Tag Archives: arshdeep singh

Arshdeep Singh: টি-২০ বিশ্বকাপে অর্শদীপ সিং গড়লেন এমন একাধিক রেকর্ড, যা কোনও ভারতীয় বোলারের নেই

আয়ারল্যান্ড, পাকিস্তানের পর আমেরিকা। টি-২০ বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক করে প্রতিযোগিতার সুপার এইটে জায়গা পাকা করে ফেলেছে ভারতীয় দল।ষ বুধবার আমেরিকাকে ৭ উইকেটে হারিয়ে জয় পেয়েছে মেন ইন ব্লু। (Photo Courtesy- BCCI X)
আয়ারল্যান্ড, পাকিস্তানের পর আমেরিকা। টি-২০ বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক করে প্রতিযোগিতার সুপার এইটে জায়গা পাকা করে ফেলেছে ভারতীয় দল।ষ বুধবার আমেরিকাকে ৭ উইকেটে হারিয়ে জয় পেয়েছে মেন ইন ব্লু। (Photo Courtesy- BCCI X)
ইউএসএ-এর বিরুদ্ধে জয়ের ভারতের হয়ে বড় ভূমিকা নিয়েছে তরুণ বাঁ হাতি পেসার অর্শদীপ সিং. ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন তিনি। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন অর্শদীপ। এটাই তাঁর সেরা বোলিং ফিগার। (Photo Courtesy- AP)
ইউএসএ-এর বিরুদ্ধে জয়ের ভারতের হয়ে বড় ভূমিকা নিয়েছে তরুণ বাঁ হাতি পেসার অর্শদীপ সিং. ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন তিনি। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন অর্শদীপ। এটাই তাঁর সেরা বোলিং ফিগার। (Photo Courtesy- AP)
শুধু ম্যাচের সেরা হওয়াই নয়। একাধিক রেকর্ডও গড়েছেন বাঁ হাতি পেসার। টি-২০ বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে এটাই সেরা বোলিং ফিগার। এর আগে ২০১৪ টি-২০ বিশ্বকাপে অশ্বিন ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন। সেই রেকর্ড ভেঙে নিজের নামে করলেন অর্শদীপ। (Photo Courtesy- AP)
শুধু ম্যাচের সেরা হওয়াই নয়। একাধিক রেকর্ডও গড়েছেন বাঁ হাতি পেসার। টি-২০ বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে এটাই সেরা বোলিং ফিগার। এর আগে ২০১৪ টি-২০ বিশ্বকাপে অশ্বিন ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন। সেই রেকর্ড ভেঙে নিজের নামে করলেন অর্শদীপ। (Photo Courtesy- AP)
এছাড়া ম্যাচের প্রথম বলেই অর্শদীপ সিং আমেরিকার ওপেনার সায়ন জাহাঙ্গিরের উইকেট শিকার করেন। ভারতের প্রথম বোলার হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনও ম্যাচের প্রথম বলেই উইকেট নেওয়ার নজির গড়লেন অর্শদীপ সিং। (Photo Courtesy- AP)
এছাড়া ম্যাচের প্রথম বলেই অর্শদীপ সিং আমেরিকার ওপেনার সায়ন জাহাঙ্গিরের উইকেট শিকার করেন। ভারতের প্রথম বোলার হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনও ম্যাচের প্রথম বলেই উইকেট নেওয়ার নজির গড়লেন অর্শদীপ সিং। (Photo Courtesy- AP)
এছাড়া টি-২০ বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ বোলার হিসেবে কোনও ম্যাচের প্রথম ওভারের প্রথম বলেই উইকেট নিলেন অর্শদীপ সিং। বাংলাদেশের মাশরাফি মোর্তাজা, আফগানিস্তানের শাপুর জ়ারদান এবং নামিবিয়ার রুবেন ট্রাম্পপ্লেম্যানের পর জায়গা করে নিলেন ভারতীয় পেসার। (Photo Courtesy- AP)
এছাড়া টি-২০ বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ বোলার হিসেবে কোনও ম্যাচের প্রথম ওভারের প্রথম বলেই উইকেট নিলেন অর্শদীপ সিং। বাংলাদেশের মাশরাফি মোর্তাজা, আফগানিস্তানের শাপুর জ়ারদান এবং নামিবিয়ার রুবেন ট্রাম্পপ্লেম্যানের পর জায়গা করে নিলেন ভারতীয় পেসার। (Photo Courtesy- AP)
অর্শদীপের বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়। নিজের পারফরম্যান্সে খুশি অর্শদীপও। এই পারফরম্যান্স ধরে রাখা ও টি-২০ বিশ্বকাপ জেতাই এখন প্রধান লক্ষ্য 'সিং ইজ কিং'-এর। (Photo Courtesy- BCCI X)
অর্শদীপের বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়। নিজের পারফরম্যান্সে খুশি অর্শদীপও। এই পারফরম্যান্স ধরে রাখা ও টি-২০ বিশ্বকাপ জেতাই এখন প্রধান লক্ষ্য ‘সিং ইজ কিং’-এর। (Photo Courtesy- BCCI X)

