Tag Archives: KL Rahul

কেএল রাহুল: জীবন, সাফল্য, কেরিয়ার এক ঝলকে

পুরো নাম: কান্নৌর লোকেশ রাহুল

জন্ম: ১৮ এপ্রিল ১৯৯২

উচ্চতা: ৫ ফুট ১১ ইঞ্চি (১. ৮০ মিটার)

জাতীয়তা: ভারতীয়

ক্রীড়াবিদ: ডান-হাতি ব্যাটসম্যান

পরিবার:

পিতা – ড. কেএন লোকেশ

মাতা – রাজেশ্বরী লোকেশ

কর্নাটকের ম্যাঙ্গালুরুতে জন্মেছিলেন কেএল রাহুল। রাহুলের বাবা কর্নাটকের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির একজন অধ্যাপক এবং তার মা ম্যাঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপিকা। তাঁর একটি ছোট বোন রয়েছে, যাঁর নাম ভাবনা।

কেরিয়ারের সূচনা:

কেএল রাহুল হলেন একজন ভারতীয় ক্রিকেটার। ২০১০-১১ মরসুমে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিল কেএল রাহুলের। একই বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। ২০১৪-১৫ রঞ্জি ট্রফিতে নয়টি ম্যাচ খেলেছিলেন রাহুল।

আন্তর্জাতিক কেরিয়ার:

২০১৬ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওডিআই ফরম্যাটে অভিষেক হয় কেএল রাহুলের। তিনিই প্রথম ভারতীয় ব্যাটসম্যান, যিনি অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেছেন। এ-ভাবেই রেকর্ড গড়েছিলেন রাহুল। ২০১৯ সালে একটি টক-শোতে করা মন্তব্যের জন্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) সাসপেন্ড করেছিল তাঁকে। এর দুই সপ্তাহ পরে অবশ্য তুলে নেওয়া হয় সেই নিষেধাজ্ঞা। ২০১৯ আইসিসি বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াডে রাখা হয়েছিল রাহুলকে। 

ঘরোয়া সার্কিটে ভালো পারফরমেন্সের কারণে ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দলে জায়গা পেয়ে যান তিনি। বক্সিং ডে টেস্ট ম্যাচে তাঁর অভিষেক হয়। এই ম্যাচে রাহুল ভালো খেলতে পারেননি। এর পরেই তাঁর জীবনের প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেন তিনি। আবার ২০১৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেন কেএল রাহুল। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২০১৬ সালে সেঞ্চুরি করে নতুন একটি রেকর্ড তৈরি করেন রাহুল। 

কেএল রাহুল ২০১৬ সালে জিম্বাবোয়ে সফরে তাঁর জীবনের প্রথম আন্তর্জাতিক টি২০ খেলেন। ওই একই বছরে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি টি২০ ম্যাচে মাত্র ৪৬ বলে ১১০ রান করে (অপরাজিত) সেঞ্চুরি করেন। এটি ছিল ভারতীয় খেলোয়াড়দের মধ্যে দ্রুততম এবং বিশ্বের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। 

আইপিএল কেরিয়ার:

প্রথম বার আইপিএল দলের মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)-এর হয়ে খেলেছিলেন তিনি। ২০১৪ আইপিএলের জন্য সানরাইজার্স হায়দরাবাদ কিনে নিয়েছিল তাঁকে। কিন্তু দুই বছর পরে আবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে প্রত্যাবর্তন করেন কেএল রাহুল। এর পর কাঁধে চোট পাওয়ার কারণে ২০১৭ সালের আইপিএল খেলতে পারেননি রাহুল। ২০১৮ সালে আবার কিংস ইলেভেন পঞ্জাব দলের হয়ে খেলেন তিনি। এর পর ২০২২ সালের মেগা নিলামে নতুন দল লখনউ সুপার জায়ান্টস কেএল রাহুলকে কিনে নেয়। আর লখনউয়ের দলে অধিনায়ক হিসেবে আইপিএল খেলেন তিনি। এর আগেও অবশ্য পঞ্জাব দলের অধিনায়ক হিসেবে খেলেছেন তিনি।

রেকর্ড:

  • রঞ্জি ট্রফিতে ট্রিপল সেঞ্চুরি করা কর্নাটকের প্রথম ব্যাটসম্যান হিসেবে রেকর্ড গড়েছেন কেএল রাহুল। 
  • ২০১৬ সালে ওডিআই অভিষেকে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে রেকর্ড তৈরি করেছেন রাহুল। 
  • ২০১৬ সালে ভারতীয় ক্রিকেটার হিসেবে দ্রুততম সেঞ্চুরি করেন টি-টোয়েন্টিতে।    
  • ওয়ান-ডে এবং টেস্ট – উভয় ম্যাচেই ওপেনার হিসেবে প্রথম ইনিংসে শত রান করা একমাত্র ব্যাটসম্যান।

পুরস্কার:

২০১৮ সালে উইজডেন ইন্ডিয়া অ্যালমান্যাকের ষষ্ঠ সংস্করণে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে পুরস্কৃত করা হয় কেএল রাহুল-কে।

KL Rahul-Sanjeev Goenka: রাহুলকে বুকে টেনে নিলেন গোয়েনকা, তিক্ততা মিটিয়ে কাছাকাছি লখনউয়ের মালিক-অধিনায়ক

লখনউ দলের তিক্ততা মিটল। হায়দরাবাদ বনাম লখনউ ম্যাচের দিন, লখনউ হারার পরে গোয়েনকা এবং রাহুলের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায় গোয়েনকা কড়া ভাবে কিছু বলছেন রাহুলকে। তার পরে দু’জনের তিক্ততা ঘিরে জল্পনা ছড়ায়। এক সময় জল্পনা ছড়িয়েছিল অধিনায়কত্বও ছেড়ে দিতে পারেন রাহুল। মনে করা হচ্ছে দু’জনের সম্পর্ক আবার ঠিক হয়েছে।

আরও পড়ুন: এনজেপি থেকে ছাড়বে ট্রেন, এক ট্রেনেই ঘোরা যাবে বৈষ্ণো দেবী, হরিদ্বার থেকে মথুরা, বৃন্দাবন, অযোধ্যা- খরচ কত?

