Tag Archives: Eden Gardens

KKR vs RCB: আরসিবি ম্যাচের আগে খারাপ খবর কেকেআরে! লড়াই আরও কঠিন হল গম্ভীরদের

রবিবার ঘরের মাঠে মরশুমের সপ্তম ম্যাচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম পর্বে আরসিবিকে সহজে হারিয়ে ছিল কেকেআর।
রবিবার ঘরের মাঠে মরশুমের সপ্তম ম্যাচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম পর্বে আরসিবিকে সহজে হারিয়ে ছিল কেকেআর।
কিন্তু দ্বিতীয় পর্বে নামার আগে নাইট শিবিরের ছবিটা কিছুটা হলেও অন্যরকম। রাজস্থানের বিরুদ্ধে ২২৩ রান করেও ইডেনে হারের ঝটকা থেকে বেরিয়ে আসতে মরিয়া নাইটরা। ফলে আরসিবি লিগ টেবিলের শেষে থাকলেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে কেকেআর।
কিন্তু দ্বিতীয় পর্বে নামার আগে নাইট শিবিরের ছবিটা কিছুটা হলেও অন্যরকম। রাজস্থানের বিরুদ্ধে ২২৩ রান করেও ইডেনে হারের ঝটকা থেকে বেরিয়ে আসতে মরিয়া নাইটরা। ফলে আরসিবি লিগ টেবিলের শেষে থাকলেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে কেকেআর।
তবে আরসিবি ম্যাচে নামার আগে আরও একটি খারাপ খবর কেকেআরের জন্য। রাজস্থানের বিরুদ্ধে হারের ফলে লিগ টেবিলের শীর্ষস্থান দখলের সুযোগ হাতছাড়া করেছিল নাইটরা। শনিবার সানরাইজার্স হায়দরাবাদ দিল্লিকে হারাতেই দ্বিতীয় স্থানও খোয়াল কেকেআর।
তবে আরসিবি ম্যাচে নামার আগে আরও একটি খারাপ খবর কেকেআরের জন্য। রাজস্থানের বিরুদ্ধে হারের ফলে লিগ টেবিলের শীর্ষস্থান দখলের সুযোগ হাতছাড়া করেছিল নাইটরা। শনিবার সানরাইজার্স হায়দরাবাদ দিল্লিকে হারাতেই দ্বিতীয় স্থানও খোয়াল কেকেআর।
বর্তমানে লিগ টেবিলে ৭ ম্যাচে ৬ জয় ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজস্থান রয়্যালস। ৭ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আর ৬ ম্যাচে ৪ জয় ৮ পয়েন্ট  নিয়ে তৃতীয় স্থানে নেমে এসেছে কলকাতা নাইট রাইডার্স।
বর্তমানে লিগ টেবিলে ৭ ম্যাচে ৬ জয় ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজস্থান রয়্যালস। ৭ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আর ৬ ম্যাচে ৪ জয় ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে এসেছে কলকাতা নাইট রাইডার্স।
কেকেআর শুধু তৃতীয় স্থানে থাকা নয়, ৮ পয়েন্ট নিয়ে শ্রেয়স আইয়ারদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস। ফলে লড়াই ধীরে ধীরে আরও কঠিন হচ্ছে মেন্টক গৌতম গম্ভীর, কোচ চন্দ্রকান্ত পণ্ডিতদের।
কেকেআর শুধু তৃতীয় স্থানে থাকা নয়, ৮ পয়েন্ট নিয়ে শ্রেয়স আইয়ারদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস। ফলে লড়াই ধীরে ধীরে আরও কঠিন হচ্ছে মেন্টক গৌতম গম্ভীর, কোচ চন্দ্রকান্ত পণ্ডিতদের।
ফলে লিগ টেবিলে ঘুড়ে ফের উপরের দিকে উঠতে হলে, দ্বিতীয় স্থানে থাকতে হলে আরসিবির বিরুদ্ধে জিততেই হবে কেকেআরকে। এছাড়া আরসিবি ম্যাচের পর ঘরের মাঠে আরও ২টি ম্যাচ খেলবে নাইটরা। সবকটি ম্যাচ জিততে পারলে লিগ টেবিলে ভাস জায়গায় থাকবে কেকেআর।
ফলে লিগ টেবিলে ঘুড়ে ফের উপরের দিকে উঠতে হলে, দ্বিতীয় স্থানে থাকতে হলে আরসিবির বিরুদ্ধে জিততেই হবে কেকেআরকে। এছাড়া আরসিবি ম্যাচের পর ঘরের মাঠে আরও ২টি ম্যাচ খেলবে নাইটরা। সবকটি ম্যাচ জিততে পারলে লিগ টেবিলে ভাস জায়গায় থাকবে কেকেআর।

