Weather: কিছুক্ষণের অপেক্ষা! তাপপ্রবাহ থেকে আজই মিলবে মুক্তি, জেলায় জেলায় নামবে স্বস্তির বৃষ্টি, দেখুন পুরুলিয়ার গনগনে গরমের ভিডিও

Weather: আজ ৬ এপ্রিল শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দাবদাহ চলবে। বাঁকুড়া পুরুলিয়া সহ পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ইতিমধ্যেই ৪০ ডিগ্রি সেলসিয়াস পার করেছে। লু সতর্কতা জারি হয়েছে পশ্চিমের চার জেলায়। বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বর্ধমান জেলায় তাপপ্রবাহ চলবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দাবদাহ ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে এ দিনও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পার্বত্য অঞ্চল গুলিতে শিলাবৃষ্টি সহ ঝড়ো হাওয়া বইবে। উইকেন্ডে রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ইতিমধ্যে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছুঁয়েছে। দেশের অন্যান্য রাজ্যের মত পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে মৌসম ভবন। দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলার পাশাপাশি অন্যান্য জেলায় চলছে তাপপ্রবাহ।