Tag Archives: Cricket News

ICC T20 world cup 2024: টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেলেন বিরাট কোহলি, ওপেন করবেন কি?

আহমেদাবাদ: টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে জায়গা পেলেন গত টি২০ বিশ্বকাপের সর্বোচ্চ রান স্কোরার, বিরাট কোহলি। গত বিশ্বকাপে ৬টি ম্যাচ খেলে ২৯৬ রান করে সর্বোচ্চ রান স্কোরার ছিলেন বিরাট, ছিল ৪টে অর্ধ শতরান।

আরও পড়ুন: পতঞ্জলির ১৪টি পণ্যের লাইসেন্স বাতিল, রামদেবের বিরুদ্ধে ফৌজদারি মামলা, বাতিলের তালিকায় কী কী?

আরসিবির হয়ে নিয়মিত ওপেন করছেন বিরাট, দুর্দান্ত ছন্দে রয়েছেন।  ১০টি ম্যাচে ওপেনিং করে ৫০০ রান করে এই মুহূর্তে ওরেঞ্জ ক্যাপের তালিকায় সবার উপরে কোহলি। এর পরেই জল্পনা তৈরি হয়েছে, বিরাটই কি রোহিতের সঙ্গে ওপেন করবেন? বিশেষ করে যখন প্রথম ১৫ জনের দলে জায়গা পাননি শুভমান গিল এবং কেএল রাহুল। দেশের হয়ে এর আগেও আন্তর্জাতিক টি২০-তে ওপেন করেছেন বিরাট কোহলি। ৯টি ইনিংসে একটি শতরান এবং ২টি অর্ধ শতরান-সহ ৪০০ রান করেছেন। একমাত্র আন্তর্জাতিক শতরানও এসেছে ওপেনিং করেই।

আরও পড়ুন: যৌন কেলেঙ্কারি বিতর্কে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার নাতিকে সাসপেন্ড করল দল

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে ওপেনার হিসাবে রোহিত শর্মা ছাড়াও রয়েছেন যশস্বী জয়সওয়াল। তাই ওপেনিং পজিশনে বিরাট কোহলির খেলা নিয়ে সামান্য অনিশ্চয়তা রয়েছেই। চলতি বছরের জানুয়ারি মাসেই দীর্ঘ বিরতির পরে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে ফিরে এসেছেন বিরাট কোহলি। আফগানিস্তানের বিরুদ্ধে দু’টি টি২০ ম্যাচে ২৯ এবং ০ রান করেছেন বিরাট। তার আগে অবশ্য ২০২২ সালের টি২০ বিশ্বকাপে সর্বোচ্চ রান স্কোরার এবং এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বিরাট।

চলতি আইপিএলে অবশ্য শুধু রানই নয়, স্ট্রাইক রেটেও যথেষ্ট নজর দিয়েছেন বিরাট। এখনও পর্যন্ত ১০ ম্যাচে ৫০০ রান করেছেন ১৪৭.৪৯ স্ট্রাইক রেটে। তাই দেশের হয়েও ভক্তেরা কোহলিকে নিয়ে আশা করতেই পারেন।

T20 World Cup 2024 Indian Team: টি২০ বিশ্বকাপে ১০ জনের জায়গা পাকা, ৫ স্লটে চলছে জোর লড়াই, টিম কেমন হতে পারে দেখুন

নয়াদিল্লি: ১ জুন থেকে শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ। এখন চলছে টিম বাছাইয়ের পর্ব। এপ্রিলের শেষ দিকে বৈঠকে বসবেন নির্বাচন কমিটির সদস্যরা। জানা যাচ্ছে, ১০ ক্রিকেটারের জায়গা পাকা। ৫টি স্লটেই নিয়েই আপাতত জোর লড়াই।

চলতি আইপিএলে ক্রিকেটারদের পারফরম্যান্স বিশ্বকাপের টিম বাছাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বলে মনে করা হচ্ছে। যদিও অজিত আগরকরের নেতৃত্বে নির্বাচক কমিটির কাজটা সহজ হবে না। কারণ ৫টি স্লটের দাবিদার অনেক। দ্বিতীয় উইকেট কিপারের জায়গায় ৪ জনের মধ্যে লড়াই হচ্ছে।

