‘‘শাটআপ ইওর মাউথ’’-হঠাৎ এ কথা কেন বললেন কেএল রাহুল

#পুণে: কখনও পারফরম্যান্স, কখনও সুপার হট গার্লফ্রেন্ড সব কিছু নিয়ে কে এল রাহুল বারবার শিরোনাম ছিনিয়ে নেন৷ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে দারুণ কেএল রাহুল৷ ক্লাসিক শতরান এল এই ভারতীয় ব্যাটসম্যানের ব্যাট থেকে৷

T20 তে খারাপ ফর্ম লাগাতার থাকায় তাঁকে প্রথম একাদশে রাখা নিয়ে উঠেছিল প্রচুর সমালোচনার ঝড়৷ বিরাট কোহলির টিম সিলেকশন নিয়েও উঠছিল প্রশ্ন৷ কিন্তু প্রথম ম্যাচেই ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলে রাহুল আর দ্বিতীয় ম্যাচে একেবার শতরান করলেন ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে৷

নিজের পারফরম্যান্সের পর এদিন সেলিব্রেশনের সময় রাহুল নিজের দু কানে হাত দিয়ে ক্যামেরার দিকে দেখান৷ পরে তিনি বলেন তিনি যে সমালোচকদের কথা শুনছেন না সেটা বোঝাতেই এটা করেছিলেন৷ এছাড়াও তিনি নিজে জানান তিনি যখনই খেলেন নিজের সেরাটা দিয়ে খেলেন৷ সবসময়ই জাতীয় দলের জন্য পারফরম্যান্স দিতে চান৷ এছাড়াও তিনি বলেন, ‘শাট আপ ইওর মাউথ৷’

ইংল্যান্ডের বিরুদ্ধে শুরুতে ঝটকা খেলেও ঘুরে দাঁড়াতে সময় নেয়নি টিম ইন্ডিয়া৷ প্রথমে অধিনায়ক বিরাট কোহলি এবং ঋষভ পন্থের সঙ্গে জুটি বেঁধে চমৎকার ভাবে দলকে রানের পাহাড়ে পৌঁছে দেন কেএল রাহুল৷ দ্বিতীয় একদিনের ম্যাচে ৫০ ওভারে  উইকেটে  রান করল টিম ইন্ডিয়া৷ শেষ বেলায় দুই পান্ডিয়া ভাইও যোগ্য সঙ্গত দেন৷ ১৬ বলে ৩৫ রান করেন হার্দিক৷

ব্যাডপ্যাচ চলছে , বসিয়ে দেওয়া হক- দিন কয়েক আগেই ক্রিকেট ফ্যান থেকে ক্রিকেটবোদ্ধা সকলেই সওয়াল করেছিলেন কেএল রাহুলের বিরুদ্ধে৷ অস্ট্রেলিয়ায় দারুণ খেললেও ভারতের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টিতে একেবারে অফকালার ছিলেন রাহুল৷ কিন্তু একদিনের সিরিজে একেবারে তলোয়ারের মতোই ঝকঝকে কেএল রাহুলের ব্যাট৷ এদিন তিনি ১১৪ বলে ১০৮ রান করে আউট হন৷ টম কারানের বলে টপলে ক্যাচ নিতে কোনও ভুলচুক করেননি৷

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেই ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন ভারতীয় দলের ভরসার এই ব্যাটসম্যান৷ সেদিন ৬২ রানে অপরাজিত ছিলেন তিনি৷ আর এদিন দুই ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মা দ্রুত প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ইনিংসের হাল ধরেন কেএল রাহুল৷

বিরাট কোহলি ৭৯ বলে ৬৬ রান করে আউট হয়ে যান৷ এদিনের তাঁর ইনিংস সাজানো ছিল ৩ টি চার ও ১ টি ছয় দিয়ে৷ অধিনায়কের সঙ্গে জুটিতে অর্ধশতরান তোলেন কেএল রাহুল৷

তবে কোহলি প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পরেও খেই তো হারাননি বরং দলের স্কোরকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দারুণভাবেই সামলান কেএল রাহুল৷  এদিন তিনি  ১০৮ বলে ১০০ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ৬ টি চার ও ২ টি ছয় দিয়ে৷

এদিন ঋষভ পন্থ এসে ম্যাচের মোড় আবার ঘোরান৷ তার আগে ধীরে ধীরে ইনিংস বিল্ডের কাজ করছিলেন বিরাট ও রাহুল৷ কিন্তু পন্থ সবসময়েই নিজের স্বকীয় ঝোড়ো মেজাজে স্বচ্ছন্দ্য খেলতেই পছন্দ করেন৷ ইংলিশ বোলারদের দুরমুশ করে অর্ধ শতরান করেন৷ একসময় তো মনে হচ্ছিল একদিনের আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম শতরানটি করেই ফেলবেন তিনি৷ কিন্তু ৭৭ রানের মাথায় টম কারানের বলে জেসন রায় একটি ভালো ক্যাচ ধরেন৷ এদিন মাত্র ৪০ বলে ৭৭ রান করেন তিনি৷ তাঁর ইনিংস সাজানো ৩ টি চার ও ৭ টি ছয় দিয়ে৷ তবে এদিন দুবার আউট হয়েও ডিআরএসের সুবাদে লাইফ লাইন পেয়েছিলেন এই তরুণ তুর্কি৷

এদিকে আবার টসে হারলেন বিরাট কোহলি। ইংল্যান্ড অধিনায়ক বাটলার আগে বল করার সিদ্ধান্ত নিলেন। শ্রেয়াস আইয়ার এর পরিবর্তে দলে এলেন পন্থ। তিনটি পরিবর্তন করেছে ইংল্যান্ড। চার বছরের দীর্ঘ অপেক্ষা। সেই ২০১৭ সালের পর থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জিততে পারেনি ভারত। এবার ঘরের মাঠে দুর্ধর্ষ সুযোগ হাতছাড়া করতে রাজি নয় টিম ইন্ডিয়া। টেস্ট এবং টি টোয়েন্টি জয়ের পর একদিনের সিরিজেও ব্রিটিশ বধ করতে তৈরি ভারত। শুক্রবার দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ জয় নিশ্চিত করাই লক্ষ্য বিরাট কোহলি, রোহিত শর্মাদের। শ্রেয়াস আইয়ার চোট পেয়ে ছিটকে গিয়েছেন। ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান দুটি ম্যাচে নেই। তাতে অবশ্য উত্তেজনার অভাব নেই এই ম্যাচকে ঘিরে।ইংল্যান্ডের অধিনায়ক এখন জস বাটলার।