Ind vs Pak: এ কী করলেন কামরান আকমল, গোটা ক্রিকেট দুনিয়ায় ছিঃ ছিঃ, অর্শদীপকে নিয়ে এরকম নক্কারজনক মন্তব্য

কলকাতা: দু’দিন আগে T20 বিশ্বকাপে যখন ভারত দল পাকিস্তানকে হারিয়েছিল, তখন পাক ফ্যানদের মন ভেঙে যায়।  পাকিস্তানি ভক্তদের পাশাপাশি প্রাক্তন ক্রিকেটাররাও ফের নামেন কুকথার লড়াইতে।  পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার কামরান আকমলও দলের হার নিয়ে মেজাজ হারিয়েছেন।  এর পাশাপাশি তিনি ভারতীয় পেসার অর্শদীপ সিংকে নিয়ে জাতি বিদ্বেষমূলক মন্তব্য করেছেন।

আকমল শুধু অর্শদীপকে নিয়ে মজাই করেননি, শিখ ধর্ম নিয়েও আপত্তিকর মন্তব্য করেছেন। আকমলের এই মন্তব্য তিরস্কার করেন হরভজন সিং। এরপর প্রকাশ্যে ক্ষমা চাইতে হয় আকমলকে।

কামরান আকমল ভারত-পাক ম্যাচ চলাকালীন এআরওয়াই নিউজে আরশদীপ সিংকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। ভারত-পাকিস্তান ম্যাচে শেষ ওভার বল করেছিলেন আরশদীপ। এই ওভারে পাকিস্তানকে ১৮ রান করতে হয়েছিল, কিন্তু আরশদীপ সিং তাদের মাত্র ১১ রান করতে দেন। এভাবে ৮ রানে জিতল ভারত।

আরও পড়ুন – Shani Vakri: আর মাত্র ২০ দিন তারপরেই মেগা বদল, শনিবক্রী হওয়ায়এই রাশিগুলির হাতে কাঁড়িকাঁড়ি টাকা, সম্পদ উঠবে ফুল ফেঁপে

ভারত বনাম পাকিস্তান ম্যাচ চলাকালীন আকমলকে এআরওয়াই নিউজে সাক্ষাৎকারে বলতে দেখা যায়, ‘দেখুন, অর্শদীপ সিংকে শেষ ওভার করতে হবে। তাঁর ছন্দ দেখা যায় না। কিন্তু যে কোনও কিছু হতে পারে… রাত ১২টা বাজে।’ একথা বলার পর আকমল হাসতে থাকে। এরপর অনুষ্ঠানের উপস্থাপক বলেছেন যে শেষ ওভারে ১৬-১৭ রান যথেষ্ট হতে পারে। এতে আকমল হেসে বলেন, ‘১২টার পর কোনো শিখকে ওভার দেওয়া উচিত নয়…’ দেখে নিন সেই ভিডিও


