নাহিদ রানার বোলিং মোকাবিলা করতে ভারতের অনুশীলন  ক্যাম্পে ডাক পেয়েছেন এক তরুণ৷ তিনি পঞ্জাবের গুরনূর ব্রার৷ নাহিদ ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার৷ তাঁর হাইট থেকে বুমরাহ স্টাইলে বল এলে ঘাবড়ে যান ব্যাটাররা৷ তাঁর   মোকাবিলার করতেই এবার ৬ ফুট ৬ ইঞ্চির বোলার ঘাম ঝরাচ্ছেন ভারতে নেট প্র্যাকটিশে৷

Ind vs Ban: ৬ফুট ৩ ইঞ্চির নাভেদ ১৫০ কিমি/ঘণ্টা গতিতে বল করলে সাঁই করে বেরোবে কানের পাশ দিয়ে, ৬ ফুট ৬ ইঞ্চির বোলার উড়িয়ে আনল ভারত, লড়াই সেয়ানে-সেয়ানে

: বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে নিজেদের প্রস্তুতিতে কোনো কমতি রাখতে চায় না ভারতীয় ক্রিকেট দল। চেন্নাইয়ে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রথম ভারত বনাম বাংলাদেশ টেস্ট ম্যাচ৷ গৌতম গম্ভীরের কোচিংয়ে এখনও পর্যন্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেছে৷ টি টোয়েন্টি সিরিজে জিতলেও একদিনের সিরিজে হেরেছে তারা৷
: বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে নিজেদের প্রস্তুতিতে কোনো কমতি রাখতে চায় না ভারতীয় ক্রিকেট দল। চেন্নাইয়ে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রথম ভারত বনাম বাংলাদেশ টেস্ট ম্যাচ৷ গৌতম গম্ভীরের কোচিংয়ে এখনও পর্যন্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেছে৷ টি টোয়েন্টি সিরিজে জিতলেও একদিনের সিরিজে হেরেছে তারা৷
তাই ঘরের মাঠে যাতে কোনও ভুলচুক না হয় তার জন্য খাটছে  টিম ইন্ডিয়া৷ পাকিস্তানের বিরুদ্ধে সাম্প্রতিক পারফরম্যান্সে কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ৷  আলোড়ন সৃষ্টিকারী বাংলাদেশের ৬.৩ ফুট লম্বা নাহিদ রানা ধুইয়ে দিয়েছে পাকিস্তানকে৷ কিন্তু এই হুঙ্কারে ভয় না পেয়ে স্ট্র্যাটেজি স্থির করে ফেলেছে টিম ইন্ডিয়াও৷
তাই ঘরের মাঠে যাতে কোনও ভুলচুক না হয় তার জন্য খাটছে  টিম ইন্ডিয়া৷ পাকিস্তানের বিরুদ্ধে সাম্প্রতিক পারফরম্যান্সে কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ৷  আলোড়ন সৃষ্টিকারী বাংলাদেশের ৬.৩ ফুট লম্বা নাহিদ রানা ধুইয়ে দিয়েছে পাকিস্তানকে৷ কিন্তু এই হুঙ্কারে ভয় না পেয়ে স্ট্র্যাটেজি স্থির করে ফেলেছে টিম ইন্ডিয়াও৷
নাহিদ রানার বোলিং মোকাবিলা করতে ভারতের অনুশীলন  ক্যাম্পে ডাক পেয়েছেন এক তরুণ৷ তিনি পঞ্জাবের গুরনূর ব্রার৷ নাহিদ ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার৷ তাঁর হাইট থেকে বুমরাহ স্টাইলে বল এলে ঘাবড়ে যান ব্যাটাররা৷ তাঁর   মোকাবিলার করতেই এবার ৬ ফুট ৬ ইঞ্চির বোলার ঘাম ঝরাচ্ছেন ভারতে নেট প্র্যাকটিশে৷
নাহিদ রানার বোলিং মোকাবিলা করতে ভারতের অনুশীলন  ক্যাম্পে ডাক পেয়েছেন এক তরুণ৷ তিনি পঞ্জাবের গুরনূর ব্রার৷ নাহিদ ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার৷ তাঁর হাইট থেকে বুমরাহ স্টাইলে বল এলে ঘাবড়ে যান ব্যাটাররা৷ তাঁর   মোকাবিলার করতেই এবার ৬ ফুট ৬ ইঞ্চির বোলার ঘাম ঝরাচ্ছেন ভারতে নেট প্র্যাকটিশে৷
৬.৩ ফুট তরুণ ফাস্ট বোলার কে?বাংলাদেশের নাহিদ রানা ৬.৩ ফুট লম্বা এবং ঘন্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করেন। টেস্ট সিরিজে তাকে সামলাতে ভারতীয় শিবিরে অন্তর্ভুক্ত করা হয়েছে ৬.৫ ফুট লম্বা গুরনূর ব্রারকে।
৬.৩ ফুট তরুণ ফাস্ট বোলার কে?