গত বুধবার হায়দরাবাদ বনাম লখনউয়ের ম্যাচে ১০ উইকেটে হারে লখনউ। সেই ম্যাচ হেরে প্লে-অফে যাওয়া নিয়ে সংশয় তৈরি হয়। সেই ম্যাচের শেষে রাহুল এবং গোয়েনকার একটি ভিডিয়ো ছড়ায়। যেখানে দেখা যায় রাহুলকে ধমক দিচ্ছেন গোয়েনকা। তার পরে দু’জনের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। চলতি আইপিএলে ১২টি ম্যাচ খেলে ৪৬০ রান করলেও আশানুরূপ খেলতে পারেনি লখনউ।

আরও পড়ুন: অভিন্ন দেওয়ানি বিধি এলে আদিবাসীদের জঙ্গলের অধিকার চলে যাবে, পুরুলিয়ায় বললেন অভিষেক

গত সপ্তাহের বুধবারের ঘটনার পরে কেটে গিয়েছে পাঁচ দিন। সোমবার রাতে রাহুলকে বাড়িতে ডেকে নৈশভোজ সারলেন রাহুল এবং গোয়েনকা। শুধু তাই নয় নৈশভোজের পরে অধিবনায়ক রাহুলকে বুকে টেনে নেন সুপার জায়ান্টসের মালিক। সেই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে মঙ্গলবার। সে দিনের সেই তিক্ততা মিটিয়ে সম্পর্ক ঠিক করে নিয়েছেন বলেই মনে করা হচ্ছে। অন্য দিকে মঙ্গলবার দিল্লির মুখোমুখি হয়েছে লখনউ। প্লে-অফে পৌঁছতে হলে দুটো ম্যাচই জিততে হবে লখনউকে।

KL Rahul Captaincy: সঞ্জীব গোয়েঙ্কা আদৌ তাঁকে রাখবেন না পরের মরশুমে! তাই নিজের থেকে পদ থেকে সরে যাওয়ার সম্ভাবনা কেএল রাহুলের?

সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ন্টস ম্যাচের পর এক অন্য ছবি দেখছে ক্রিকেট দুনিয়া৷ মাঠের মধ্যে দলের অধিনায়ককে যেভাবে চিৎকার চেঁচামিচি করেছেন তাতে সকলেই প্রশ্ন তুলেছেন এরকম কী করে একজনের সঙ্গে দলের মালিক করতে পারেন?
সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ন্টস ম্যাচের পর এক অন্য ছবি দেখছে ক্রিকেট দুনিয়া৷ মাঠের মধ্যে দলের অধিনায়ককে যেভাবে চিৎকার চেঁচামিচি করেছেন তাতে সকলেই প্রশ্ন তুলেছেন এরকম কী করে একজনের সঙ্গে দলের মালিক করতে পারেন?
এখনও পর্যন্ত লখনউ সুপার জায়ন্টস প্লে অফের দৌড়ে আছে তারমধ্যে এই ধরণের অশান্তি জারি রয়েছে৷ আইপিএল ২০২৪ সালে লখনউ সুপার জায়ন্টস ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবলের ৬ নম্বরে রয়েছে৷ কিন্তু নেটিজেনরা জানাচ্ছে  নিজের পদ ছেড়ে দিন কেএল রাহুল৷ ছেড়ে দিন অধিনায়কত্ব৷ এই ধরণের অপমান সহ্য না করে কন্ট্র্যাক্ট ছেড়ে বেরিয়ে আসুন৷
এখনও পর্যন্ত লখনউ সুপার জায়ন্টস প্লে অফের দৌড়ে আছে তারমধ্যে এই ধরণের অশান্তি জারি রয়েছে৷ আইপিএল ২০২৪ সালে লখনউ সুপার জায়ন্টস ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবলের ৬ নম্বরে রয়েছে৷ কিন্তু নেটিজেনরা জানাচ্ছে  নিজের পদ ছেড়ে দিন কেএল রাহুল৷ ছেড়ে দিন অধিনায়কত্ব৷ এই ধরণের অপমান সহ্য না করে কন্ট্র্যাক্ট ছেড়ে বেরিয়ে আসুন৷
নেটিজেনরা যেভাবে ট্রোলিং করছেন তাতে  লখনউ সুপার জায়ন্টস কর্ণধার  সঞ্জীব গোয়েঙ্কা নিজের পদক্ষেপ নিয়েছেন৷ সেটাও বেশ চমকপ্রদ৷ তিনি নিজের আবেগের মুহূর্তের ব্যবহারের জন্য  ক্ষমা চাওয়া তো দূরের কথা তাঁর নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলের পাবলিক কমেন্টের সেকশনটি ডিসাবেল করে দিয়েছেন৷
নেটিজেনরা যেভাবে ট্রোলিং করছেন তাতে  লখনউ সুপার জায়ন্টস কর্ণধার  সঞ্জীব গোয়েঙ্কা নিজের পদক্ষেপ নিয়েছেন৷ সেটাও বেশ চমকপ্রদ৷ তিনি নিজের আবেগের মুহূর্তের ব্যবহারের জন্য  ক্ষমা চাওয়া তো দূরের কথা তাঁর নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলের পাবলিক কমেন্টের সেকশনটি ডিসাবেল করে দিয়েছেন৷
এরপর সূত্রের খবর সামনের মরশুমে কেএল রাহুলকে রাখবেন না লখনউ সুপার জায়ন্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা৷  পিটিআই জানিয়েছে ২০২২ সালে রেকর্ড ১৭ কোটি টাকা দিয়ে লখনউ সুপার জায়ন্টসে এসেছিলেন৷ ফলে জল্পনা চরমে যে অধিনায়ক নিজেই নিজের পদ ছেড়ে দিতে পারেন৷ নিজের ব্যাটিংয়ে জোর দিচ্ছেন কেএল রাহুল৷
এরপর সূত্রের খবর সামনের মরশুমে কেএল রাহুলকে রাখবেন না লখনউ সুপার জায়ন্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা৷  পিটিআই জানিয়েছে ২০২২ সালে রেকর্ড ১৭ কোটি টাকা দিয়ে লখনউ সুপার জায়ন্টসে এসেছিলেন৷ ফলে জল্পনা চরমে যে অধিনায়ক নিজেই নিজের পদ ছেড়ে দিতে পারেন৷ নিজের ব্যাটিংয়ে জোর দিচ্ছেন কেএল রাহুল৷
দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে লখনউ সুপার জায়ন্টসের ম্যাচ পরের খেলা৷ ‘‘পাঁচ দিনের গ্যাপ দিল্লি ক্যাপিটাল্সের ম্যাচের আগে, এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি, কিন্তু এটা মাথায় রাখা হচ্ছে যদি তিনি শুধু নিজের ব্যাটিংয়ে মনোযোগ দেন৷ ম্যানেজমেন্ট কিছু মনে করবে না৷ ’’- আইপিএলের এক সোর্স নিজের নাম গোপন রাখার শর্তে এই কথা পিটিআইকে বলেছেন৷
দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে লখনউ সুপার জায়ন্টসের ম্যাচ পরের খেলা৷ ‘‘পাঁচ দিনের গ্যাপ দিল্লি ক্যাপিটাল্সের ম্যাচের আগে, এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি, কিন্তু এটা মাথায় রাখা হচ্ছে যদি তিনি শুধু নিজের ব্যাটিংয়ে মনোযোগ দেন৷ ম্যানেজমেন্ট কিছু মনে করবে না৷ ’’- আইপিএলের এক সোর্স নিজের নাম গোপন রাখার শর্তে এই কথা পিটিআইকে বলেছেন৷

 

 

ধোনির ক্যাপ্টেন্সি কেড়ে নেন! সেই ‘ব্যবসায়ী’ আবার আইপিএলে ‘ভিলেন’!

