তবে ভারতের যা নেট রানরেট রয়েছে আর যে ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া তাতে প্রথম দল হিসেবে সেমিতে যাওয়ার প্রথম দাবিদার রোহিতরা। খুব বড় অঘটন না ঘটলে ভারতের সেমির টিকিট কার্যত নিশ্চিত।

ICC T20 World Cup 2024 weather: আমেরিকার বিরুদ্ধে জিতলেই শেষ আটে ভারত, কিন্তু নিউ ইয়র্কে বাধা হতে পারে বৃষ্টি

নিউ ইয়র্ক: দুই ম্যাচ জিতে গ্রুপে সবা উপরে রয়েছে ভারত। আমেরিকাকে হারাতে পারলেই শেষ আট নিশ্চিত হয়ে যাবে ভারতের। আমেরিকা পাকিস্তানকে হারিয়ে শেষ আটে পৌঁছনোর অন্যতম দাবিদার। তবে আমেরিকার বিরুদ্ধে ভারতদের ম্যাচে বাধা হতে পারে বৃষ্টি।

টি২০ বিশ্বকাপ ২০২৪ ক্রীড়া সূচিT20 World Cup Full Schedule

টি২০ বিশ্বকাপ ২০২৪ পয়েন্ট টেবল T20 World Cup 2024 Points Table

আরও পড়ুন: কাতার ম্যাচে রেফারির ‘ডাকাতি’, হাস্যকর গোল নিয়ে সমাজমাধ্যম জুড়ে ট্রোল, কটাক্ষ

পাকিস্তান ম্যাচে বৃষ্টির জেরে একাধিক বার ম্যাচ থামিয়ে দিতে হয়েছিল। ওভার না কমলেও বৃষ্টিতে খেলা দেখতে বার বার বিরক্ত হচ্ছিলেন দর্শকেরা। নিউ ইয়র্কে বুধবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সেই সঙ্গে হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে উত্তরপশ্চিম দিক থেকে ঝোড়ে হাওয়াও বইতে পারে।

—- Polls module would be displayed here —-

তবে বৃষ্টির কারণে কোনও ভাবে ভারত-আমেরিকার ম্যাচ ভেস্তে গেলে দুই দলের মধ্যেই পয়েন্ট ভাগ করে দেওয়া হবে। পয়েন্ট ভাগাভাগি হলে আমেরিকার এবং ভারত দুই দলই শেষ আটে ওঠার জন্য এগিয়ে থাকবে। তবে নিউ ইয়র্কের পিচ ব্যাটারদের জন্য একদমই সুবিধার জন্য নয়, কোনও দলই ওই মাঠে উল্লেখযোগ্য রান করতে পারেনি, এমনকি ১২০ তুলতেই হিমশিম খেতে হচ্ছে দলগুলিকে। এর মধ্যে বৃষ্টির জেরে খেলার ওভার কমে গেলে কী হয় সেটাই দেখার।