সোমবার সকাল পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

IMD West Bengal Weather: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ…! বজ্রবিদ্যুৎ-সহ অতি ভারী বৃষ্টি কাঁপাবে দক্ষিণের ৮ জেলা! ভাসবে কলকাতা? মেগা আপডেট IMD-র

দক্ষিণ বাংলাদেশের নিম্নচাপ সরে আজ সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করবে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তিশালী হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে।
দক্ষিণ বাংলাদেশের নিম্নচাপ সরে আজ সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করবে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তিশালী হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে।
এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাংলার পর ঝাড়খণ্ড ও বিহারেও অতিবৃষ্টির সতর্কতা। নতুন করে নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা দক্ষিণবঙ্গে।
এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাংলার পর ঝাড়খণ্ড ও বিহারেও অতিবৃষ্টির সতর্কতা। নতুন করে নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা দক্ষিণবঙ্গে।
নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হবে। ৫৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সমুদ্রের ভেতরে। মৎস্যজীবীদের জন্য তাই জারি হয়েছে সতর্কবার্তা। মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হবে। ৫৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সমুদ্রের ভেতরে। মৎস্যজীবীদের জন্য তাই জারি হয়েছে সতর্কবার্তা। মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে।  বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে।
আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে।  বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে।
মঙ্গলবার থেকে পশ্চিমের জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে। মালদহ-সহ নীচের তিন জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা।
মঙ্গলবার থেকে পশ্চিমের জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে। মালদহ-সহ নীচের তিন জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা।
বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ দক্ষিণ বাংলাদেশে অবস্থান করছে। মঙ্গলবারের মধ্যে বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে। এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা।
বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ দক্ষিণ বাংলাদেশে অবস্থান করছে। মঙ্গলবারের মধ্যে বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে। এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা।
নিম্নচাপ তৈরি হওয়ার পরবর্তী ২৪ ঘণ্টায় এই এটি আরো শক্তিশালী হয়ে পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকে এগোবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে।
নিম্নচাপ তৈরি হওয়ার পরবর্তী ২৪ ঘণ্টায় এই এটি আরো শক্তিশালী হয়ে পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকে এগোবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে।
তিন দিনের মধ্যে এটি ঝাড়খণ্ড ও সংলগ্ন উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের দিকে অবস্থান করবে। এর ফলে দক্ষিণবঙ্গ ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা। অতিভারি বৃষ্টির সতর্কতা বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের কিছু অংশে।
তিন দিনের মধ্যে এটি ঝাড়খণ্ড ও সংলগ্ন উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের দিকে অবস্থান করবে। এর ফলে দক্ষিণবঙ্গ ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা। অতিভারি বৃষ্টির সতর্কতা বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের কিছু অংশে।
সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলাতেই। এই অক্ষরেখা বিকানির জয়পুর গোয়ালিয়ার সাতনা রাঁচির পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে বাংলাদেশের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত। অসম থেকে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। কর্ণাটক ও রাজস্থানে রয়েছে ঘূর্ণাবর্ত।
সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলাতেই। এই অক্ষরেখা বিকানির জয়পুর গোয়ালিয়ার সাতনা রাঁচির পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে বাংলাদেশের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত। অসম থেকে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। কর্ণাটক ও রাজস্থানে রয়েছে ঘূর্ণাবর্ত।
দক্ষিণবঙ্গ: সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মূলত পশ্চিমের জেলাগুলিতে। হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে বেশি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে। বৃষ্টির সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি ও থাকবে।
দক্ষিণবঙ্গ: সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মূলত পশ্চিমের জেলাগুলিতে। হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে বেশি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে। বৃষ্টির সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি ও থাকবে।
মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এবং বীরভূম জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা।
মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এবং বীরভূম জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা।
বুধবারে ও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। পশ্চিমের দিকের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সর্তকতা।
বুধবারে ও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। পশ্চিমের দিকের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সর্তকতা।
উত্তরবঙ্গ: সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বেশি সম্ভাবনা থাকবে জলপাইগুড়ি, মালদহ, এবং দুই দিনাজপুরে।
উত্তরবঙ্গ: সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বেশি সম্ভাবনা থাকবে জলপাইগুড়ি, মালদহ, এবং দুই দিনাজপুরে।
মঙ্গলবার সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতে। দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বেশি হবে, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে।
মঙ্গলবার সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতে। দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বেশি হবে, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে।
বুধবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। ভারী বৃষ্টি থাকবে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কালিম্পং এবং মালদহ জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি জেলাতে।
বুধবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। ভারী বৃষ্টি থাকবে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কালিম্পং এবং মালদহ জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি জেলাতে।
কলকাতা: আজ কয়েক পশলা নিবিড় বৃষ্টি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। নিম্নচাপের বৃষ্টি শহরে।মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও হবে।
কলকাতা: আজ কয়েক পশলা নিবিড় বৃষ্টি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। নিম্নচাপের বৃষ্টি শহরে।মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও হবে।
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস কম।
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস কম।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৮ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৫৯.৫ মিলিমিটার।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৮ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৫৯.৫ মিলিমিটার।