পুণেতে ফের ভারতের ব্যাটিং বিপর্যয়। বেঙ্গালুরুতে প্রথম ইনিংসে ৪৬-এ অলআউট হয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে ঘুড়ে দাঁড়িয়েছিল। পুণেতে ফের প্রথম ইনিংসে নিজেদের পাকা ফাঁদেই ফেসে গেল ভারতীয় দল। স্পিন সহায়ক উইকেট বানিয়ে জয়ের ছক কষেছিল রোহিত-গম্ভীররা। কিন্তু সেই স্পিনই প্রথম ইনিংসে কাল হল ভারতের। ২৫৯ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হল মাত্র ১৫৬ রানে।
দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ২৫৯ রানে শেষ হয় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। পুণের উইকেট যে স্পিনারদের স্বর্গরাজ্য তা বুঝিয়ে দিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর ও রবিচন্দ্রন অশ্বিন। এই উইকেটে ২৫৯ রান যে যথেষ্ট চ্যালেঞ্জিং তাও বোঝা যাচ্ছিল। প্রথম দিনের শেষেই রোহিত শর্মার উইকেট হারিয়ে চাপে ছিল ভারতীয় দল। মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপসের ঘূর্ণির সামনে দ্বিতীয় দিনের সকালেই ভারতের ব্যাটিং বিপর্যয়। দাঁড়াতেই পারল না গোটা ব্যাটিং লাইন।
যে ভারতীয় দলকে স্পিনের সামনে বিশ্বের সেরার ব্যাটিং মনে করা হয়, তারাই অসহায় আত্মসমর্পণ কর কিউই স্পিনারদের সামনে। রোহিত, কোহলি, পন্থ, সরফরাজ সকলেই ব্যর্থ। তার মধ্যে রোহিত, কোহলি ও পন্থ যেভাবে বোল্ড হয়েছেন তা নিয়ে সমালোচনা হতেই পারে। লাঞ্চ পর্যন্ত ভারতীয় ব্যাটিং লাইনে কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেন শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল। দুজনেই ৩০ রান করেছেন।
আরও পড়ুনঃ KKR News: রেগে লাল কেকেআর অধিনায়ক! করে দিলেন বড় মন্তব্য! কী হল শ্রেয়স আইয়ারের
প্রথম ইনিংসে মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল। ভারতের হয়ে সাত উইকেট নিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। আর নিউজিল্যান্ডের হয়ে ৭ উইকেট নিয়ে পাল্টা দিলেন মিচেল স্যান্টনার। এছাড়া ২টি উইকেট পেয়েছেন গ্লেন ফিলিপস ও একটি টিম সাউদি। পুণের উইকেটে ১০৩ রানের লিড বিশাল ব্যাপার। দ্বিতীয় ইনিংসে কিউইদের সামান্য রানে অলআউট না করতে পারলে ১৩ বছর পর ঘরের মাঠে সিরিজ হারের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মার দল।