IND vs NZ, 2nd Test: ওয়াংখেড়েতে আজ থেকে শুরু দ্বিতীয় টেস্ট, আবহাওয়ার কী পূর্বাভাস ?

মুম্বই: আজ, শুক্রবার থেকে ওয়াংখেড়েতে শুরু ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট (IND vs NZ, 2nd Test) ৷ কিন্তু মুম্বইয়ের আবহাওয়া চিন্তায় রাখছে দু’দলের ক্রিকেটারদের ৷ গত দু’দিন মুম্বইয়ে তুমুল বৃষ্টিতে মাঠে প্র্যাকটিস করা সম্ভব হয়নি ৷ প্রায় বিনা প্র্যাকটিসেই ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামছেন উইলিয়ামসনরা (India vs New Zealand) ৷

প্রবল বৃষ্টির কারণে মাঠ ভিজে থাকায় দু’দলই মাঠে এসে অনুশীলন বাতিল করে দেয় ৷ ভারতীয় দল অবশ্য মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সের ইন্ডোর স্টেডিয়ামে অনুশীলন করেছে ৷ কিন্তু নিউজিল্যান্ড দল ইন্ডোরে অনুশীলন করেনি ৷

আরও পড়ুন-রাশিফল ৩ ডিসেম্বর; দেখে নিন কেমন যাবে আজকের দিন

আজ শুক্রবারের আবহাওয়া (AccuWeather)
আজ শুক্রবারের আবহাওয়া (AccuWeather)

বৃষ্টির জন্যই কিছুটা কৌশল বদলাতে পারে দু’দল। যে কারণে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে চূড়ান্ত এগারো বেছে নিতে। আবহাওয়ার যা পূর্বাভাস, আজ সকালের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তারপর যত বেলা গড়াবে আবহাওয়ার বদল ঘটবে ৷ দিনভর মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা গোটা দিন জুড়ে নেই ৷ মুম্বইয়ের মেঘলা আকাশে ওয়াংখেড়ের পিচ কেমন আচরণ করে, পেসাররা কতটা সাহায্য পান, সেটাই এখন দেখার ৷

আরও পড়ুন-ধেয়ে আসছে ‘জাওয়াদ’ ! প্রস্তুত প্রশাসন, স্থলভাগ থেকে এখন কতটা দূরে এই ঘূর্ণিঝড় ?

ওয়াংখেড়ের লাল মাটির উইকেটে স্পিনাররা যেমন সাহায্য পাবে, তেমন বাউন্সও থাকবে এই উইকেটে। বৃষ্টির জন্য পিচ যথেষ্ট ‘রোল’ করাও হয়েছে কি না, সন্দেহ। এই টেস্টে খেলছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