আরও পড়ুন: ‘দু’টি আসনই চাই’, কালনায় নেতা-কর্মীদের টার্গেট বেঁধে দিলেন অভিষেক, দিলেন ভোটে জেতার টোটকা

সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, টি২০ বিশ্বকাপের দলে অধিনায়ক রোহিত শর্মা ছাড়া বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ড্য, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত, আরশদীপ সিং, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদবের জায়গা পাকা।

বাকি স্লটে জোর লড়াই চলছে। বিশেষ করে দ্বিতীয় উইকেট কিপারের জন্য। সঞ্জু স্যামসন, কেএল রাহুল, ঈশান কিশান, জিতেশ শর্মা এবং ধ্রুব জুরেলরা একে অন্যকে টক্কর দিচ্ছেন। একাধিক রিপোর্টে বলা হচ্ছে, টি২০ বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে আসতে পারেন বিরাট কোহলি। ব্যাকআপ ওপেনারের জায়গার জন্য শুভমন গিল এবং যশস্বী জয়সওয়ালের মধ্যে জোর লড়াই চলছে।

আরও পড়ুন: ভোট ভারতে, বুথ বাংলাদেশে! গেট খুলল BSF, তারপরই বেনজির দৃশ্য!

চলতি আইপিএলে এখনও পর্যন্ত বিশেষ কিছু করতে পারেননি যশস্বী জয়সওয়াল। ব্যাটে রান নেই। তবে তাঁর অতীত রেকর্ড দুর্দান্ত। অন্য দিকে শুভমন গিল দুর্দান্ত ফর্মে রয়েছেন। ‘গুজরাত টাইটানস’-কে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। ওপেন করতে নেমে রানও করছেন বিস্তর। আপাতত শুভমনের দিকেই পাল্লা ভারি। এখন নির্বাচক কমিটি কার দিকে ঝুঁকবেন, সেটা বোঝা যাবে, এপ্রিলের শেষে।

টিমে স্পিনার হিসেবে কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা অটোমেটিক চয়েস। তৃতীয় স্পিনারের জায়গায় অক্ষর প্যাটেল, যজুবেন্দ্র চাহাল এবং রবি বিষ্ণোইয়ের মধ্যে ত্রিমুখী লড়াই। এঁদের মধ্যে অক্ষরের ব্যাটিংয়ের হাত চমৎকার। ফিল্ডিংয়েও ভাল। তবে বোলিংয়ের দিক থেকে চাহাল সবচেয়ে এগিয়ে। কিন্তু দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেলাটা তাঁর বিপক্ষে যেতে পারে। আইপিএলে বিষ্ণোইয়ের পারফরম্যান্স মন্দ নয়। তবে বিশ্বকাপের টিমে জায়গা পেতে হলে তাঁকে আরও ধারাবাহিক হতে হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Sports News: তুঙ্গে IPL-এর উত্তেজনা, তার মধ্যে মৃত্যু তারকা ক্রিকেটারের! বয়স হয়েছিল মাত্র ৩৩ বছর

কলকাতা: IPL-এর মাঝেই ক্রিকেট দুনিয়ার জন্য দুঃসংবাদ। বিশেষ করে পাপুয়া নিউ গিনির মহিলা ক্রিকেট দল ও বিশ্ব ক্রিকেটের জন্য দুঃসংবাদ। মৃত্যু হল পিএনজি মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ক্য়াপ্টেন কাইয়া আরুয়ার। মৃত্যুকালে কাইয়া আরুয়ার বয়স হয়েছিল মাত্র ৩৩ বছর। অলরাউন্ডার কাইয়া আরুয়ার মৃত্যুর খবরে পূর্ব-এশিয়া প্যাসিফিক ক্রিকেট সম্প্রদায় শোকাহত।

আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪ | IPL 2024 Points Table

২০১০ সালে, তিনি ইস্ট এশিয়া প্যাসিফিক ট্রফিতে প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে খেলেন। এরপর কেয়া পিএনজি-র হয়ে ইস্ট-এশিয়া প্যাসিফিক পাথওয়ে ইভেন্ট এবং প্যাসিফিক গেমস ক্রিকেটে অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল একটি ছবি পোস্ট করে এই খবরটি প্রকাশ করেছে। সঙ্গে ক্যাপশনে লিখেছে, উনি একজন অসাধারণ অধিনায়ক ছিলেন। ৩৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তিনি পিএনজি দলকে নেতৃত্ব দিয়েছেন।

আইপিএল ২০২৪ পার্পল ক্যাপ | IPL 2024 Purple Cap

আইপিএল ২০২৪ অরেঞ্জ ক্যাপ | IPL 2024 Orange Cap

আইপিএল ২০২৪ ফলাফল | IPL 2024 Live Results

আরও পড়ুন: তাইওয়ান-চিনের পর এবার ভারত, হিমাচল-কাশ্মীরে বড় ভূমিকম্প! আরও বড় বিপর্যয় আসছে?

কাইয়া আরুয়াকে ২০১৭ সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের জন্য PNG স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ২০১৮ সালের ICC মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তাঁকে PNG-এর অধিনায়কত্ব করতে দেখা গিয়েছিল। কাইয়া আরুয়ার কাঁধে দলের নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। একই বছর, কাইয়াকে ওমেনস গ্লোবাল ডেভেলপমেন্ট স্কোয়াডেও অন্তর্ভুক্ত করা হয়েছিল।

২০১৯ ইস্ট এশিয়া প্যাসিফিক টি-২০ বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ডে তাঁর নেতৃত্বে পিএনজি চ্যাম্পিয়ন হয়েছিল। তাঁর নেতৃত্বেই ২০১৯ সালে টি-২০ মহিলা বিশ্বকাপ কোয়ালিফায়ার এবং ২০২১ মহিলা ক্রিকেট বিশ্বকাপের কোয়ালিফায়ারেও জায়গা তৈরি করেছিল। তিনি একজন লেফট আর্ম রিস্ট স্পিনার এবং বিধ্বংসী ব্যাটার ছিলেন। তিনি পিএনজি’কে ৩৯ টি-২০ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। এরমধ্যে ২৯ ম্যাচে জয়লাভ করেছিলেন।

Cricket News: মহিলা ক্রিকেটারের জন্মদিন পালন দেখে সকলে অবাক, দেখুন ভিডিও

হাওড়া: মহিলা ক্রিকেটারের জন্মদিন যেভাবে পালন করা হল তা দেখে অবাক সবাই। এই দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। ফলে তা নিয়ে গলি থেকে রাজপথ সর্বত্র চর্চা হয়েই চলে। বর্তমানে ভারতীয় পুরুষ ক্রিকেট দলে পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠছে মহিলা ক্রিকেট দল’ও। তাদের সাফল্য এই জনপ্রিয়তা বৃদ্ধির অন্যতম কারণ।

আরও পড়ুন: রায়গঞ্জে জমজমাট হস্ত তাঁত শিল্প ও রোজগার মেলা

ঝুলন গোস্বামী, মিতালী রাজ, স্মৃতি মান্ধানা’দের মত অসামান্য মহিলা ক্রিকেটারদের হাত ধরে বিশ্বের দরবারে জায়গা করে নিয়েছে ভারত। মহিলা ক্রিকেট ও ক্রিকেটারদের নিয়ে চর্চা শুরু হয়েছে ট্রেন, বাস বা চায়ের আড্ডায়। সেই পথ অনুসরণ করেই উঠে এসেছেন বাংলার মহিলা ক্রিকেটার অনিন্দিতা চ্যাটার্জি। নিজের খেলার পাশাপাশি নিজস্ব ক্রিকেট অ্যাকাডেমি চালাচ্ছেন তিনি। খেলোয়াড় এবং প্রশিক্ষক হিসেবে ক্রিকেটের প্রতি প্রগাঢ় ভালবাসা আছে। একই সঙ্গে শিশুদের প্রতি তাঁর ভাললাগা অন্য মাত্রা পেয়েছে। নিজের জন্মদিনে একরাশ ফুলের মত শিশু’কে নিয়ে আনন্দে মেতে উঠলেন অনিন্দিতা।

