অর্শদীপ সিংকে এ কী কথা বললেন কামরান আকমাল

Ind vs Pak: এ কী করলেন কামরান আকমল, গোটা ক্রিকেট দুনিয়ায় ছিঃ ছিঃ, অর্শদীপকে নিয়ে এরকম নক্কারজনক মন্তব্য

কলকাতা: দু’দিন আগে T20 বিশ্বকাপে যখন ভারত দল পাকিস্তানকে হারিয়েছিল, তখন পাক ফ্যানদের মন ভেঙে যায়।  পাকিস্তানি ভক্তদের পাশাপাশি প্রাক্তন ক্রিকেটাররাও ফের নামেন কুকথার লড়াইতে।  পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার কামরান আকমলও দলের হার নিয়ে মেজাজ হারিয়েছেন।  এর পাশাপাশি তিনি ভারতীয় পেসার অর্শদীপ সিংকে নিয়ে জাতি বিদ্বেষমূলক মন্তব্য করেছেন।

আকমল শুধু অর্শদীপকে নিয়ে মজাই করেননি, শিখ ধর্ম নিয়েও আপত্তিকর মন্তব্য করেছেন। আকমলের এই মন্তব্য তিরস্কার করেন হরভজন সিং। এরপর প্রকাশ্যে ক্ষমা চাইতে হয় আকমলকে।

কামরান আকমল ভারত-পাক ম্যাচ চলাকালীন এআরওয়াই নিউজে আরশদীপ সিংকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। ভারত-পাকিস্তান ম্যাচে শেষ ওভার বল করেছিলেন আরশদীপ। এই ওভারে পাকিস্তানকে ১৮ রান করতে হয়েছিল, কিন্তু আরশদীপ সিং তাদের মাত্র ১১ রান করতে দেন। এভাবে ৮ রানে জিতল ভারত।

আরও পড়ুন – Shani Vakri: আর মাত্র ২০ দিন তারপরেই মেগা বদল, শনিবক্রী হওয়ায়এই রাশিগুলির হাতে কাঁড়িকাঁড়ি টাকা, সম্পদ উঠবে ফুল ফেঁপে

ভারত বনাম পাকিস্তান ম্যাচ চলাকালীন আকমলকে এআরওয়াই নিউজে সাক্ষাৎকারে বলতে দেখা যায়, ‘দেখুন, অর্শদীপ সিংকে শেষ ওভার করতে হবে। তাঁর ছন্দ দেখা যায় না। কিন্তু যে কোনও কিছু হতে পারে… রাত ১২টা বাজে।’ একথা বলার পর আকমল হাসতে থাকে। এরপর অনুষ্ঠানের উপস্থাপক বলেছেন যে শেষ ওভারে ১৬-১৭ রান যথেষ্ট হতে পারে। এতে আকমল হেসে বলেন, ‘১২টার পর কোনো শিখকে ওভার দেওয়া উচিত নয়…’ দেখে নিন সেই ভিডিও


হরভজন সিং আকমলের সমালোচনা করেছেন এবং সোশ্যাল মিডিয়াতেও প্রতিক্রিয়া জানিয়েছেন। হরভজনের জবাবের পর কামরানা আকমলও ক্ষমা চেয়েছেন।

X.com-এ হরভজন সিং লিখেছেন, ‘ধিক্কার দাও কামরান আকমল.. তোমার নোংরা জিভ খোলার আগে শিখদের ইতিহাস জানা উচিত। আমরা শিখেরা তোমাদের মা-বোনদের যখন হানাদারদের হাতে অপহরণ করেছিল, তখন সময় ছিল রাত ১২টা। একটু লজ্জা কর।’