MS Dhoni: আর কোনও দিন কলকাতায় খেলবেন না ধোনি! মন ভাঙল ক্রিকেট প্রেমিদের

গত বছর ইডেনে সিএসকে বনাম কেকেআর ম্যাচ হয়েছিল ২৩ এপ্রিল। সেই সময় সকলেই ধরে নিয়েছিল এই শেষবার প্লেয়ার হিসেবে ইডেনে নামতে চলেছেন ধোনি ।
গত বছর ইডেনে সিএসকে বনাম কেকেআর ম্যাচ হয়েছিল ২৩ এপ্রিল। সেই সময় সকলেই ধরে নিয়েছিল এই শেষবার প্লেয়ার হিসেবে ইডেনে নামতে চলেছেন ধোনি ।
২০২৩ আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ধোনি জানিয়ে দিয়েছিলেন আরও একটি মরশুম আইপিএল খেলবেন তিনি। ফলে কলকাতার ধোনির ফ্যানেরা ভেবেছিল আরও একবার ইডেনে নামবেন ধোনি।
২০২৩ আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ধোনি জানিয়ে দিয়েছিলেন আরও একটি মরশুম আইপিএল খেলবেন তিনি। ফলে কলকাতার ধোনির ফ্যানেরা ভেবেছিল আরও একবার ইডেনে নামবেন ধোনি।
কিন্তু ২০২৪ আইপিএলের দ্বিতীয় ধাপে যে পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড তাতে মন ভেঙেছে কলকাতার ক্রিকেট প্রেমিদের। আর হয়তো ইডেনে দেখা যাবে না ধোনিকে।
কিন্তু ২০২৪ আইপিএলের দ্বিতীয় ধাপে যে পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড তাতে মন ভেঙেছে কলকাতার ক্রিকেট প্রেমিদের। আর হয়তো ইডেনে দেখা যাবে না ধোনিকে।
আইপিএলের পূর্ণাঙ্গ সূচি অনুযায়ী, এ বার কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে এক বার। আগামী ৮ এপ্রিল, সোমবার সেই ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। তাই এ বার আর কলকাতায় খেলতে আসবেন না ধোনি।
আইপিএলের পূর্ণাঙ্গ সূচি অনুযায়ী, এ বার কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে এক বার। আগামী ৮ এপ্রিল, সোমবার সেই ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। তাই এ বার আর কলকাতায় খেলতে আসবেন না ধোনি।
প্রসঙ্গত, ইতিমধ্যেই সিএসকের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন এমএস ধোনি। এই মরশুমই তাঁর শেষ, সেই আভাসও দিয়ে রেখেছেন। ফলে ২৩ এপ্রিল ২০২৩ তারিখটা হয়তো ক্যালেন্ডারে মার্ক করে রাখতে হবে। কারণ সেই দিনই হয়তো ইডেনে শেষবার প্লেয়ার হিসেবে পা রাখার দিন হয়ে থাকবে ধোনির।
প্রসঙ্গত, ইতিমধ্যেই সিএসকের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন এমএস ধোনি। এই মরশুমই তাঁর শেষ, সেই আভাসও দিয়ে রেখেছেন। ফলে ২৩ এপ্রিল ২০২৩ তারিখটা হয়তো ক্যালেন্ডারে মার্ক করে রাখতে হবে। কারণ সেই দিনই হয়তো ইডেনে শেষবার প্লেয়ার হিসেবে পা রাখার দিন হয়ে থাকবে ধোনির।

