দক্ষিণবঙ্গ, পুরুলিয়া IMD Bengal Latest Weather Update: ফের বড় বদল! ভাইফোঁটাতে বড় সতর্কতা কলকাতা-সহ দক্ষিণবঙ্গ! আবার ভারী বৃষ্টিপাতের পালা? বার্তা IMD-র Gallery November 1, 2024 Bangla Digital Desk ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও মোটের উপর আবহাওয়া শুষ্ক ছিল কালীপুজোর দিন। সেভাবে বৃষ্টির দাপট দেখা যায়নি কোথাও। পুরুলিয়া জেলাতে আবহাওয়া যথেষ্ট ভালছিল কালীপুজোয়। বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি সম্ভাবনা রয়েছে জেলায় তবুও দীপাবলিতে আবহাওয়ার যথেষ্ট উন্নতি হয়েছে। পরিবর্তন হয়েছে তাপমাত্রার। আজ, শুক্রবার পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জায়গায়। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। ধীরে ধীরে কমবে তাপমাত্রার পারদ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমবে। ধীরে ধীরে শুষ্ক আবহাওয়ার বিরাজ করবে। তবে দক্ষিণবঙ্গে আপাতত বহাল থাকছে হালকা বৃষ্টির দাপট। দক্ষিণের বেশ কিছু জেলা যেমন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা , হাওড়া হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উঠা-নামা করছে তাপমাত্রার পারদ। তবে, বৃষ্টির দাপট থাকছে উত্তরে। বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরের বেশ কিছু জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ও মালদহ সব জেলাতেই বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে রেহাই নেই উত্তরে। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির ফলে আবহাওয়ার বেশ খানিকটা পরিবর্তন হচ্ছে। টানা ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণের কোথাও। তবে আপাতত পুরোপুরি বিদায় নিচ্ছে না বৃষ্টি। বিক্ষিপ্ত ভাবে হলেও বৃষ্টির দাপট চলছে। শর্মিষ্ঠা ব্যানার্জি