এক বছরের অপেক্ষা শেষে হারারেতে সুখবর, শুভমান গিল করলেন কেরিয়ারের প্রথম শতরান

#হারারে: বছর খানেকের অপেক্ষা, হব -হব করেও হচ্ছিল না, অবশেষে জিম্বাবোয়ের বিরুদ্ধে হারারেতে তিন নম্বর একদিনের ম্যাচে আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম শতরান করে ফেললেন শুভমান গিল (Shubman Gill)৷ এক বছরের অপেক্ষার শেষে কাঙ্খিত শতরান করে ফেললেন শুভমান গিল৷ ৯৭ বলে ১৩০ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি৷  সোমবারের তাঁর ইনিংস সাজানো ১৫ টি চার ও ১ টি ছয় দিয়ে৷ হারারেতে তৃতীয় একদিনের ম্যাচে নিজের লাইফের প্রথম মাইলস্টোন পেরোলেন৷
কেএল রাহুল এদিন ভারতের হয়ে ম্যাচে ওপেন করেন৷ গিলকে এদিন তিন নম্বরে ব্যাট করতে পাঠিয়ে দেওয়া হয়৷ তবে শুভমান গিলকে এদিন আটকানো জিম্বাবোয়ের বোলং অ্যাটাকের কম্ম ছিল না৷ বাইশ বছরের তরুণ তুর্কি ৮২ বলে নিজের শতরান করে ফেলেন৷ ইশান কিষাণের সঙ্গে জুটি বেঁধে শুভমান গিল করেন ১৪০ রানের পার্টনারশিপ৷ ভারত এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়৷ কিষাণ এদিন অর্ধশতরান করেন৷

গিল আন্তর্জাতিক কেরিয়ারে একদিনের ম্যাচে অভিষেক হয়েছিল ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে৷ এদিনের ম্যাচের আগে শুভমান গিল ৮ ম্যাচে ৩৬৯ রান করেছিলেন৷ তাঁর গড় ছিল ৬১.৫০৷ তিনটি অর্ধশতরান ছিল৷ গত মাসে ২ রানের জন্য শতরান মিস করেছিলেন৷ ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে তাঁর করা ৯৮ রানের ইনিংস ছিল সবচেয়ে বড় রানের ইনিংস৷ তবে সেদিন পোর্ট অফ স্পেনে বৃষ্টির কারণে ম্যাচ আগে শেষ হয়েছিল৷
 গিলের আন্তর্জাতিক কেরিয়ারের টেস্টেও ভাল পারফরম্যান্স হয়েছে৷ বক্সিং ডেতে  ২০২০ তে অস্ট্রেলিয়া খেলা শুরুর পর ১১ টি টেস্টে চারটি অর্ধশতরান করেন৷ গিল সর্বোচ্চ ৯১ রান করেছিলেন ভারতের গাব্বায় ঐতিহাসিক ম্যাচ জয়ের ম্যাচে চতুর্থ ইনিংসে৷
ম্যাচে ৫০ ওভারে ৮ ওভারে ২৮৯ রান করেন৷ এদিকে এদিন মিডল অর্ডার ব্যর্থ হয়েছে৷ অধিনায়ক কেএল রাহুল ৪৬ বলে ৩০ রান করেন, শিখর ধাওয়ান ৬৮ বলে ৪০ রান করেন৷