দেশ IMD Weather Update: ফুঁসছে ঘূর্ণাবর্ত…! বঙ্গোপসাগরে নিম্নচাপ হুঁশিয়ারি..! ৫ রাজ্যে বৃষ্টির সতর্কতা, কী হবে বাংলায়? মেগা আপডেট আইএমডি-র! Gallery October 12, 2024 Bangla Digital Desk একটু একটু করে সরছে বর্ষা। দক্ষিণ-পশ্চিম বর্ষার প্রত্যাহার রেখা অক্ষাংশ ২৯° উত্তর, দ্রাঘিমাংশ ৮৪° পূর্ব, নওতানওয়া, সুলতানপুর, পান্না, নর্মদাপুরম, খারগাঁও, নন্দুরবার, নবসারির অক্ষাংশ ২০° উত্তর এবং ৭০° পূর্ব দ্রাঘিমাংশের মধ্য দিয়ে এগোচ্ছে। এরইমধ্যে শুরু আবহাওয়ার নতুন খেলা। একাধিক সিস্টেম সক্রিয়। যাঁর জেরে আবহাওয়ার বিরাট বদলের আশঙ্কা। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে গুজরাত, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের আরও কিছু অংশ, বিহারের কিছু অংশ এবং ঝাড়খণ্ডের অবশিষ্ট অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাহারের জন্য পরিস্থিতি অনুকূল। কর্ণাটক-গোয়া উপকূলে পূর্ব মধ্য আরব সাগরের উপর নিম্নচাপ এলাকাটি ১১ অক্টোবর থেকে গোয়া এবং উত্তর কর্ণাটক উপকূলে পূর্ব মধ্য আরব সাগরের উপরে অবস্থান করছে এর সঙ্গে সম্পর্কিত ঘূর্ণাবর্তটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্তটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা এবং আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে মধ্য আরব সাগরে এটি একটি নিম্নচাপে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। তামিলনাড়ু উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর আরেকটি ঘূর্ণাবর্ত সঞ্চালন সমুদ্রপৃষ্ঠ থেকে ৪.৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে। পূর্ব অসমের উপরে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে। মৌসম ভবনের সর্বশেষ পূর্বাভাস বলছে ১২ অক্টোবরের কাছাকাছি বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম মধ্যাঞ্চলে একটি উচ্চ বায়ু সম্পন্ন ঘূর্ণাবর্ত সঞ্চালন তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে একটি ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স ঘূর্ণাবর্ত হিসাবে রয়ে গিয়েছে জম্মু এবং তৎসংলগ্ন পাকিস্তানের উপরে। গত ২৪ ঘণ্টায় পূর্ব অসম, অরুণাচল প্রদেশ এবং উপকূলীয় অন্ধ্র প্রদেশে বিচ্ছিন্ন ভারী বর্ষণ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। উত্তর-পূর্ব ভারত, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, বিদর্ভ, দক্ষিণ মধ্যপ্রদেশ, কোঙ্কন এবং গোয়া, কর্ণাটক, তামিলনাড়ু, কেরল, লাক্ষাদ্বীপ এবং অন্যদিকে, দক্ষিণ গুজরাত এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম, ছত্তিশগড়, মারাঠওয়াড়া এবং সৌরাষ্ট্র ও কচ্ছেতে হালকা বৃষ্টি হয়েছে। দক্ষিণ-পূর্ব রাজস্থানের একটি বা দুটি জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সম্ভাব্য সিস্টেমগুলির জেরে আবহাওয়ার নতুন কার্যকলাপ শুরু হতে চলেছে। আইএমডি- জানাচ্ছে পরবর্তী ২৪ ঘন্টায় তামিলনাড়ু, কর্ণাটক, কেরল, লাক্ষাদ্বীপ এবং মহারাষ্ট্রে এক বা দুটি ভারী স্পেলের পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর-পূর্ব ভারত, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, বিদর্ভ, দক্ষিণ মধ্যপ্রদেশ, গুজরাত, দক্ষিণ-পূর্ব রাজস্থান এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও হালকা বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, সিকিম এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বাংলার আবহাওয়ায় ও বড় বদলের সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বিসর্জন নির্বিঘ্নে কাটলেও কলকাতায় দুর্গাপুজোর কার্নিভালে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। কার্নিভালের দিন মঙ্গলবার থেকে ফের হালকা বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে। জমিয়ে পুজো দেখার মতোই জমিয়েই কি কাটবে বিসর্জন ও পরের পর্ব? হাওয়া অফিস জানাচ্ছে, কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে খুব অল্প সময়ের। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই বলেই জানাচ্ছে ওয়েদার রিপোর্ট। তবে পুজোর পরেই আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা। আলিপুর জানাচ্ছে, আর দুদিনের মধ্যে বর্ষা বিদায় নিতে চলেছে বাংলা থেকেও। সামনের সপ্তাহেই শুষ্ক আবহাওয়ার শুরু হতে পারে।