Tag Archives: Subhman Gill

IND vs NZ: ফ্লপ শো পন্থের, পারলেন না সূর্যকুমার, ব্যাট হাতে ঝোড়ো শ্রেয়স আইয়ার

#অকল্যান্ড: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দুম করে ফ্লপ সূর্য কুমার যাদব। টি টোয়েন্টি বিশ্বকাপ এবং তারপরে কিউয়িদের বিরুদ্ধেই দারুণ ফর্মে ছিলেন কিন্তু প্রথম ওডিআইতে মাত্র ৪ রান করে আউট হয়ে যান তিনি। ফ্লপ শো জারি রয়েছে ঋষভ পন্থের। তিনি মাত্র ১৫ রান করেন৷  তবে ব্যাট হাতে ঝকঝকে শিখর ধাওয়ান, শুভমান গিল এবং শ্রেয়স আইয়ার৷

তিন ক্রিকেটারই এদিন অর্ধশতরান করে ফেলেছেন৷ শিখর ধাওয়ান ৭৭ বলে ৭২ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ছিল ১৩ টি চার দিয়ে৷ ৬৫ বলে ৫০ করে আউট হন শুভমান গিল৷ তাঁর ইনিংস সাজানো ৩ টি ছক্কা ও একটি চার দিয়ে৷  এদিকে সঞ্জু স্যামসন ৩৬ রান করে আউট হন৷

 

 

ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zealand)  মধ্যে প্রথম একদিনের ম্যাচ শুক্রবার খেলা হচ্ছে অকল্যান্ডে। ইডেন পার্কে এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। শিখর ধাওয়ানের অধিনায়কত্বে ভারতীয় দল কার্যত তরুণ ব্রিগেডকে নিয়ে মাঠে নেমেছে। ভারতের জার্সিতে এই ম্যাচে অভিষেক ঘটল তরুণ অর্শদীপ সিং এবং উমরান মালিকের।

 

আরও পড়ুন –  Weather Update: শীতের ছোট ইনিংস জারি, কলকাতায় আরও নামবে তাপমাত্রা, শীতের নাচন ভালই

 

তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে চোটের জন্য খেলতে না পারলেও এই ম্যাচে কেন উইলিয়ামসন ফের নিউজিল্যান্ড দলের অধিনায়কত্ব সামলাচ্ছেন। এদিন অবশ্য ম্যাচ শুরুতে ভারতীয় দলকে বিশেষ ধাক্কা দিতে পারেনি নিউজিল্যান্ড।

 

আরও পড়ুন –  Neymar Injury: পায়ের চোট ‘ডিরেক্ট ট্রমা’ জানালেন ব্রাজিলের চিকিৎসক, নেইমারের চোট নিয়ে মুখ খুললেন তিতেও

 

শিখর ধাওয়ান ও শুভমান গিল দুই ওপেনারই স্বচ্ছন্দ্য ছিলেন৷ দুজনেই অর্ধশতরান করে ফেলেন৷

 

এদিকে এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও জয় পেয়েছে টিম ইন্ডিয়া৷ বৃষ্টি বিঘ্নিত একদিনের সিরিজে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দল ১-০ সিরিজ জেতে৷ প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর শেষ ম্যাচও বৃষ্টির কারণে টাই হয়েছিল৷ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ ভারত জিতে থাকায় সিরিজ জিতে যায় টিম ইন্ডিয়া৷

এদিকে একদিনের বিশ্বকাপের লক্ষ্যেই এই সিরিজগুলিকে প্রস্তুতি হিসেবে দেখছে টিম ইন্ডিয়া৷

IND vs NZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে জমাটি শুরু ভারতের, জোড়া অর্ধশতরান শিখর-শুভমানের

#অকল্যান্ড: ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zealand)  মধ্যে প্রথম একদিনের ম্যাচ শুক্রবার খেলা হচ্ছে অকল্যান্ডে। ইডেন পার্কে এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। শিখর ধাওয়ানের অধিনায়কত্বে ভারতীয় দল কার্যত তরুণ ব্রিগেডকে নিয়ে মাঠে নেমেছে। ভারতের জার্সিতে এই ম্যাচে অভিষেক ঘটল তরুণ অর্শদীপ সিং এবং উমরান মালিকের।

তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে চোটের জন্য খেলতে না পারলেও এই ম্যাচে কেন উইলিয়ামসন ফের নিউজিল্যান্ড দলের অধিনায়কত্ব সামলাচ্ছেন। এদিন অবশ্য ম্যাচ শুরুতে ভারতীয় দলকে বিশেষ ধাক্কা দিতে পারেনি নিউজিল্যান্ড।

 

আরও পড়ুন –  Neymar Injury: পায়ের চোট ‘ডিরেক্ট ট্রমা’ জানালেন ব্রাজিলের চিকিৎসক, নেইমারের চোট নিয়ে মুখ খুললেন তিতেও

 

শিখর ধাওয়ান ও শুভমান গিল দুই ওপেনারই স্বচ্ছন্দ্য ছিলেন৷ দুজনেই অর্ধশতরান করে ফেলেন৷

 

এদিকে এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও জয় পেয়েছে টিম ইন্ডিয়া৷ বৃষ্টি বিঘ্নিত একদিনের সিরিজে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দল ১-০ সিরিজ জেতে৷ প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর শেষ ম্যাচও বৃষ্টির কারণে টাই হয়েছিল৷ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ ভারত জিতে থাকায় সিরিজ জিতে যায় টিম ইন্ডিয়া৷

