আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ এলাকা তৈরি হবে বাংলাদেশ উপকূল ও সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায়। এরপর ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়।

IMD West Bengal Weather: রাত পোহালেই দুর্যোগ শুরু…? শনিবারই দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা! ভাসবে কলকাতাও? যা হতে চলেছে, জানাল IMD

বঙ্গোপসাগরে ফুঁসছে গভীর নিম্নচাপ। শনিবারই পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। এর জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির কয়েকটিতে দুর্যোগ শুরু হতে পারে ষষ্ঠ দফা ভোটের দিন, শনিবার। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার সতর্কতা রয়েছে বেশ কয়েকটি জেলায়।
বঙ্গোপসাগরে ফুঁসছে গভীর নিম্নচাপ। শনিবারই পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। এর জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির কয়েকটিতে দুর্যোগ শুরু হতে পারে ষষ্ঠ দফা ভোটের দিন, শনিবার। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার সতর্কতা রয়েছে বেশ কয়েকটি জেলায়।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে শনিবার থেকে বৃষ্টি শুরু হবে রাজ্যে। তবে দক্ষিণবঙ্গে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা রবিবার এবং সোমবার। সপ্তাহের শুরুতে বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে শহর কলকাতায়।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে শনিবার থেকে বৃষ্টি শুরু হবে রাজ্যে। তবে দক্ষিণবঙ্গে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা রবিবার এবং সোমবার। সপ্তাহের শুরুতে বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে শহর কলকাতায়।
শনিবার থেকেই দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাত পোহালেই দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
শনিবার থেকেই দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাত পোহালেই দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
সর্বশেষ রিপোর্ট বলছে, শনিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই তিন জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা।
সর্বশেষ রিপোর্ট বলছে, শনিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই তিন জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা।
রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই জেলাগুলির দু-এক জায়গায়।
রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই জেলাগুলির দু-এক জায়গায়।
কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে।
কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে।
সোমবার ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায়।
সোমবার ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায়।
দক্ষিণ ২৪ পরগনা জেলায় দুর্যোগ বাড়তে পারে। হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা এই জেলায়। দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
দক্ষিণ ২৪ পরগনা জেলায় দুর্যোগ বাড়তে পারে। হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা এই জেলায়। দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
উত্তর ২৪ পরগনা জেলাতে ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়াতে ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বইতে পারে। হুগলি ও পূর্ব বর্ধমানে ৭০ থেকে ৮০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।
উত্তর ২৪ পরগনা জেলাতে ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়াতে ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বইতে পারে। হুগলি ও পূর্ব বর্ধমানে ৭০ থেকে ৮০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।
সোমবার পর্যন্ত উত্তাল থাকবে সমুদ্র। এর জেরে ২৭ মে সকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে।
সোমবার পর্যন্ত উত্তাল থাকবে সমুদ্র। এর জেরে ২৭ মে সকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে।
জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। রবিবার থেকে বুধবারের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। রবিবার থেকে বুধবারের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।