কলকাতা: হায়দরাবাদের রাজীব গান্ধি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বুধবার মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) এবং সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ)।

সানরাইজার্স হায়দরাবাদ দলের ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার দাপটে রীতিমতো গুঁড়িয়ে গিয়েছে লখনউ সুপার জায়ান্টসের বোলিং। এর পরেই লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে দলের অধিনায়ক কেএল রাহুল এবং হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে কথা বলতে দেখা যায়।

সেই কথাবার্তা বলার সময় সঞ্জীব গোয়েঙ্কার চোখেমুখে যেন বিরক্তির ছাপ স্পষ্ট ভাবে ফুটে উঠেছে! ঘটনার ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যা দেখে লখনউ সুপার জায়ান্টসের মালিককে কাঠগড়ায় তুলেছেন নেটিজেনরা।

আরও পড়ুন- KL Rahul: হারের পর মাঠেই রাহুলকে ধমক গোয়েঙ্কার! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

তাঁদের বক্তব্য, ময়দানে হারের পর ওভাবে গোয়েঙ্কার কথা বলা উচিত নয়। কারণ একদিকে ক্যামেরা তাঁদের উপরেই তাক করা ছিল। এমনকী ধারাভাষ্যকররাও এই ইঙ্গিত দিয়েছেন।

তাঁদের বক্তব্য, এই ধরনের বাক্যালাপ বন্ধ দরজার পিছনেই হওয়া উচিত ছিল। ফলে বোঝাই যাচ্ছে যে, এই ঘটনাটিকে একেবারেই ভাল ভাবে নেননি নেটদুনিয়ার বাসিন্দারা।

ওই দিন মাঠে নেমে এলএসজি ৪ উইকেট খুইয়ে মোট ১৬৫ রান করেছিল। এরপর মাঠে নামে এসআরএইচ। মাত্র ১০ ওভারেই সেই রান তুলে দেন দলের দুই ওপেনার।

এই হারের পরে কেএল রাহুল বলেন যে, এসআরএইচ দলের দুই ওপেনার ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার দুর্ধর্ষ বলিষ্ঠ ব্যাটিংয়ে যেন সম্পূর্ণ রূপে উড়ে গিয়েছে এলএসজি। এমনকী ওই দুই তারকার ব্যাটিংকে আনরিয়াল বলেও আখ্যা দিয়েছেন লখনউ দলের অধিনায়ক।

কে এল রাহুলের কথায়, আমি রীতিমতো ভাষা হারিয়ে ফেলেছি। আমরা টিভিতেই সাধারণত এই ধরনের ব্যাটিং দেখেছি। কিন্তু এটা একেবারেই যেন অবাস্তব ছিল। তাঁদের দক্ষতাকে কুর্নিশ। নিজেদের ছক্কা হাঁকানোর দক্ষতার উপর কঠোর পরিশ্রম করেছেন তাঁরা।”

আরও পড়ুন- সঞ্জু স্যামসন নাকি ঋষভ পন্থ? ভারতের বিশ্বকাপ দলে উইকেটকিপার কে? বড় চমক!

বুধবারের ওই ম্যাচে পরাজয়ের জন্য পাওয়ারপ্লে-তে ব্যাট হাতে নিজেদের দুর্বল প্রদর্শনকেই দায়ী করেছেন রাহুল। আসলে সেই পাওয়ারপ্লে-তে দুই উইকেট খুইয়ে মাত্র ২৭ রান তুলতে পেরেছিল লখনউ সুপার জায়ান্টস।

২০২২ সালে অন্তর্ভুক্ত করা হয় লখনউ সুপারজায়েন্টসকে। সঞ্জীব গোয়েঙ্কার ফার্ম লখনউ ফ্র্যাঞ্চাইজির জন্য সর্বোচ্চ বিড করেছিল। গোয়েঙ্কা এর আগে ২০১৬ সালে পুনে ফ্র্যাঞ্চাইজি কিনেছিলেন।

পুনে সুপারজায়ান্ট আইপিএল ২০১৬-তে অংশগ্রহণ করেছিল। দলের পারফরম্যান্স আহামরি ছিল না। পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে ছিল তারা। এর পর ২০১৭ সালে দলের নাম পরিবর্তন করে রাইজিং পুনে সুপারজায়ান্ট করা হয়।

শুধু তাই নয়, আইপিএল ২০১৭ শুরুর কয়েকদিন আগে এমএস ধোনির কাছ থেকে অধিনায়কত্ব ছিনিয়ে নেওয়া হয়েছিল। তার জায়গায় নতুন অধিনায়ক করা হয় অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে।

KL Rahul: হারের পর মাঠেই রাহুলকে ধমক গোয়েঙ্কার! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

সানরাইজার্স হায়দরাবাদের কাছে লখনউ সুপার জায়ান্টসের শোচনীয় পরাজয়। তারপরই মাঠে দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার অধিনায়ক কেএল রাহুলকে তুমুল ভর্ৎসনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় তুলেছে। শুধু কেএল রাহুলের ফ্যানেরাই নয়, জাতীয় দলের ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ মেনে নিতে পারছেন না ক্রিকেট প্রেমি নেটিজেনরা। সঞ্জীব গোয়েঙ্কার আচরণের তুমুল সমালোচনা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরাও।

বুধবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল হায়দরাবাদ ও লখনউ। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৬৫ রান করে লখনউ। জবাবে ট্রেভিস হেড ও অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডবে ৯.৪ ওভারে রেকর্ড গড়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় এসআরএইচ। ম্যাচ হারে পরউ মাঠে নেমে লখনউয়ের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা কেএল রাহুলের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায়। যেই ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়।

ভিডিওতে দেখা যায় মাঠে নেমে কেএল রাহুলের সঙ্গে হাত নেড়ে একের পর এক কথা বলতে দেখা যায় সঞ্জীব গোয়েঙ্কাকে। কিছু বোঝানোর চেষ্টা বা খেলা-অধিনায়কত্ব নিয়ে রাহুলকে কিছু বোঝানোর চেষ্টা করছিলেন। রাহুল প্রথম দিকে সঞ্জীব গোয়েঙ্কাকে বোঝানোর চেষ্টা করলেও পরের দিকে চুপচাপ কথা শুনতে দেখা যায়। পরে কোচ জাস্টিন ল্যাঙ্গারকেও বেশ কিছু কথা বলেন সঞ্জীব।