KKR News: সন্ধ্যাবেলায় ইডেনে শুরু মহারণ, পিচ নিয়ে রহস্য খুলে গেল, সুবিধা পাবে কারা

কেকেআর আগের বার ইডেন গার্ডেন্সের হোম পিচ নিয়ে রীতিমতো না খুশ ছিলেন নীতিশ রানা৷ আগের বার শ্রেয়স আইয়ার চোটের কারণে নীতিশ রানা কেকেআরের অধিনায়কত্বের দায়িত্ব সামলেছিলেন৷ কিন্তু তিনিই জানিয়েছিলেন কেকেআর যে পিচে খেলেছিল সেটা মনোমত ছিল না৷
কেকেআর আগের বার ইডেন গার্ডেন্সের হোম পিচ নিয়ে রীতিমতো না খুশ ছিলেন নীতিশ রানা৷ আগের বার শ্রেয়স আইয়ার চোটের কারণে নীতিশ রানা কেকেআরের অধিনায়কত্বের দায়িত্ব সামলেছিলেন৷ কিন্তু তিনিই জানিয়েছিলেন কেকেআর যে পিচে খেলেছিল সেটা মনোমত ছিল না৷
তিনি বলেছিলেন কেকেআর ছাড়া বাকি সব ফ্রাঞ্চাইজিদের দলই তাদেরহোমগ্রাউন্ডে হোম অ্যাডভানটেজ পায়৷ গতবারের এই কাহিনী এখানেই শেষ হয়েছে একেবারেই ভাববেন না৷ নতুন মরশুমের শুরুতেই আবার বিতর্ক তৈরি হয়ে গেছে৷
তিনি বলেছিলেন কেকেআর ছাড়া বাকি সব ফ্রাঞ্চাইজিদের দলই তাদেরহোমগ্রাউন্ডে হোম অ্যাডভানটেজ পায়৷ গতবারের এই কাহিনী এখানেই শেষ হয়েছে একেবারেই ভাববেন না৷ নতুন মরশুমের শুরুতেই আবার বিতর্ক তৈরি হয়ে গেছে৷
পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় কেকেআর বনাম এসআরএইচ ম্যাচের আগেই বলে দিয়েছেন , ‘‘এরকম কোনও প্রশ্নই নেই হোম টিমকে ফেভার করার, আমি এটা গত বছর বলেছিলাম, আমি এটা আবার বলছি, এরকম কোথাও বলা নেই যে হোম টিমকে পিচের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিতে হবে৷ ’’
পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় কেকেআর বনাম এসআরএইচ ম্যাচের আগেই বলে দিয়েছেন , ‘‘এরকম কোনও প্রশ্নই নেই হোম টিমকে ফেভার করার, আমি এটা গত বছর বলেছিলাম, আমি এটা আবার বলছি, এরকম কোথাও বলা নেই যে হোম টিমকে পিচের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিতে হবে৷ ’’
টাইমস নাওকে দেওয়া সাক্ষাৎকারে এই খবর জানিয়েছেন সুজন মুখোপাধ্যায়৷ সাধারণ ভাবে বিভিন্ন গ্রাউন্ডের পিচ নানারকমের চরিত্রের হয়৷ এবং একাধিক মাঠে নিজেদের হোম টিমকে বিশেষভাবে সাহায্য করা হয়৷
টাইমস নাওকে দেওয়া সাক্ষাৎকারে এই খবর জানিয়েছেন সুজন মুখোপাধ্যায়৷ সাধারণ ভাবে বিভিন্ন গ্রাউন্ডের পিচ নানারকমের চরিত্রের হয়৷ এবং একাধিক মাঠে নিজেদের হোম টিমকে বিশেষভাবে সাহায্য করা হয়৷
কলকাতার ইডেন গার্ডেন্সের পিচ প্রধানত ব্যাটিং সহায়ক, পাশাপাশি পিচ বাউন্সি এবং বলও ক্যারি হয়৷ এবং ম্যাচ এগোলে পিচে স্পিন হয়৷
কলকাতার ইডেন গার্ডেন্সের পিচ প্রধানত ব্যাটিং সহায়ক, পাশাপাশি পিচ বাউন্সি এবং বলও ক্যারি হয়৷ এবং ম্যাচ এগোলে পিচে স্পিন হয়৷
কেকেআর ২০১২, ২২০১৪ তে আইপিএল চ্যাম্পিয়ন হয়৷ গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন কেকেআর সেই ট্রফি জিতেছিল৷ পীযূষ চাওলা, শাকিব আল হাসান, সুনীল নারিন সেই সময় বোলিং দিয়েই বিপক্ষদের কাত করতেন এবার কী ফের গৌতম গম্ভীরের মেন্টরশিপে সেইভাবে কেকেআর নিজেদের প্রধান অস্ত্র দিয়ে কি আইপিএলে সেরাটা বার করে নিতে পারবে৷
কেকেআর ২০১২, ২২০১৪ তে আইপিএল চ্যাম্পিয়ন হয়৷ গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন কেকেআর সেই ট্রফি জিতেছিল৷ পীযূষ চাওলা, শাকিব আল হাসান, সুনীল নারিন সেই সময় বোলিং দিয়েই বিপক্ষদের কাত করতেন এবার কী ফের গৌতম গম্ভীরের মেন্টরশিপে সেইভাবে কেকেআর নিজেদের প্রধান অস্ত্র দিয়ে কি আইপিএলে সেরাটা বার করে নিতে পারবে৷
সুজন মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘‘কেকেআরের সাধারণত স্পিনে ভারী দল হয়৷ তবে এবার তাদের দলের সেরা অস্ত্র মিচেল স্টার্ক যাকে ২৪.৭৫ টাকায় কেনা হয়েছিল৷ তিনি একজন পেসার, আমি কেকেআরের পক্ষ থেকে কোনও নির্দেশও পায়নি৷’’
সুজন মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘‘কেকেআরের সাধারণত স্পিনে ভারী দল হয়৷ তবে এবার তাদের দলের সেরা অস্ত্র মিচেল স্টার্ক যাকে ২৪.৭৫ টাকায় কেনা হয়েছিল৷ তিনি একজন পেসার, আমি কেকেআরের পক্ষ থেকে কোনও নির্দেশও পায়নি৷’’
কেকেআরই গত মরশুমের একমাত্র দল যারা মোট স্পিন ওভার খেলিয়েছিলেন, কিন্তু বাকি সমস্ত দল তার চেয়ে বেশি পেস ওভার খেলেছিল৷
কেকেআরই গত মরশুমের একমাত্র দল যারা মোট স্পিন ওভার খেলিয়েছিলেন, কিন্তু বাকি সমস্ত দল তার চেয়ে বেশি পেস ওভার খেলেছিল৷