ইটভাটা’র শ্রমিক পরিবারের শিশু ও দুঃস্থ মানুষদের মধ্যে কেক কেটে এবং মধ্যাহ্নভোজের আয়োজন করেন তিনি। নিজে হাতে তাদের খাবার পরিবেশন করে জন্মদিন পালন করেন। বর্তমানে জন্মদিন মানে একটু বিশেষভাবে কাটানো। কিন্তু সেই পথে না হেঁটে বাংলার এই মহিলা ক্রিকেটার সম্পূর্ণ অন্যভাবে নিজের জন্মদিন উদযাপন করেছেন। বাগনান-২ ব্লকের দেউলটি সংলগ্ন জাতীয় সড়কের পাশে একটি ইটভাটা পরিবারের শিশু ও দুঃস্থ মানুষদের সঙ্গে নিয়ে জন্মদিন পালন করেন।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই প্রসঙ্গে ক্রিকেটার অনিন্দিতা চ্যাটার্জি জানান, বাগনান বাডিং ক্রিকেট কোচিং সেন্টারে বর্তমানে ৪০ জন ছোট ছোট ছেলে-মেয়েদের ক্রিকেট কোচিং করান। এই বছর সেই তাদের সঙ্গেই নিজের জন্মদিনটা কাটালেন।

রাকেশ মাইতি

নতুন সঙ্গীকে কোলে নিয়ে ছবি দিলেন বিরাট কোহলি, মুহূর্তে ঝড় তুলল নেট দুনিয়ায়

মধ্যপ্রদেশ: ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের মাঝেই পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন বিরাট কোহলি। যেই ছবি আগেই সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সামনে এসেছে। তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর ছুটি নিয়েছেন বিরাট কোহলি। স্ত্রী অনুষ্কা শর্মা ও মেয়ে ভামিকাকে নিয়ে মধ্যপ্রদেশে গিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেখানে গিয়ে মহাকালেশ্বরের মন্দিরে পুজো দিয়েছেন বিরাট কোহলি। এবার মধ্যপ্রদেশে বিরাট কোহলিকে দেখা গেল তাঁর নতুন সঙ্গীর সঙ্গে।

নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিরাট কোহলি। সেখানে দেখা গিয়েছে নতুন সঙ্গীকে কোলে নিয়ে বসে রয়েছেন তিনি। আর তাকে পেয়ে যে খুব খুশি কোহলি তা মুখের হাসিই বলে দিচ্ছিল। ছবিতে দেখা গিয়েছে একটি কুকুর ছানাকে নিয়ে বসে রয়েছেন। কোনও মন্দিরের সিঁড়িতে বসে রয়েছেন কোহলি। সঙ্গে অনুষ্কা বা ভামিকা কেউ নেই। সম্ভবত অনুষ্কাই সেই ছবি তুলে দিয়েছেন। বিরাটের ওই মিষ্টি ছবি নেট দুনিয়ায় ঝড় তুলেছে। এর আগেও একাধিকবার পোষ্যের সঙ্গে ছবি দিয়েছেন বিরাট। সারমেয় কোহলির খুবই প্রিয়।

প্রসঙ্গত, এর আগে সস্ত্রীক নৈনিতালে নিম করলি বাবার আশ্রমে গিয়েছিলে বিরাট কোহলি। তার আগে গিয়েছিলেন বৃন্দাবনে। দয়ানন্দ গিরির আশ্রমে হাজির হয়েছিলেন। এবার অনুষ্কার সঙ্গে বিরাট কোহলিকে দেখা গেল উজ্জয়ন মহাকালেশ্বর মন্দিরে। শিবের মাথায় জল এবং দুধ ঢাললেন, মেঝেতে বসেই ঈশ্বরকে ডাকলেন। কপালেতিলক, পরনে রুদ্রাক্ষের মালা ও ধুতি। সম্পূর্ণ ধার্মিক বেশে পাওয়া যায় কোহলিকে। অনুষ্কা শর্মাকেও দেখা যায সাদামাটা শাড়িতে। বিরাট জানিয়েছেন এই মন্দিরে আসার ইচ্ছে অনেক দিন ধরেই ছিল। অবশেষে আসতে পেরেছেন এবং এটা দারুণ অনুভূতি।