আরও পড়ুনঃ KKR News: প্লেঅফের আগে শক্তি বাড়ছে কেকেআরের, দলে যোগ দিচ্ছেন তারকা বিদেশি! খুশি নাইট শিবির

এই ভিডিও দেখার পরই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে। একজন দলের মালিকের এমন আচরণ মেনে নিতে পারেননি কেউই। খেলা নিয়ে কিছু বলতেই পারেন দের মালিক, তবে বিষয়টি ড্রেসিং রুমে হওয়া উচিত ছিল বলে মনে করেন নেটিজেনরা। মাঠের মধ্যে একজন একজন জাতীয় দলের ক্রিকেটারের এমনভাবে কথা বলা অপমান হিসেবেই দেখছেন সকলে।

India T20 World Cup 2024 Squad Announced: ভারতের টি-২০ বিশ্বকাপ দলে জায়গা হল না ৫ মহাতারকার, আইপিএলের মাঝেই ভাঙল মন

সব জল্পনার অবসান ঘটিয়ে আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। মঙ্গলবার বিকেলে ১৫ জনের ভারতীয় দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সব জল্পনার অবসান ঘটিয়ে আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। মঙ্গলবার বিকেলে ১৫ জনের ভারতীয় দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড।
টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া (সহ-অধিনায়ক), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ। রিজার্ভ দল: শুভমন গিল, রিঙ্কু সিংহ, খলিল আহমেদ, আবেশ খান।
টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া (সহ-অধিনায়ক), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ। রিজার্ভ দল: শুভমন গিল, রিঙ্কু সিংহ, খলিল আহমেদ, আবেশ খান।
টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণার পরই মন ভাঙে একাধিক তারকা ক্রিকেটারের। যারা ভেবেছিলেন আমেরিকার বিমানে ওঠার জায়গা পাবেন। সেই তালিকায় রয়েছে ৫ জন তারকা ক্রিকেটার।
টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণার পরই মন ভাঙে একাধিক তারকা ক্রিকেটারের। যারা ভেবেছিলেন আমেরিকার বিমানে ওঠার জায়গা পাবেন। সেই তালিকায় রয়েছে ৫ জন তারকা ক্রিকেটার।
শুভমান গিল: গত একদিনের বিশ্বকাপে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শুভমান গিল। ওপেনিংয়ের দায়িত্ব সামলেছেন। কিন্তু তারপর থেকে ফর্ম পড়ে যায় গিলের। আইপিএলেও নিজের চেনা ছন্দে নেই গিল। ওপেনিং পজিশনে লড়াই খুব কঠিন থাকায় মূল দলে জায়গা হয়নি গিলের। রিজার্ভ দলে রয়েছেন তিনি। যদিও কোনও ক্রিকেটার চোট পায় বা অন্য কোনও কারণে বাদ যায় তখন দলে ঢুকতে পারবেন গিল।
শুভমান গিল: গত একদিনের বিশ্বকাপে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শুভমান গিল। ওপেনিংয়ের দায়িত্ব সামলেছেন। কিন্তু তারপর থেকে ফর্ম পড়ে যায় গিলের। আইপিএলেও নিজের চেনা ছন্দে নেই গিল। ওপেনিং পজিশনে লড়াই খুব কঠিন থাকায় মূল দলে জায়গা হয়নি গিলের। রিজার্ভ দলে রয়েছেন তিনি। যদিও কোনও ক্রিকেটার চোট পায় বা অন্য কোনও কারণে বাদ যায় তখন দলে ঢুকতে পারবেন গিল।
কেএল রাহুল: একদিনের বিশ্বকাপে ভারতের গুরুত্বপূ্ণ ব্যাটার ছিলেন কেএল রাহুল। ভারতীয় দলের ব্যাটিংয়ে দীর্ঘ দিনের স্তম্ভ। কিন্তু এবার আইপিএলে নিজের চেনা ফর্মে নেই। এছাড়া জাতীয় দলেও ফর্ম নিয়ে ওঠা-পড়া রয়েছে। ফলে টি-২০ বিশ্বকাপের দলে জায়গা হয়নি তাঁর।
কেএল রাহুল: একদিনের বিশ্বকাপে ভারতের গুরুত্বপূ্ণ ব্যাটার ছিলেন কেএল রাহুল। ভারতীয় দলের ব্যাটিংয়ে দীর্ঘ দিনের স্তম্ভ। কিন্তু এবার আইপিএলে নিজের চেনা ফর্মে নেই। এছাড়া জাতীয় দলেও ফর্ম নিয়ে ওঠা-পড়া রয়েছে। ফলে টি-২০ বিশ্বকাপের দলে জায়গা হয়নি তাঁর।
রিঙ্কু সিং: টি-২০ বিশ্বকাপের দল ঘোষণার আগে সকলে একপ্রকার ধরেই নিয়েছিলেন কেকেআর তারকা রিঙ্কু সিং অবশ্যই থাকবেন। বিগত বেশ কিছু সিরিজে ভারতীয় দলের নিয়মিত সদস্যও হয়ে উঠেছিলেন রিঙ্কু। কিন্তু এই আইপিএলে নিজেকে মেলে ধরার সেভাবে সুযোগ পাননি রিঙ্কু। এছাড়া একটি জায়গা নিয়ে একাধিক ব্যাটার লড়াইয়ে থাকায় শেষ পর্যন্ত রিঙ্কু সিংয়েরও জায়গা হয়েছে রিজার্ভ দলে।
রিঙ্কু সিং: টি-২০ বিশ্বকাপের দল ঘোষণার আগে সকলে একপ্রকার ধরেই নিয়েছিলেন কেকেআর তারকা রিঙ্কু সিং অবশ্যই থাকবেন। বিগত বেশ কিছু সিরিজে ভারতীয় দলের নিয়মিত সদস্যও হয়ে উঠেছিলেন রিঙ্কু। কিন্তু এই আইপিএলে নিজেকে মেলে ধরার সেভাবে সুযোগ পাননি রিঙ্কু। এছাড়া একটি জায়গা নিয়ে একাধিক ব্যাটার লড়াইয়ে থাকায় শেষ পর্যন্ত রিঙ্কু সিংয়েরও জায়গা হয়েছে রিজার্ভ দলে।
শ্রেয়স আইয়ার: গতবছর একদিনের বিশ্বকাপে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু তারপর বোর্ডের অবাধ্য হওয়ায় বাদ পড়েন কেন্দ্রীয় চুক্তি থেকেও। কেকেআরকে নেতৃত্ব দিলেও নিজের চেনা ফর্মে এখনও পাওয়া যায়নি শ্রেয়সকে। শেষ পর্যন্ত টি-২০ বিশ্বকাপের দলে জায়গা পেলেন না শ্রেয়স আইয়ার।
শ্রেয়স আইয়ার: গতবছর একদিনের বিশ্বকাপে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু তারপর বোর্ডের অবাধ্য হওয়ায় বাদ পড়েন কেন্দ্রীয় চুক্তি থেকেও। কেকেআরকে নেতৃত্ব দিলেও নিজের চেনা ফর্মে এখনও পাওয়া যায়নি শ্রেয়সকে। শেষ পর্যন্ত টি-২০ বিশ্বকাপের দলে জায়গা পেলেন না শ্রেয়স আইয়ার।
ঈশান কিশান: আরও একজন ভারতীয় তারকা যিনি বোর্ডের অবাধ্য না হলে হয়তো টি-২০ বিশ্বকাপের দলে জায়গা পেতেন। তিনি ঈষান কিশান। অবাধ্য হওয়ায় তিনি বর্তমানে কেন্দ্রীয় চুক্তির বাইরে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেললেও আমেরিকার বিমানে ওঠা হল না ঈশানের।
ঈশান কিশান: আরও একজন ভারতীয় তারকা যিনি বোর্ডের অবাধ্য না হলে হয়তো টি-২০ বিশ্বকাপের দলে জায়গা পেতেন। তিনি ঈষান কিশান। অবাধ্য হওয়ায় তিনি বর্তমানে কেন্দ্রীয় চুক্তির বাইরে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেললেও আমেরিকার বিমানে ওঠা হল না ঈশানের।
মায়াঙ্ক যাদব: এবার আইপিএলে আনক্যাপড ভারতীয় পেসারদের মধ্যে আবিষ্কার বলতে গেল মায়াঙ্ক যাদব। এলএসজির পেসার অনবরত বল করতে পারেন ১৫০ প্লাস গতিতে। যা সকলের নজর কেড়েছে। কিন্তু আইপিলের মাঝেই চোট পান তিনি। বর্তমানে চোট থেকে সেরে উঠে লখনউ দলে ফেরার জন্য তৈরি হচ্ছেন। প্রথমে অনেকেই ভেবেছি মহম্মদ শামির না থাকা, জসপ্রীত বুমরাহ ছাড়া অন্য পেসাররা তেমন ফর্মে না থাকায়, মায়াঙ্ক যাদবের ভাগ্য ফিরলেও ফিরতে পারে। তবে শেষ পর্যন্ত মহম্মদ সিরাজ, অর্শদীপ সিংয়ের ভরসার উপর আস্থা রেখেছে বিসিসিআই।
মায়াঙ্ক যাদব: এবার আইপিএলে আনক্যাপড ভারতীয় পেসারদের মধ্যে আবিষ্কার বলতে গেল মায়াঙ্ক যাদব। এলএসজির পেসার অনবরত বল করতে পারেন ১৫০ প্লাস গতিতে। যা সকলের নজর কেড়েছে। কিন্তু আইপিলের মাঝেই চোট পান তিনি। বর্তমানে চোট থেকে সেরে উঠে লখনউ দলে ফেরার জন্য তৈরি হচ্ছেন। প্রথমে অনেকেই ভেবেছি মহম্মদ শামির না থাকা, জসপ্রীত বুমরাহ ছাড়া অন্য পেসাররা তেমন ফর্মে না থাকায়, মায়াঙ্ক যাদবের ভাগ্য ফিরলেও ফিরতে পারে। তবে শেষ পর্যন্ত মহম্মদ সিরাজ, অর্শদীপ সিংয়ের ভরসার উপর আস্থা রেখেছে বিসিসিআই।

