খেলা IND vs NZ: কেমন আছেন পন্থ? মাঠে কি আর নামতে পারবেন? সামনে এল বড় আপডেট Gallery October 18, 2024 Bangla Digital Desk ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে রানের পাহাড়ে চড়ছে নিউজিল্যান্ড। তারউপর দলের তারকা প্লেয়ার ঋষভ পন্থের চোট। বেঙ্গালুরু টেস্টে প্রবল চাপে টিম ইন্ডিয়া। (Photo Courtesy- AP) দ্বিতীয় দিনে উইকেট কিপিংয়ের সময় চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। বল গিয়ে সোজা লাগে তাক ডান হাঁটুতে। যেখানে অস্ত্রোপচার হয়েছিল সেখানেই লাগে চোট। (Photo Courtesy- AP) মাঠেই যন্ত্রণায় কাতরাতে দেখা যায় ঋষভ পন্থকে। খোড়াতে খোড়াতে মাঠ ছাড়েন তিনি। তৃতীয় দিনে ফিল্ডিং করতে নামেননি পন্থ। ব্যাটিং করবেন কিনা জানা যায়নি। (Photo Courtesy- AP) রোহিত শর্মা জানিয়েছেন,”অস্ত্রোপচারের জায়গায় বল লেগেছে। হাঁটু ফুলে রয়েছে ঋষভের। ওই জায়গার পেশি খুব নমনীয়। সেই কারণে আমরা কোনও ঝুঁকি নিতে চাইনি।” বর্তমানে ঋষভ পন্থের পরিবর্তে বেঙ্গালুরুতে কিপিং করছেন ধ্রুব জুরেল। দ্বিতীয় ইনিংসে পন্থ ব্যাট না করতে পারলে আরও চাপ বাড়বে ভারতের উপর। (Photo Courtesy- AP)