খেলা IND vs NZ: ১৫০ করেও বাদ সরফরাজ! দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের একাদশে একাধিক চমক! জানুন বিস্তারিত Gallery October 23, 2024 Bangla Digital Desk ২৪ অক্টোবর বৃহস্পতিবার থেকে বেঙ্গালুরুতে শুরু হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ব্ল্যাক ক্যাপসরা। সিরিজের বাকি দুই ম্যাচ ভারতীয় দলের কাছে ডু অর ডাই পরিস্থিতি। একইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পাকা করার পথ মসৃণ রাখতে শেষ দুই টেস্টে ঘরের মাঠে জয় দরকার ভারতের। দ্বিতীয় টেস্টের আগে অনুশীলনে বাড়তি জোর দিতে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটারদের। পুণেতে কালো মাটির উইকেট। যা স্পিনারদের বেশি সাহায্য করবে। তাই দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের একাদশ কেমন হবে তা নিয়ে জল্পনা রয়েছে। একাধিক বড় চমক দিতে পারেন কোচ গৌতম গম্ভীর। একইসঙ্গে সবথেকে বড় চমক হতে পারে সরফরাজ খানের বেঙ্গালুরুতে ১৫০ রান করেও বাদ পড়া। কারণ প্রথম টেস্টে গিলের পরিবর্তে খেলেছিলেন সরফরাজ। দ্বিতীয় টেস্টে ফিরছেন গিল। ফলে কে বসবে তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। কেএল রাহুল প্রথম ম্যাচের দুই ইনিংসেই রান পাননি। ফলে সেই জায়গায় তাকে বসানোর একটা গুঞ্জন তৈরি হয়েছে। তবে এখনই রাহুলের উপর আস্থা হারাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। তাঁর অভিজ্ঞতার কারণে। রাহুল খেললে সরফরাজকে বসতেই হবে। তবে কে খেলবেন তা ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত নেবে দল। এছাড়া. ঋষভ পন্থের দ্বিতীয় টেস্টে খেলা নিয়ে কোনও সংশয় নেই। ৩ স্পিনার নিয়েই পুণেতে নামবে ভারত। তবে কুলদীপের ব দলে খেলানো হতে পারে ওয়াশিংটন সুন্দরকে। নিউজিল্যান্ড দলে একাধিক বাঁ হাতি ব্যাটার থাকায় ভাবা হতে পারে সুন্দরকে। তাছাড়া সুন্দরে ব্যাটিং হাতও ভাল। এক ঝলকে দেখে নিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, সরফরাজ খান / কেএল রাহুল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দ / কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ।