বিশ্বকাপের পিচদের রিপোর্ট কার্ড Photo- AFP

World Cup Pitch: বিশ্বকাপের পিচের রিপোর্ট কার্ড বার করল আইসিসি, ইডেন কী করল, আহমেদাবাদের রেজাল্টই বা কী

দুবাই: না আহমেদাবাদ পারল না, ইডেন দিল টেক্কা৷ আইসিসি-র পিচ বিশেষজ্ঞরা বিশ্বকাপে খেলা হয়েছে এমন পিচগুলির মার্কশিট বার করেছে৷  ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩- র ফাইনাল ম্যাচটি ১৯ ডিসেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। ফাইনালে ভারতকে হারিয়ে এই মুহূর্তে বিশ্ব চ্যাম্পিয়ন  অস্ট্রেলিয়া। এবার সেই পিচে রেটিং দিয়ে চমকে দিয়েছে আইসিসি।আইসিসি বিশ্বকাপ ফাইনালের পিচকে গড় বা অ্যাভারেজ বলে দিয়েছে৷  করেছে। আইসিসি ম্যাচ রেফারি এবং জিম্বাবোয়ের প্রাক্তন ব্যাটসম্যান অ্যান্ডি পাইক্রফট অবশ্য মাঠের আউটফিল্ডকে খুবই ভাল বলে সার্টিফিকেট দিয়েছেন৷

যে পিচে ফাইনাল (IND vs AUS বিশ্বকাপ ফাইনাল 2023) খেলা হয়েছিল সেটি খুব  স্লো বা ধীরগতির পিচ ছিল। ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ভারতীয় দল নির্ধারিত ৫০ ওভারে মাত্র ২৪০ রানই তুলেছিল৷  ৪৩ ওভারে জয়ের  লক্ষ্য অর্জন করে অস্ট্রেলিয়া। অজি ব্যাটসম্যান ট্রাভিস হেড ১২০ বলে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

আরও পড়ুন – Bollywood Gossip: বিয়ে না করেই প্রেগন্যান্ট, ৩০-এ কুমারী মা, ক্রিকেটারের প্রেমে কেরিয়ার বরবাদ

আইসিসি এই পিচগুলিকে ভাল বলেছে
আইসিসি লিগ পর্বে যথাক্রমে কলকাতা, লখনউ, আহমেদাবাদ এবং চেন্নাইতে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত যে পিচগুলি খেলেছে সেগুলিকেও গড় বা অ্যাভারেজ বলে ঘোষণা করেছিল৷ ওয়াংখেড়ে স্টেডিয়ামের যে পিচটিতে ভারত সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল সেটিকে আইসিসি একটি ‘ভাল’ রেটিং দিয়েছে।  এই ম্যাচের আগে, মিডিয়া রিপোর্টে দাবি করা  হয়েছিল যে ভারত পিচে পরিবর্তন করেছে এবং এই ম্যাচটি নতুন পিচের পরিবর্তে পূর্বে ব্যবহৃত পিচে খেলা হয়েছিল।

ইডেনের পিচের আউটফিল্ডকে ভাল বলেছেন শ্রীনাথ
আইসিসি কলকাতার ইডেন গার্ডেনের পিচ নিয়েও রেজাল্ট জানিয়েছে৷ যেখানে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল খেলা হয়েছিল , সেই পিচকে গড় বা অ্যাভারেজ ঘোষণা করেছে৷  এই লো-স্কোরিং ম্যাচে অস্ট্রেলিয়া ৪৯.৪ ওভারে দক্ষিণ আফ্রিকাকে ২১২ রানে অলআউট করেছিল। এদিকে ৪৭.২ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে ফেলেছিল অস্ট্রেলিয়া। আইসিসি ম্যাচ রেফারি এবং প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার জাভাগাল শ্রীনাথ অবশ্য ইডেন গার্ডেনের আউটফিল্ডকে খুব ভাল বলে সার্টিফিকেট দিয়েছিলেন৷