CSK vs LSG: রাহুল-ডিককের মারকাটারি ব্যাটিং, চেন্নাইকে ৮ উইকেটে হেলায় হারাস লখনউ

লখনউ: কেএল রাহুল ও কুইন্টন ডিককের ব্যাটিং ঝড়ের সামনে বিফলে গেল রবীন্দ্র জাদেজা এবং এমএস ধোনিদের লড়াই। ঘরের মাঠে কার্যত একতরফা ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে সহজ জয় পেল লখনউ সুপার জায়ান্টস। ৮ উইকেটে ম্যাচ জেতে কেএল রাহুলের দল। সিএসকের দেওয়া ১৭৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌছে যায় এলএসজি।

ম্যাচে টস দিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এলএসজি। ওপেনিংয়ে অজিঙ্কে রাহানে ৩৬ রানের লড়াকু ইনিংস খেললেও, অপরদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে সিএসকে। রাচিন রবীন্দ্র, ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, সমীর রিজভিরা কেউই রান পাননি। মিডল অর্ডারে রবীন্দ্র জাদেজা লড়াকু ইনিংস খেলেন। তাঁকে কিছুটা সঙ্গ দেন মঈন আলি। দুজন মিলে ৫১ রানের পার্টনারশিপ করেন।

মঈন আলি ৩০ রান করে আউট হলে নিজের ইনিংস চালিয়ে যান রবীন্দ্র জাদেজ। অর্ধশতরানও করেন জাড্ডু। শেষের দিকে ফের একবার ধোনি ঝড় দেখল একানা স্টেডিয়াম। ৯ বলে ২৯ রানের মারকাটারি ইনিংস খেলেন মাহি। ৩টি চার ও ২টি ছয় মারেন ধোনি। জাদেজা অপরাজিত থাকেন ৪০ বলে ৫৭ রান করে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে সিএসকে।

রান তাড়া করতে এদিন দুরন্ত ব্যাটিং করেন লখনউ সুপার জায়ান্টসের দুই তারকা ওপেনার কেএল রাহুল ও কুইন্টন ডিকক। ঘরের মাঠে সিএসকে বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেন রাহুল-ডিকক জুটি। একের পর এক চোখ ধাঁধানো শট উপহার দেন দুই তারকা ব্যাটার। ঝড়ের গতিতে শতরানের পার্টনারশিপ করেন দুজনে। নিজেদের ব্যক্তিগত অর্ধশতকানও করেন ডিকক ও রাহুল।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে একটি জায়গা নিয়ে ৬ জনের লড়াই! দল গঠনে মহাচমক! জানুন বিস্তারিত

১৫তম ওভারে ১৩৪ রানে প্রথম উইকেট পড়ে লখনউয়ের। ৪৩ বলে ৫৪ রান করে আউট হন কুইন্টন ডিকক। এরপর ক্রিজে আসেন নিকোলাস পুরান। দুজন মিলে এগিয়ে নিয়ে যান দলের স্কোরবোর্ড। দলের জয়ের দোরগোড়ায় এসে ৫৩ বলে ৮২ রান করে আউট হন কেএল রাহুল। এরপর নিকোলাস পুরান ও মার্কাস স্টয়নিস মিলে দলকে জয়ের লক্ষ্যে পৌছে দেয়। ২৩ রান করে পুরান ও ৮ রান করে অপরাজিত থাকেন স্টয়নিস।

