পাঁচমিশালি General Knowledge Story: কোল্ড ড্রিঙ্কসের বোতলের নীচ ঢেউ খেলানো হয় কেন বলুন তো? উত্তর দিতে গেলে হোঁচট খেতে হবে সকলকেই, রইল কড়া চ্যালেঞ্জ Gallery October 12, 2024 Bangla Digital Desk আমাদের চারপাশে এমন অনেক বস্তু আছে, যাদের আমরা রোজ দেখি, তাঁদের আকারও অন্যের চেয়ে আলাদা হয়৷ কিন্তু কেন আলাদা হয়, সেই নিয়ে ভাবিও না৷ এমনই এক বস্তু হল ঠান্ডা পানীয়ের বোতল৷ আচ্ছা আপনারা, লক্ষ করেছেন কোমল ঠান্ডা পানীয় নীচটা সমতল নয়৷ বরং তার নীচে স্পাইক থাকে৷ অনেকে বলে এ হল নতুন স্টাইল৷ কিন্তু মোটেও না৷ এর পিছনে রয়েছে নিখাদ বিজ্ঞান৷ শুনলে অবাক হবে, প্রায় ১৭ শতকের দিকে এই ঠান্ডা পানীয়ের ইতিহাস শুরু৷ ইউরোপীয়রা প্রাকৃতিকভাবে কার্বনেট স্প্রিং ওয়াটার অনুকরণ করার চেষ্টা করা হয়েছিল৷ ইতিহাস ছেড়ে এবারে বর্তমানে আসা যাক৷ যে কোনও বাজারজাত পণ্যের মতোই এই বোতলকেও নানা ভাবে স্টাইলিং করতে হয়৷ স্পাইক বোটমেরও নানা ধরন থাকে৷ তবে খেয়াল করবেন কোনও কোমল পানীয়ের বোতল নীচ সমতল হয় না৷ এর প্রধান কারণ হল, কোল্ড ড্রিঙ্কসের ভিতরে থাকা গ্যাস৷ আসলে এই ধরনের পানীয়তে প্রতুর পরিমাণে গ্যাস উচ্চ-চাপে বোতলের ভিতরে প্রবেশ করানো হয়৷ বোতল ঠান্ডা হয়ে গেলে এই গ্যাস আরও আয়তনে বৃদ্ধি পায়৷ এই ধরনের আকার সেই আয়তন বৃদ্ধিতে উপযুক্ত৷ ঠান্ডা হলে পানীয়ের ভিতরে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, ফলে বোতলে চাপের সৃষ্টি হয়৷ বোতলগুলির কেবল আকার এই রকম হয় না৷ এর নীচটিও উপরের চেয়ে অনেকটা শক্ত হয়৷ এর ফলে তারা সহজেই অতিরিক্ত চাপ সহ্য করতে পারে৷