হরভজন সিং আকমলের সমালোচনা করেছেন এবং সোশ্যাল মিডিয়াতেও প্রতিক্রিয়া জানিয়েছেন। হরভজনের জবাবের পর কামরানা আকমলও ক্ষমা চেয়েছেন।

X.com-এ হরভজন সিং লিখেছেন, ‘ধিক্কার দাও কামরান আকমল.. তোমার নোংরা জিভ খোলার আগে শিখদের ইতিহাস জানা উচিত। আমরা শিখেরা তোমাদের মা-বোনদের যখন হানাদারদের হাতে অপহরণ করেছিল, তখন সময় ছিল রাত ১২টা। একটু লজ্জা কর।’

বিশ্বকাপে নিজের সাফল্যের রেসিপি সামনে আনলেন আরশদীপ, প্রশংসা করলেন সিনিয়র তারকার

#অ্যাডিলেড: আরশদীপ সিং যে লম্বা রেসের ঘোড়া হতে চলেছেন সেটা বোঝা গিয়েছিল আগেই। তিনি বিশেষ প্রতিভা এটা এখন আর বলার প্রয়োজন নেই। পাকিস্তানের প্রাক্তন তারকা ওয়াসিম আক্রম পর্যন্ত তার প্রশংসা করেছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও আরশদীপ তার প্রতিভার পরিচয় রাখছেন। পেস এবং সুইং যেভাবে নিয়ন্ত্রণ করছেন সেটা চমকপ্রদ।

পাকিস্তান ম্যাচের মতো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও শুরুতেই উইকেট পেয়েছেন। বাবর আজ়ম, কুইন্টন ডি’ককের মতো ব্যাটরকে আউট করেছেন। শুরুতে উইকেট পেলে আত্মবিশ্বাস কতটা বাড়ে? আরশদীপ বলেছেন, শুরুতে উইকেট পেলে অবশ্যই আত্মবিশ্বাস বেড়ে যায়। দলও আস্থা রাখতে পারে আমার উপর।

আরও পড়ুন – ডনের শহরে পৌঁছে এবার বাঘ শিকারের অপেক্ষায় কিং কোহলি! শেয়ার করলেন ছবি

এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে যে সব উইকেটে বল করেছেন, সেগুলোর মধ্যে পার্‌থের উইকেট দ্রুততম। কেমন অভিজ্ঞতা হল পার্‌থে বল করে? উচ্ছ্বাস গোপন করেননি ভারতীয় দলের তরুণ সদস্য। আরশদীপ বলেছেন, বল করার জন্য এই উইকেটটা দুর্দান্ত। যে কোনও জোরে বোলারেরই স্বপ্ন থাকে পার্‌থের ২২ গজে বল করার। এর আগে কখনও এত গতিময় উইকেট বল করিনি। দারুণ অভিজ্ঞতা।

তবে আরশদীপ আলাদা প্রশংসা করেছেন ভুবনেশ্বর কুমারের। সিনিয়র ভারতীয় পেসার অন্য দিক থেকে যেভাবে বল করছেন, বিপক্ষ ব্যাটসম্যানদের ওপর চাপ তৈরি করছেন সেটা অনবদ্য। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে গেলেও রেকর্ড সংখ্যক ডট বল করেছিলেন ভুবি।

এটাই তাকে আরও টেনশন মুক্ত রাখছে বলছেন আরশদীপ। মহম্মদ শামির থেকেও শিখছেন বোলিংয়ের নিয়ন্ত্রণ। প্রশংসায় গা ভাসিয়ে দিতে চান না। নিজেকে প্রতিনিয়ত উন্নত করে তোলাই একমাত্র লক্ষ্য তার।