Cricketer Love Story: বিছানার উপরে খুল্লমখুল্লা স্বামী সোহাগের ফটো শেয়ার আথিয়ার, অথচ প্রেমপর্ব লুকিয়ে রেখেছিলেন একেবারে দারুণভাবে

: ভারতীয় ক্রিকেট দলের মিডল অর্ডার ব্যাটসম্যান কেএল রাহুল  বৃহস্পতিবার (১৮ এপ্রিল) তাঁর ৩২তম জন্মদিন পালন করেছেন। রাহুল বর্তমানে আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হয়েছেন৷ এই ডানহাতি ব্যাটসম্যানের জন্মদিন উপলক্ষ্যে  বলিউড অভিনেত্রী স্ত্রী আথিয়া শেঠি তার স্বামীকে রোমান্টিকভাবে উইশ করেছেন৷ Photo- Collected
: ভারতীয় ক্রিকেট দলের মিডল অর্ডার ব্যাটসম্যান কেএল রাহুল  বৃহস্পতিবার (১৮ এপ্রিল) তাঁর ৩২তম জন্মদিন পালন করেছেন। রাহুল বর্তমানে আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হয়েছেন৷ এই ডানহাতি ব্যাটসম্যানের জন্মদিন উপলক্ষ্যে  বলিউড অভিনেত্রী স্ত্রী আথিয়া শেঠি তার স্বামীকে রোমান্টিকভাবে উইশ করেছেন৷ Photo- Collected
এই প্রেম যুগলের প্রেমও ছিল জবরদস্ত৷ বিয়ের পর তাঁদের দাম্পত্য প্রেমও মাখোমাখো৷ জন্মদিনের ছবিতে বেডরুমে দুজনের একান্ত মুহূর্তের ছবি পোস্ট করেছেন তিনি৷ Photo- Collected
এই প্রেম যুগলের প্রেমও ছিল জবরদস্ত৷ বিয়ের পর তাঁদের দাম্পত্য প্রেমও মাখোমাখো৷ জন্মদিনের ছবিতে বেডরুমে দুজনের একান্ত মুহূর্তের ছবি পোস্ট করেছেন তিনি৷ Photo- Collected
২০১৯ সালের ফেব্রুয়ারি মাস- আথিয়া ও রাহুলের প্রথম দেখা৷ এক কমন ফ্রেন্ডের সূত্র ধরে দু'জনের আলাপ৷  মেলামেশার পর ধীরেধীরে তাঁদের প্রেম ঘনিয়ে ওঠে৷ Photo- Collected
২০১৯ সালের ফেব্রুয়ারি মাস- আথিয়া ও রাহুলের প্রথম দেখা৷ এক কমন ফ্রেন্ডের সূত্র ধরে দু’জনের আলাপ৷  মেলামেশার পর ধীরেধীরে তাঁদের প্রেম ঘনিয়ে ওঠে৷ Photo- Collected
তবে এই জুটির প্রেম পর্ব বেশ লম্বা সময় ধরে লুকিয়ে চলেছিল৷ বলিউড অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়া নিজেও অভিনেত্রী৷ তাঁদের খান্ডালাতে বিশাল বাংলো রয়েছে৷ Photo- Collected
তবে এই জুটির প্রেম পর্ব বেশ লম্বা সময় ধরে লুকিয়ে চলেছিল৷ বলিউড অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়া নিজেও অভিনেত্রী৷ তাঁদের খান্ডালাতে বিশাল বাংলো রয়েছে৷ Photo- Collected
লুকিয়ে প্রেমপর্বের কথা হঠাৎই ফাঁস হয়ে যায় বিক্রম ফান্দিশের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে৷ লুকিয়ে রাখা প্রেমকাহিনী একেবারে সকলের সামনে চলে আসে৷ Photo- Collected
লুকিয়ে প্রেমপর্বের কথা হঠাৎই ফাঁস হয়ে যায় বিক্রম ফান্দিশের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে৷ লুকিয়ে রাখা প্রেমকাহিনী একেবারে সকলের সামনে চলে আসে৷ Photo- Collected
তিনি লিখেছিলেন আজকাল কি হাইপার হয়ে আছ, কেএল-র কাছে যাও , কুয়ালালামপুরে৷ ডিজাইনারের এই কমেন্টে নেটিজেনরা বুঝতে পেরে যান আথিয়া শেট্টি ও কেএল রাহুলের প্রেম জমে দই৷ Photo- Collected
তিনি লিখেছিলেন আজকাল কি হাইপার হয়ে আছ, কেএল-র কাছে যাও , কুয়ালালামপুরে৷ ডিজাইনারের এই কমেন্টে নেটিজেনরা বুঝতে পেরে যান আথিয়া শেট্টি ও কেএল রাহুলের প্রেম জমে দই৷ Photo- Collected
২০১৯-র ডিসেম্বরে যখন তাঁরা তাঁদের প্রথম ছবি একসঙ্গে পোস্ট করেছিলেন তখন এই দম্পতি ইনস্টাগ্রামে তাঁদের সম্পর্ককে অফিসিয়াল করেন৷  স্পষ্টতই, লাভবার্ড, আথিয়া এবং রাহুল নববর্ষ উদযাপন করতে থাইল্যান্ডে গিয়েছিলেন। Photo- Collected
২০১৯-র ডিসেম্বরে যখন তাঁরা তাঁদের প্রথম ছবি একসঙ্গে পোস্ট করেছিলেন তখন এই দম্পতি ইনস্টাগ্রামে তাঁদের সম্পর্ককে অফিসিয়াল করেন৷  স্পষ্টতই, লাভবার্ড, আথিয়া এবং রাহুল নববর্ষ উদযাপন করতে থাইল্যান্ডে গিয়েছিলেন। Photo- Collected
তাঁদের প্রথম ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে৷  তাদের জন্মদিনে একে অপরের ছবি শেয়ার করতেন। ২০২১ সালে, তারকা ব্যাটার তাঁর জন্মদিনে আথিয়ার সঙ্গে একটি ফটো শেয়ার করেছিলেন, যা তাঁদের ফ্যানদের নিশ্চিত করে দেয় যে এবার বড় কিছু হতে পারে৷ Photo- Collected
তাঁদের প্রথম ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে৷  তাদের জন্মদিনে একে অপরের ছবি শেয়ার করতেন। ২০২১ সালে, তারকা ব্যাটার তাঁর জন্মদিনে আথিয়ার সঙ্গে একটি ফটো শেয়ার করেছিলেন, যা তাঁদের ফ্যানদের নিশ্চিত করে দেয় যে এবার বড় কিছু হতে পারে৷ Photo- Collected
এদিকে  আইপিএলে এলএসজি-র পারফরম্যান্স পাশাপাশি কেএল রাহুলের পারফরম্যান্স সব মিলিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাকা নয়৷ এই অবস্থায় দ্বিতীয় উইকেটরক্ষকের জন্য বেশ কয়েকজন শীর্ষস্থানীয় আইপিএল পারফর্মারদের মধ্যে জোর লড়াই চলছে। সঞ্জু স্যামসন, ইশান কিষান, কেএল রাহুল, জিতেশ শর্মা এবং ধ্রুব জুরেলের মধ্যে  পন্থের ব্যাকআপ হওয়ার প্রতিযোগিতা জারি রয়েছে৷ Photo- Collected
এদিকে  আইপিএলে এলএসজি-র পারফরম্যান্স পাশাপাশি কেএল রাহুলের পারফরম্যান্স সব মিলিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাকা নয়৷ এই অবস্থায় দ্বিতীয় উইকেটরক্ষকের জন্য বেশ কয়েকজন শীর্ষস্থানীয় আইপিএল পারফর্মারদের মধ্যে জোর লড়াই চলছে। সঞ্জু স্যামসন, ইশান কিষান, কেএল রাহুল, জিতেশ শর্মা এবং ধ্রুব জুরেলের মধ্যে  পন্থের ব্যাকআপ হওয়ার প্রতিযোগিতা জারি রয়েছে৷ Photo- Collected
আথিয়া তার স্বামীর সঙ্গে বিছানার উপরে তোলা একটি রোমান্টিক মুহূর্তের ছবি পোস্ট করেছেন৷  একটি সুন্দর ক্যাপশনও লিখেছেন আথিয়া। Photo- Collected
আথিয়া তার স্বামীর সঙ্গে বিছানার উপরে তোলা একটি রোমান্টিক মুহূর্তের ছবি পোস্ট করেছেন৷  একটি সুন্দর ক্যাপশনও লিখেছেন আথিয়া। Photo- Collected
আথিয়া ক্যাপশনে লিখেছেন, 'আমার সারা জীবনের জন্য আমার পুরো হৃদয়... শুভ জন্মদিন আমার সবকিছু।’ এই লেখার পাশাপাশি  তিনি একটি লাল রঙের হার্ট ইমোজি পোস্ট করেছেন। Photo- Collected
আথিয়া ক্যাপশনে লিখেছেন, ‘আমার সারা জীবনের জন্য আমার পুরো হৃদয়… শুভ জন্মদিন আমার সবকিছু।’ এই লেখার পাশাপাশি  তিনি একটি লাল রঙের হার্ট ইমোজি পোস্ট করেছেন। Photo- Collected