KKR: ইডেনে কেকেআরের খেলা দেখতে চান? জেনে নিন টিকিটের দাম

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরেই শুরু হয়ে যাবে আইপিএল। লোকসভা ভোট ঘোষণা না হওয়া পর্যন্ত প্রাথমিক এক দফার সূচি ঘোষণা হয়েছে। তবে ইডেনে কেকেআরের সব ম্যাচের টিকিটের দাম নির্ধারিত।

KKR Match Ticket Price: ইডেনে কেকেআর ম্যাচের টিকিটের দাম কত? কবে থেকে পাওয়া যাবে? জানা গেল আপডেট

কলকাতা: আইপিএলের ঢাকে কাঠি পড়বে আগামী ২২ মার্চ। অংশগ্রহকারী দলগুলি ইতিমধ্যেই তাদের প্রস্তুতি শুরু করেছে। ফলে যতই বাতাসে লোকসভা নির্বাচনের গন্ধ বাড়তে থাকুক না কেন, আইপিএল ঘিরে আগ্রহ বাড়তে শুরু করেছে ক্রিকেট প্রেমিদের মধ্যে। সেই আগ্রহে বাতাস লাগালো সিএবি-তে। চূড়ান্ত হয়ে গেল আইপিএলে টিকিটের দাম।

