Ind vs Eng: বুম বুম Bumrah-র বলে শুরুতেই কাত, শূন্য রানে উইকেট হারাল ইংল্যান্ড, দেখুন

#নটিংহ্যাম: সাদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ ইনিংসে খালি হাতেই ফিরতে হয়েছিল ভারতের তারকা বোলার জসপ্রীত বুমরাহকে৷ কার্যত প্রতিটা বল পারফেক্ট লাইনে ফেলে যিনি ব্যাটসম্যানকে নাস্তানাবুদ করে দেন তাঁর এহেন পারফরম্যান্সে কথা উঠেছিল অনেক৷ আর এক মাস বাদে ছবিটা আলাদা৷ ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্টের প্রথম ওভারের পঞ্চম বলে এলবিডাব্লু হলেন ইংলিশ ওপেনার ররি বার্নস৷ তখন আবার দলের রান শূন্য৷ বুমরাহে কি তাহলে ফের ধার দেখাবেন শুরুতেই এই পারফরম্যান্সে গদগদ ক্রিকেট ফ্যানরা৷ দেখে নিন কীভাবে কাজ করল জসপ্রীত বুমরাহের বল৷

এদিকে আরও খুশির খবর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রেফারালে গিয়ে আরও খেসারত ইংল্যান্ডের৷ একটি রেফারাল শুরুতেই হারিয়েছে তারা৷ যা ভারতীয় ক্রিকেট ফ্যানদের আনন্দ দ্বিগুণ করে দিল৷

এদিকে এর আগে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে পাঁচটি টেস্ট ম্যাচের সিরিজ  (India vs England ) প্রথম টেস্ট আজ থেকে শুরু হল৷  নটিংহ্যামে প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল ইংল্যান্ড৷ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) এবং কোচ রবি শাস্ত্রী প্রথম একাদশ বাছাই নিয়ে চ্যালেঞ্জের মুখে রয়েছে৷

অধিনায়ক বিরাট যেরকম আগেই ইঙ্গিত দিয়েছিলেন ঠিক সেই কথামতোই দলে এলেন শার্দুল ঠাকুর৷ প্রথম একাদশে রয়েছেন রোহিত শর্মা, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ৷

এদিকে এর আগে পিচ নিয়ে আগুনে কথাবার্তা আগেই শোনানো শুরু করে দিয়েছে টিম ইংল্যান্ড৷ পিচে ঘাস থাকবে বল সুইং করবে সব বলে দিয়েছেন জেমস অ্যান্ডারসন৷ এছাড়াও ভারতীয় দলে একাধিক চোট সমস্যাও রয়েছে৷ দেখে নিন ইংল্যান্ডের একাদশ৷

বিরাট কোহলি আশাবাদী এবারের টুর্নামেন্টের আগে  প্রস্তুতি ভালো হয়েছে৷ অন্যবারের তুলনায় এবারের ফল আলাদা হবে৷