বাবা চেয়েছিল, ছেলে ইঞ্জিনিয়র হোক! ছেলে হল তারকা ক্রিকেটার! আজ তাঁর জন্মদিন

নয়াদিল্লি: বাবা-মা চেয়েছিলেন ছেলে ইঞ্জিনিয়ার হোক। কিন্তু ছেলে হল গিয়ে ক্রিকেটার!

কেএল রাহুলের পুরো নাম কান্নার লোকেশ রাহুল। তাঁকে বেশিরভাগ মানুষই কেএল, কেএল রাহুল বা লোকেশ রাহুল নামে ডাকেন। ১৯৯২ সালে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা ড. লোকেশ ইঞ্জিনিয়ার এবং মা রাজেশ্বরী দেবা একজন অধ্যাপক।

আজ, ১৮ এপ্রিল কে এল রাহুলের জন্মদিন। তিনি ৩২ বছরে পা দিলেন। তাঁর বাবা চেয়েছিলেন ছেলে ইঞ্জিনিয়র হোক। কিন্তু রাহুলের আগ্রহ ছিল ক্রিকেটে। কঠোর পরিশ্রমের ফলে তিনি আজ টিম ইন্ডিয়ার একজন প্রভাবশালী ব্যাটার। আইপিএলের দলের অধিনায়কও।

আরও পড়ুন- KKR: নীতিশ রানার পর আরও এক কেকেআর তারকা ব্যাটারের চোট! আরসিবি ম্যাচে খেলবেন তো?

রাহুলের বাবার স্বপ্ন ছিল তাঁর ছেলে ইঞ্জিনিয়ার হবে। পড়ালেখায় তিনি ভাল ছিলেন। কিন্তু ভাগ্য তাঁর জন্য অন্য কিছু লিখে রেখেছিল।

১১ বছর বয়স থেকে তিনি ক্রিকেটকে গুরুত্ব সহকারে নিতে শুরু করেছিলেন। এর পর তিনি ২০১০ সালে কর্ণাটক থেকে প্রথম শ্রেণীর কেরিয়ার শুরু করেন।

ভারতের হয়ে কেএল রাহুল ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে এবং ২০১৬ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওডিআই এবং টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল।

৫০টি আন্তর্জাতিক টেস্ট ম্যাচে তাঁর নামের পাশে ২ হাজার ৮৬৩ রান রয়েছে। ৭৫টি ওয়ানডেতে ২৮২০ রান এবং ৭২ টি-টোয়েন্টি ম্যাচে ২২৬৫ রান।

আরও পড়ুন- আইপিএল এবার জিতবে কারা? রিকি পন্টিং-এর বড় ভবিষ্যদ্বাণী, নামটা অবাক করবে

কেএল রাহুল আইপিএলে লখনউ সুপারজায়ান্টসের হয়ে খেলেন। এই দল গঠনের পর থেকে কেএল রাহুল দলের অধিনায়ক। রাহুলের অধিনায়কত্বে এ বছর দলের পারফরম্যান্স খারাপ নয়।

লখনউ এখনও পর্যন্ত ৬টি ম্যাচের মধ্যে ৩টিতে জিতেছে। ৬ পয়েন্ট তাদের।

Athiya Shetty: বিয়ের বছর ঘুরতেই অন্তঃসত্ত্বা! কবে মা হচ্ছেন আথিয়া? বাবা সুনীল মুখ খুলতেই…