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরেই শুরু হয়ে যাবে আইপিএল। লোকসভা ভোট ঘোষণা না হওয়া পর্যন্ত প্রাথমিক এক দফার সূচি ঘোষণা হয়েছে। তবে ইডেনে কেকেআরের সব ম্যাচের টিকিটের দাম নির্ধারিত। ২৩ মার্চ কলকাতা নাইট রাইডার্স ইডেনে খেলবে হায়দরাবাদ সানরাইজার্সের বিরুদ্ধে। ফলে গৌতম গম্ভীরের প্রশিক্ষনাধীন নাইটদের নিয়ে আগ্রহ রয়েছে ভক্তদের মধ্যে।

সোমবার ইডেনে কেকেআরের সব ম্যাচের টিকিটের দাম নির্ধারিত হয়ে গেল। সর্বনিম্ন টিকিটের দাম ৭৫০ টাকা। যুব সমাজকে মাঠমুখো করতেই এই সিদ্ধান্ত নাইট কর্তৃপক্ষের। যা সুখবর সমাজের ক্রীড়া-প্রেমীদের জন্য। এছাড়াও আরও কয়েকটি ধাপ রয়েছে টিকিটের দামের। হাজার, দেড় হাজার, দু হাজার, তিন হাজার,সাড়ে তিন হাজার টাকার টিকিট রয়েছে। সাড়ে আট হাজার টাকার টিকিট রয়েছে গ্যালারি নির্দিষ্ট একটি অংশের জন্য। কর্পোরেট বক্সের টিকিটের দাম আলাদা। আগামী সোম অথবা মঙ্গলবার থেকে টিকিট বিক্রি শুরু হবে।

আরও পড়ুন: Rohit Sharma: হার্দিকের সঙ্গে ঝামেলা! মুম্বই ছেড়ে ধোনির জায়গায় রোহিত হবেন সিএসকে অধিনায়ক? চেন্নাই তারকার মন্তব্যে জল্পনা

১৫ মার্চ থেকে কলকাতা নাইট রাইডার্স তাদের চুড়ান্ত প্রস্তুতি শিবির শুরু করবে। পুরো দল ধীরে ধীরে কলকাতায় আসতে শুরু করবে। এই শিবির থেকেই চূড়ান্তদল প্রস্তুত করা থেকে রণনীতি সবকিছুই ঠিক করবেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর ও কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। ফলে ধীরে ধীরে ক্রিকেট জ্বর কাবু করছে তিলোত্তমাকে।

আইপিএল ২০২৪ | পয়েন্ট টেবিল | রেজাল্ট | খবর
অরেঞ্জ ক্যাপপার্পল ক্যাপসর্বাধিক ছক্কা

Bengal Premier League: আইপিএলের ধাঁচেই এবার বিপিএল, টুর্নামেন্টের মুখ সৌরভ-ঝুলন, দল কিনলেন কারা? 

ঈরণ রায় বর্মন, কলকাতা: অবশেষে প্রতীক্ষার অবসান। শুরু হতে চলেছে বিপিএল। আইপিএলের মতোই এবার কলকাতায় হবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। দীর্ঘদিনের চেষ্টা সফল করতে সিএবি কর্তারা। বিপিএল অর্থাৎ বেঙ্গল প্রিমিয়ার লিগ আয়োজন করার ব্যাপারে অনেকটাই কাজ সেরে ফেলেছেন সিএবি কর্তারা। চলতি বছর জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে বেঙ্গল প্রিমিয়ার লিগ। বাংলার ক্রিকেটে প্রথমবার এই ধরনের কর্পোরেট লিগের আয়োজন হতে চলেছে। এই টুর্নামেন্টের আয়োজক সিএবি।

আরও পড়ুন– ফের অবসর ভাঙছেন মনোজ তিওয়ারি? জুন মাসে ফের ব্যাট‌ হাতে ইডেনে নামবেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী

একটি সংস্থার মাধ্যমে টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। সিএবি ‌প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান, নতুন প্রতিভার অন্বেষণ এবং তাদের গড়ে তোলার কথা চিন্তা করেই বেঙ্গল প্রিমিয়ার লিগ শুরু করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম মেনে আইপিএল শেষ হওয়ার ১৫ দিন পর থেকে এই লিগ শুরু হবে। তামিলনাড়ু, কর্ণাটকে এই লিগ হয়েছে। অনেকটা সেই আঙ্গিকেই হবে বেঙ্গল প্রিমিয়ার লিগ। ক্লাব নয়, ফ্র্যাঞ্চাইজি দলগুলোই এই টুর্নামেন্টে অংশ নেবে। এই লিগে কেবলমাত্র বাংলার খেলোয়াড়রাই অংশ নিতে পারবেন। এবং তাদের মধ্যে থেকে আইকন ক্রিকেটার বেছে নেওয়া হবে।

আরও পড়ুন– ‘সৌজন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়’! শাহজাহানের গ্রেফতারিতে তাঁকেই কৃতিত্ব দিচ্ছে তৃণমূল

ইতিমধ্যে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুড়ান্ত পর্বে কথা চলেছে কয়েকটি হয়েও গিয়েছে বলে খবর। তিন কোটি টাকার বিনিময়ে এক একটা ফ্র্যাঞ্চাইজি কেনা হয়েছে। একজন করে আইকন প্লেয়ার চূড়ান্ত করা হয়েছে। প্রথমবার নিলাম হবে না। ড্রাফটিংয়ের মাধ্যমেই সব দলে ক্রিকেটার ভাগ করা হবে। শুধু ছেলেদের দল নয়,মেয়েদের নিয়েও বেঙ্গল প্রিমিয়ার লিগ হবে। ছেলেদের আটটি দল এই লিগে অংশ নেবে। ৮ জন আইকন প্লেয়ার হিসেবে শামি, মনোজ, ঈশ্বরণ, ঈশান পোড়েলরা রয়েছেন। এইভাবে দলে একজন আইকন প্লেয়ার থাকার পাশাপাশি একাদশে এক জন করে জেলার ক্রিকেটার ও এক জন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারকে রাখতেই হবে। উঠতি তারকাদের তুলে আনার জন্যই এরকম সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

প্রত্যেক দলে ২০ জন করে ক্রিকেটার রাখার সুযোগ রয়েছে। প্রত্যেক ক্রিকেটারদের একটি নির্দিষ্ট মূল্য বেঁধে দেওয়া হবে। আর সেই মূল্য একেবারেই আকাশছোঁয়া হবে না। ড্রাফ্টিংয়ের মাধ্যমে ক্রিকেটারদের বেছে নিতে পারবে আট দল। সব দলে যাতে সামঞ্জস্য থাকে সেই অবশ্যই দেখা হবে। অংশগ্রহণকারী সমস্ত ফ্র্যাঞ্চাইজি আনার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন সৌরভ। একটি ব্যাঙ্ক এবং সিমেন্ট সংস্থা দল কিনে নিয়েছে বলে খবর। মেয়েদের ছয়টি দল খেলবে এই লিগে। মেয়েদের খেলা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে হবে। সেখানে ফ্লাড লাইটের ব্যবস্থা করা হবে বলে খবর। ছেলেদের খেলা হবে ইডেনে। ছেলেদের লিগের মুখ অর্থাৎ ব্র্যান্ড অ্যাম্বাসাডর হবেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহিলাদের লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হবেন ঝুলন গোস্বামী। ম্যাচগুলি টিভিতে দেখানো হবে। ‌ ১৭ দিন ধরে চলবে টুর্নামেন্ট। গত বছরই ভারতীয় বোর্ডের অনুমোদন পেয়েছে সিএবি। ফলে সব মিলিয়ে এবার টুর্নামেন্টের ঢাকে কাঠি পড়ার অপেক্ষা।

Eden Gardens: ইডেন গার্ডেন্সের ভিতরে ঝুলন্ত দেহ! কাজের খোঁজে আসা মালি পুত্রের মর্মান্তিক পরিণতি

