ঘরের মাঠে এই নিয়ে টানা ১৮টি টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া। আগেই ঘরের মাঠে টানা সর্বাধিক টেস্ট সিরিজ জয়ের রেকর্ড আগেই ভারতের দখলে ছিল। তা আরও এগিয়ে নিয়ে যাচ্ছে টিম ইন্ডিয়া। (Photo Courtesy- AP)

IND vs BAN: চতুর্থ দিনে মাত্র ৩৯ ওভার খেলেই শেষ বাংলাদেশের প্রথম ইনিংস!ভারতের টার্গেট বড় লিড

কানপুর: প্রথম দিনের ৩৫ ওভারের পর চতুর্থ দিনে ফের শুরু হল ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট। মাঝে প্রায় ৩ দিন বৃষ্টিতে ভেস্তে যায় খেলা। সোমবার সকালে মাত্র ৩৯.২ ওভার ব্যাট করেই অলআউট হয়ে গেল বাংলাদেশ। ২৩৩ রানে শেষ হল বাংলাদেশের প্রথম ইনিংস। মোমিনুল হকের লড়াকু শতরানের সৌজন্যে দুশো পার করল বাংলাদেশ।

কানপুরে দ্বিতীয় টেস্টের প্রথম দিন যখন খেলা বৃষ্টির কারণে বন্ধ হয়েছিল তখন বাংলাদেশের স্কোর ছিল ১০৭ রানে ৩ উইকেট। ৩ দিন বৃষ্টির পর সোমবার রোদ ঝলমলে আবহাওয়া দেখা যায় গ্রিন পার্কে। শেষ দিনেই ম্যাচ জেতার জন্য মরিয়া চেষ্টা করে ভারতীয় বোলিং অ্যাটাক। দিনের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলা টাইগার্সরা।

বাংলাদেশের ইনিংসে একদিক থেকে লড়াই করে যান মোমিনুল হক। কার্যত একার হাতে টানেন দলকে। তবে অপরদিক থেকে কোনও বাংলাদেশি ব্যাটার তাকে সহযোগিতা করতে পারেননি। একক দক্ষতায় অনবদ্য শতরান করেন মোমনুল। তা না হলে আরও কম রানে শেষ হত বাংলাদেশের ইনিংস। শেষ পর্যন্ত ১৯৪ বলে ১০৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন মোমিনুল হক।

আরও পড়ুনঃ বলে ‘তুফানের’ গতি! ভয়ে কাঁপবে প্রতিপক্ষ! টিম ইন্ডিয়ায় নতুন খোঁজ ‘এই’ ভয়ঙ্কর পেসার

ভারতের হয়ে ম্যাচের প্রথম দিনই জোড়া উইকেট নিয়ে নজর কেড়েছিলেন আকাশ দীপ। সোমবার ৩টি উইকেট নেন জসপ্রীত বুমরাহ, দুটি উইকেট নেন মহম্মদ সিরাজ। প্রথম দিনের একটি উইকেটের পর চতুর্থ দিনে আরও একটি উইকেট শিকার করেন অশ্বিন। আর একটি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। দ্রুত বাংলাদেশের রান তাড়া করে বড় লিড নেওয়াই এখন লক্ষ্য টিম ইন্ডিয়ার।