Athiya Shetty: বিয়ের বছর ঘুরতেই অন্তঃসত্ত্বা! কবে মা হচ্ছেন আথিয়া? বাবা সুনীল মুখ খুলতেই...
Athiya Shetty: বিয়ের বছর ঘুরতেই অন্তঃসত্ত্বা! কবে মা হচ্ছেন আথিয়া? বাবা সুনীল মুখ খুলতেই…
বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই গর্ভবর্তী আথিয়া শেট্টি৷ তেমনটাই আভাস দিলেন বাবা সুনীল৷ খুব শীঘ্রই বাবা-মা হতে চলেছেন আথিয়া ও রাহুল তেমনটাই মনে করা হচ্ছে৷ বিয়ের এক বছরের মধ্যেই নতুন অতিথি আসতে চলেছে তাঁদের পরিবারে৷
বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই গর্ভবর্তী আথিয়া শেট্টি৷ তেমনটাই আভাস দিলেন বাবা সুনীল৷ খুব শীঘ্রই বাবা-মা হতে চলেছেন আথিয়া ও রাহুল তেমনটাই মনে করা হচ্ছে৷ বিয়ের এক বছরের মধ্যেই নতুন অতিথি আসতে চলেছে তাঁদের পরিবারে৷
ডান্সিং রিয়েলিটি শো 'ডান্স দিওয়ানে'-তে বিচারকের আসনে দেখা যাচ্ছে সুনীল শেট্টিকে৷ সেখানেই দাদু-দিদিমাদের নিয়ে একটি পর্বে বোমা ফাটালেন সুনীল শেট্টি৷
ডান্সিং রিয়েলিটি শো ‘ডান্স দিওয়ানে’-তে বিচারকের আসনে দেখা যাচ্ছে সুনীল শেট্টিকে৷ সেখানেই দাদু-দিদিমাদের নিয়ে একটি পর্বে বোমা ফাটালেন সুনীল শেট্টি৷
শোয়ের সঞ্চালিকা ভারতী সিং সুনীলকে প্রশ্ন করেন, তিনি কবে দাদু হবেন? কেমন দাদু হবেন? তাঁর উত্তরে অভিনেতা বলেন, হ্যাঁ পরের সিজনে আমি যখন এখানে আসবে তখন আমি স্টেজে একজন দাদু হয়েই হাঁটব? তাঁর এই মন্তব্যের পরই মা হওয়ার জল্পনা তুঙ্গে৷
শোয়ের সঞ্চালিকা ভারতী সিং সুনীলকে প্রশ্ন করেন, তিনি কবে দাদু হবেন? কেমন দাদু হবেন? তাঁর উত্তরে অভিনেতা বলেন, হ্যাঁ পরের সিজনে আমি যখন এখানে আসবে তখন আমি স্টেজে একজন দাদু হয়েই হাঁটব? তাঁর এই মন্তব্যের পরই মা হওয়ার জল্পনা তুঙ্গে৷
সুনীল এই মন্তব্যটি করার পর থেকেই আথিয়ার প্রেগন্যান্সি নিয়ে জল্পনা শুরু হয়েছে৷ সত্যিই কি মা হতে চলেছেন আথিয়া, নাকি নিছকই মজার ছলে কথাটা বলেছেন, তা এখনই জানা যায়নি৷ তবে আথিয়া বা রাহুল কেউই এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি৷ আপাতত সুখবরের অপেক্ষায় বসে রয়েছে অনুরাগীরা৷
সুনীল এই মন্তব্যটি করার পর থেকেই আথিয়ার প্রেগন্যান্সি নিয়ে জল্পনা শুরু হয়েছে৷ সত্যিই কি মা হতে চলেছেন আথিয়া, নাকি নিছকই মজার ছলে কথাটা বলেছেন, তা এখনই জানা যায়নি৷ তবে আথিয়া বা রাহুল কেউই এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি৷ আপাতত সুখবরের অপেক্ষায় বসে রয়েছে অনুরাগীরা৷

বাবা হতে চলেছেন ভারতীয় ক্রিকেটের আরেক তারকা! খুশির খবর আইপিএলের মাঝে

বাবা হতে চলেছেন কে এল রাহুল। বলিউড অভিনেত্রী আথিয়া শেঠির সঙ্গে বিয়ের বছর ঘোরেনি। এরই মধ্যে কি কে এল রাহুলের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে!
বাবা হতে চলেছেন কে এল রাহুল। বলিউড অভিনেত্রী আথিয়া শেঠির সঙ্গে বিয়ের বছর  ঘুরতেই কি কে এল রাহুলের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে!
২০২৩ সালে বিয়ে করেছেন কে এল ও আথিয়া। গত বছর জানুয়ারি মাসে তাঁরা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। আর এরই মধ্যে তাঁদের পরিবারে নতুন সদস্যের আগমন নিয়ে জল্পনা।
২০২৩ সালে বিয়ে করেছেন কে এল ও আথিয়া। গত বছর জানুয়ারি মাসে তাঁরা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। আর এরই মধ্যে তাঁদের পরিবারে নতুন সদস্যের আগমন নিয়ে জল্পনা।
আসলে আথিয়ার বাবা সুনীল শেঠি জল্পনা উস্কে দিয়েছেন। তিনি এমন এক কথা বললেন যে অনেকেই সেটাকে ইঙ্গিত হিসেবে ধরছেন।
আসলে আথিয়ার বাবা সুনীল শেঠি জল্পনা উস্কে দিয়েছেন। তিনি এমন এক কথা বললেন যে অনেকেই সেটাকে ইঙ্গিত হিসেবে ধরছেন।
সুনীল শেঠি একটি রিয়্যালিটি শো-এর বিচারক। তিনি সেই শো চলাকালীন বড়সড় ইঙ্গিত দিয়ে গেলেন। সেটা শুনলে আপনিও বুঝতে পারবেন, কেন এমন জল্পনা ছড়াল।
সুনীল শেঠি একটি রিয়্যালিটি শো-এর বিচারক। তিনি সেই শো চলাকালীন বড়সড় ইঙ্গিত দিয়ে গেলেন। সেটা শুনলে আপনিও বুঝতে পারবেন, কেন এমন জল্পনা ছড়াল।
সুনীল শেঠিকে সঞ্চালিকা ভারতী সিং প্রশ্ন করেছিলেন, দাদু হিসেবে আপনি কেমন হবেন! তখনই সুনীল শেঠি ইঙ্গিতে বুঝিয়ে দেন, তিনি শীঘ্রই দাদু হতে চলেছেন।
সুনীল শেঠিকে সঞ্চালিকা ভারতী সিং প্রশ্ন করেছিলেন, দাদু হিসেবে আপনি কেমন হবেন! তখনই সুনীল শেঠি ইঙ্গিতে বুঝিয়ে দেন, তিনি শীঘ্রই দাদু হতে চলেছেন।
সুনীল শেঠি উত্তরে বলেন, পরের মরশুমে আমি যখন এখানে আসব তখন হয়তো দাদু হিসেবেই মঞ্চে উঠব। এই কথাতেই যাবতীয় জল্পনা উস্কে গিয়েছে।
সুনীল শেঠি উত্তরে বলেন, পরের মরশুমে আমি যখন এখানে আসব তখন হয়তো দাদু হিসেবেই মঞ্চে উঠব। এই কথাতেই যাবতীয় জল্পনা উস্কে গিয়েছে।