বাংলাদেশের নাহিদ রানা ৬.৩ ফুট লম্বা এবং ঘন্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করেন। টেস্ট সিরিজে তাকে সামলাতে ভারতীয় শিবিরে অন্তর্ভুক্ত করা হয়েছে ৬.৫ ফুট লম্বা গুরনূর ব্রারকে।
পঞ্জাবের ২৪ বছর বয়সী ফাস্ট বোলারকে নেটে ভারতীয় ব্যাটসম্যানদের বল করার জন্য বিশেষভাবে ডাকা হয়েছে। গুরনূর ব্রার এখন পর্যন্ত মাত্র ৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন, তাঁর নামের পাশে ৭ উইকেট রয়েছে।
পঞ্জাবের ২৪ বছর বয়সী ফাস্ট বোলারকে নেটে ভারতীয় ব্যাটসম্যানদের বল করার জন্য বিশেষভাবে ডাকা হয়েছে। গুরনূর ব্রার এখন পর্যন্ত মাত্র ৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন, তাঁর নামের পাশে ৭ উইকেট রয়েছে।
ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফ্যানরা। প্রথম টেস্ট খেলা হবে চেন্নাইয়ে। ভারতীয় দল বর্তমানে অনুশীলন সেশনে আগের সিরিজের ত্রুটিগুলি নিয়ে কাজ করছে। সাম্প্রতিক টেস্ট সিরিজে পাকিস্তানকে ক্লিন সুইপ করেছে বাংলাদেশ দল। সফরে আলোড়ন সৃষ্টি করেছিলেন ফাস্ট বোলার নাহিদ রানা। বাবর আজমকে আউট করে সব ব্যাটসম্যানকে বিপাকে ফেলেন তিনি। তাঁর উচ্চতা এবং দ্রুত গতির সঙ্গে মানিয়ে নিতে তার মতো একজন বোলার গুরনুর ব্রারকে ভারতীয় শিবিরে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফ্যানরা। প্রথম টেস্ট খেলা হবে চেন্নাইয়ে। ভারতীয় দল বর্তমানে অনুশীলন সেশনে আগের সিরিজের ত্রুটিগুলি নিয়ে কাজ করছে। সাম্প্রতিক টেস্ট সিরিজে পাকিস্তানকে ক্লিন সুইপ করেছে বাংলাদেশ দল। সফরে আলোড়ন সৃষ্টি করেছিলেন ফাস্ট বোলার নাহিদ রানা। বাবর আজমকে আউট করে সব ব্যাটসম্যানকে বিপাকে ফেলেন তিনি। তাঁর উচ্চতা এবং দ্রুত গতির সঙ্গে মানিয়ে নিতে তার মতো একজন বোলার গুরনুর ব্রারকে ভারতীয় শিবিরে অন্তর্ভুক্ত করা হয়েছে।