কলকাতা: ইডেন গার্ডেন্সেরে ভিতর থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ৷ ইডেন গার্ডেন্সের কে ব্লকের ছাদ থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয় বলে খবর৷ আত্মঘাতী ওই যুবকের নাম ধনঞ্জয় বারিক৷ ২১ বছর বয়সি ধনঞ্জয়ের বাবা এবং কাকা ইডেনে গার্ডেন্সেই মালির কাজ করেন বলে জানা গিয়েছে৷

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের বাড়ি ওড়িশার ভদ্রকে৷ গত কয়েকদিন ধরেই ইডেন গার্ডেন্সে বাবা এবং কাকার সঙ্গে স্টাফ কোয়ার্টারে থাকছিলেন তিনি৷ ইডেনে মালির কাজ পাওয়ার জন্যই ওড়িশা থেকে কলকাতায় এসেছিলেন ধনঞ্জয়৷ কিন্তু সেই কাজ না মেলায় মানসিক অবসাদে ভুগতে শুরু করেন ওই যুবক৷

আরও পড়ুন: দক্ষিণেশ্বর থেকে স্বাভাবিক হল মেট্রো পরিষেবা! রবিবার দিনভর হয়রানির পর যাত্রীদের স্বস্তি

গতকাল সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিলেন ধনঞ্জয়৷ ময়দান থানায় নিখোঁজ ডায়েরিও করেন ধনঞ্জয়ের বাবা৷ এ দিন সকালে ইডেন গার্ডেন্সের অন্য এক মালি কে ব্লকের উপরে ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান৷

এর পরেই ময়দান থানায় খবর দেওয়া হয়৷ পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়৷ প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, অবসাদ থেকেই আত্মঘাতী হয়েছেন ওই যুবক৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে৷

আজ ইডেন গার্ডেন্সে কালীঘাট বনাম ইস্টবেঙ্গলের খেলা ছিল৷ সেই ম্যাচ অবশ্য যথাসময়েই শুরু হয়েছে৷ খবর পেয়ে ইডেন গার্ডেন্সে পৌঁছন সিএবি কর্তারাও৷

World Cup Pitch: বিশ্বকাপের পিচের রিপোর্ট কার্ড বার করল আইসিসি, ইডেন কী করল, আহমেদাবাদের রেজাল্টই বা কী

দুবাই: না আহমেদাবাদ পারল না, ইডেন দিল টেক্কা৷ আইসিসি-র পিচ বিশেষজ্ঞরা বিশ্বকাপে খেলা হয়েছে এমন পিচগুলির মার্কশিট বার করেছে৷  ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩- র ফাইনাল ম্যাচটি ১৯ ডিসেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। ফাইনালে ভারতকে হারিয়ে এই মুহূর্তে বিশ্ব চ্যাম্পিয়ন  অস্ট্রেলিয়া। এবার সেই পিচে রেটিং দিয়ে চমকে দিয়েছে আইসিসি।আইসিসি বিশ্বকাপ ফাইনালের পিচকে গড় বা অ্যাভারেজ বলে দিয়েছে৷  করেছে। আইসিসি ম্যাচ রেফারি এবং জিম্বাবোয়ের প্রাক্তন ব্যাটসম্যান অ্যান্ডি পাইক্রফট অবশ্য মাঠের আউটফিল্ডকে খুবই ভাল বলে সার্টিফিকেট দিয়েছেন৷

যে পিচে ফাইনাল (IND vs AUS বিশ্বকাপ ফাইনাল 2023) খেলা হয়েছিল সেটি খুব  স্লো বা ধীরগতির পিচ ছিল। ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ভারতীয় দল নির্ধারিত ৫০ ওভারে মাত্র ২৪০ রানই তুলেছিল৷  ৪৩ ওভারে জয়ের  লক্ষ্য অর্জন করে অস্ট্রেলিয়া। অজি ব্যাটসম্যান ট্রাভিস হেড ১২০ বলে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

আরও পড়ুন – Bollywood Gossip: বিয়ে না করেই প্রেগন্যান্ট, ৩০-এ কুমারী মা, ক্রিকেটারের প্রেমে কেরিয়ার বরবাদ

