ভোলবদল! বড় আপডেট এল আবহাওয়া দফতর থেকে, দেখুন

চলতি সপ্তাহে দানা ঘূর্ণিঝড়ের জেরে লাগাতার বৃষ্টি চলেছে। কেমন থাকবে আগামী সপ্তাহের আবহাওয়া? আপডেট দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়। ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত-সহ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এরপর ২ নভেম্বর শুধুমাত্র উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হলকা বষ্টির ক্ষীণ সম্ভাবনা রয়েছে।