ইলিশ

Hilsha: সুখবর! সুখবর! কাটতে চলেছে ইলিশের খরা, শিগগিরই বাজারে আসবে টন-টন ইলিশ…

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা বাজারে আসবে বিপুল পরিমাণে ইলিশ। মৎস্যজীবীদের এই দাবিতে খুশির জোয়ার বইছে মাছ বাজারে। ইলিশ ধরার অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে সাগরে‌।
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা বাজারে আসবে বিপুল পরিমাণে ইলিশ। মৎস্যজীবীদের এই দাবিতে খুশির জোয়ার বইছে মাছ বাজারে। ইলিশ ধরার অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে সাগরে‌।
ইতিমধ্যে দীঘাতে ইলিশ এসেছে। যার জেরে আশার আলো দেখছেন দক্ষিণ ২৪ পরগনার মৎস্যজীবীরা। তারা দু-তিনদিনের মধ্যে ফিরে আসবে উপকূলে।
ইতিমধ্যে দীঘাতে ইলিশ এসেছে। যার জেরে আশার আলো দেখছেন দক্ষিণ ২৪ পরগনার মৎস্যজীবীরা। তারা দু-তিনদিনের মধ্যে ফিরে আসবে উপকূলে।
১৫ ই জুলাই প্রচুর ট্রলার সমুদ্রে মাছ ধরার জন্য পাড়ি দিয়েছিল। কিন্তু একদিন পরেই সব ট্রলারকে উপকূলে ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়।
১৫ ই জুলাই প্রচুর ট্রলার সমুদ্রে মাছ ধরার জন্য পাড়ি দিয়েছিল। কিন্তু একদিন পরেই সব ট্রলারকে উপকূলে ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়।
সেবার ফিরে আসলেও এবার শনিবার আবারও বের হয়েছে মৎস্যজীবীরা‌। প্রায় একসপ্তাহ মাছ ধরা বন্ধ থাকায় মাছ অনেক পরিমাণে পাওয়া যাবে বলে মনে করছে মৎস্যজীবীরা।
সেবার ফিরে আসলেও এবার শনিবার আবারও বের হয়েছে মৎস্যজীবীরা‌। প্রায় একসপ্তাহ মাছ ধরা বন্ধ থাকায় মাছ অনেক পরিমাণে পাওয়া যাবে বলে মনে করছে মৎস্যজীবীরা।
দীঘার মৎস্যজীবীদের জালে ইলিশ আসার খবরে খুশি এই জেলার মৎস্যজীবীরাও। গত দেড় মাস ধরে চলা ইলিশের খরার এবার অবসান হবে বলে মনে করা হচ্ছে।
দীঘার মৎস্যজীবীদের জালে ইলিশ আসার খবরে খুশি এই জেলার মৎস্যজীবীরাও। গত দেড় মাস ধরে চলা ইলিশের খরার এবার অবসান হবে বলে মনে করা হচ্ছে।
ফলে আর মাত্র দু-তিনদিন পরেই ভাল খবর আসতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা। ইলিশ আসতে শুরু করলে বাজারে ইলিশের খরা অনেকটাই কাটবে।
ফলে আর মাত্র দু-তিনদিন পরেই ভাল খবর আসতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা। ইলিশ আসতে শুরু করলে বাজারে ইলিশের খরা অনেকটাই কাটবে।