আইসিসি এই পিচগুলিকে ভাল বলেছে
আইসিসি লিগ পর্বে যথাক্রমে কলকাতা, লখনউ, আহমেদাবাদ এবং চেন্নাইতে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত যে পিচগুলি খেলেছে সেগুলিকেও গড় বা অ্যাভারেজ বলে ঘোষণা করেছিল৷ ওয়াংখেড়ে স্টেডিয়ামের যে পিচটিতে ভারত সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল সেটিকে আইসিসি একটি ‘ভাল’ রেটিং দিয়েছে।  এই ম্যাচের আগে, মিডিয়া রিপোর্টে দাবি করা  হয়েছিল যে ভারত পিচে পরিবর্তন করেছে এবং এই ম্যাচটি নতুন পিচের পরিবর্তে পূর্বে ব্যবহৃত পিচে খেলা হয়েছিল।

ইডেনের পিচের আউটফিল্ডকে ভাল বলেছেন শ্রীনাথ
আইসিসি কলকাতার ইডেন গার্ডেনের পিচ নিয়েও রেজাল্ট জানিয়েছে৷ যেখানে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল খেলা হয়েছিল , সেই পিচকে গড় বা অ্যাভারেজ ঘোষণা করেছে৷  এই লো-স্কোরিং ম্যাচে অস্ট্রেলিয়া ৪৯.৪ ওভারে দক্ষিণ আফ্রিকাকে ২১২ রানে অলআউট করেছিল। এদিকে ৪৭.২ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে ফেলেছিল অস্ট্রেলিয়া। আইসিসি ম্যাচ রেফারি এবং প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার জাভাগাল শ্রীনাথ অবশ্য ইডেন গার্ডেনের আউটফিল্ডকে খুব ভাল বলে সার্টিফিকেট দিয়েছিলেন৷

AUS vs SA Semi Final: ইডেনে বৃষ্টিতে সাময়ীক বন্ধ সেমিফাইনাল ম্যাচ, ৪ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া

কলকাতা: পূর্বাভাস আগে থেকেই ছিল। সত্যি হল সেই আশঙ্কা। বৃষ্টির কারণে সাময়ীকভাবে ইডেনে বন্ধ হয়ে গেল অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার বিশ্বকােপর সেমি ফাইনাল ম্যাচ। ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা। বৃষ্টি নামা পর্যন্ত প্রোটিয়াদের স্কোর ১৪ ওভারে ৪৪ রানে ৪ উইকেট।

বৃহস্পতিবার ইডেনের মেঘলা ওয়েদারে টেম্বা বাভুমা টস জিতে ব্যাটিং করার সিদ্ধন্ত নিয়েই উঠেছিল প্রশ্ন। যার ফলও হাতেনাতে পায় দক্ষিণ আফ্রিকা। পরিস্থিতির সুযোগ নিয়ে আগুন ঝরানো বোলিং করেন মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউডরা। যার ফলে শুরুতে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় প্রোটিয়ারা।

এখনও পর্যন্ত ২টি করে উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউজড। সাজঘরে ফেরত চলে গিয়েছেন কুইন্টন ডিকক, টেম্বা বাভুমা, রাসি ভ্যান ডার ডুসেন, এডেন মার্করাম। পরপর উইকেট হারিয়ে চাপে প্রোটিয়ারা। ক্রিজে রয়েছেন হেনরিক ক্লাসেন ও ডেভিড মিলার।

এক ঝলকে দেখে নিন দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ: কুইন্টন ডিকক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, এডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, জেরাল্ড কোয়েটজে, কাগিসো রাবাডা, তাবরেইজ সামসী।

এক ঝলকে দেখে নিন অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রেভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিশ, (উইকেটকিপার) প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড।

ICC World Cup 2023: ইডেন গার্ডেন্স থেকে বড় খবর, অনুশীলন চলাকালীন চোট অধিনায়কের, দেখুন

ICC World Cup : Eden Gardens এ Australia র বিরুদ্ধে সেমিতে নামার আগে হাসপাতালে Bavuma, দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch Bangla News Video)৷