এদিকে একদিনের বিশ্বকাপের লক্ষ্যেই এই সিরিজগুলিকে প্রস্তুতি হিসেবে দেখছে টিম ইন্ডিয়া৷

সচিন না সইফ, কার মেয়ে শুভমানের ‘সারা’ জীবনের সঙ্গী? ভাইরাল ভিডিওতে নতুন গুঞ্জন

#মুম্বই: ক্রিকেট ও বিনোদনের মেলবন্ধন বহু পুরনো। এবার সেই পথেই কি আরও এক জুটির প্রকাশ্যে আসার অপেক্ষা? সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে এখন এটাই প্রশ্ন আপামর ক্রিকেট ও বলিউডপ্রেমীদের। শুভমান গিল ও সারা আলি খান।

সম্প্রতি সারা আলি খান ও শুভমানের একটি ডিনারের ডেটের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। সারা ও শুভমান, দুজনের কাজের ক্ষেত্র আলাদা। তা হলে কীসের জন্য তাঁরা একে অপরের সঙ্গে ডিনার ডেটে গেলেন তাঁরা? এই নিয়েই যত জল্পনা। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ সম্মান পেয়েছিলেন শুভমান। আপাতত তিনি কাউন্টি ক্রিকেটে মন দিয়েছেন। তবে এরই মাঝে শুভমানকে দেখা গেল সইফের মেয়ে সারার সঙ্গে।

আরও পড়ুন: ‘তোমাকে যদি আদালতে ল্যাজে গোবরে না করি আমার নাম অভিষেক না’

আরও পড়ুন: আপ-বিজেপি তরজার মাঝেই এবার মণীশ সিসোদিয়ার ব্যাঙ্কের লকার খুলে তোলপাড়-তল্লাশি চালাচ্ছে সিবিআই!

এতদিন শোনা যেত, সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরের সঙ্গে সম্পর্ক রয়েছে শুমমানের। তবে এ সারা তো অন্য সারা! ভিডিও দেখে এমনই মন্তব্য নেটিজেনের। তবে কি নতুন করে নতুন সারার প্রেমে পড়লেন শুভমান গিল? নাকি উল্টোটা? কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্ক ভাঙার পর এখন ঠাকুমা শর্মিলা ঠাকুরের পথে পা বাড়ালেন সারা?

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বিলাসী রেস্তোরাঁয় কোণের টেবিলে দু’জন ডিনার ডেটে গিয়েছেন। কথা বলছেন ওয়েটারের সঙ্গে। সেই দৃশ্য দেখতে পেয়েই ভক্তদের মনে প্রশ্ন জেগেছে নতুন সম্পর্কের রসায়ন নিয়ে। তবে সচিন না সইফ, কার মেয়ে শুভমানের ‘সারা’ জীবনের সঙ্গী হয় সেটা সময়ই বলবে।

এক বছরের অপেক্ষা শেষে হারারেতে সুখবর, শুভমান গিল করলেন কেরিয়ারের প্রথম শতরান

#হারারে: বছর খানেকের অপেক্ষা, হব -হব করেও হচ্ছিল না, অবশেষে জিম্বাবোয়ের বিরুদ্ধে হারারেতে তিন নম্বর একদিনের ম্যাচে আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম শতরান করে ফেললেন শুভমান গিল (Shubman Gill)৷ এক বছরের অপেক্ষার শেষে কাঙ্খিত শতরান করে ফেললেন শুভমান গিল৷ ৯৭ বলে ১৩০ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি৷  সোমবারের তাঁর ইনিংস সাজানো ১৫ টি চার ও ১ টি ছয় দিয়ে৷ হারারেতে তৃতীয় একদিনের ম্যাচে নিজের লাইফের প্রথম মাইলস্টোন পেরোলেন৷
কেএল রাহুল এদিন ভারতের হয়ে ম্যাচে ওপেন করেন৷ গিলকে এদিন তিন নম্বরে ব্যাট করতে পাঠিয়ে দেওয়া হয়৷ তবে শুভমান গিলকে এদিন আটকানো জিম্বাবোয়ের বোলং অ্যাটাকের কম্ম ছিল না৷ বাইশ বছরের তরুণ তুর্কি ৮২ বলে নিজের শতরান করে ফেলেন৷ ইশান কিষাণের সঙ্গে জুটি বেঁধে শুভমান গিল করেন ১৪০ রানের পার্টনারশিপ৷ ভারত এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়৷ কিষাণ এদিন অর্ধশতরান করেন৷

গিল আন্তর্জাতিক কেরিয়ারে একদিনের ম্যাচে অভিষেক হয়েছিল ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে৷ এদিনের ম্যাচের আগে শুভমান গিল ৮ ম্যাচে ৩৬৯ রান করেছিলেন৷ তাঁর গড় ছিল ৬১.৫০৷ তিনটি অর্ধশতরান ছিল৷ গত মাসে ২ রানের জন্য শতরান মিস করেছিলেন৷ ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে তাঁর করা ৯৮ রানের ইনিংস ছিল সবচেয়ে বড় রানের ইনিংস৷ তবে সেদিন পোর্ট অফ স্পেনে বৃষ্টির কারণে ম্যাচ আগে শেষ হয়েছিল৷
 গিলের আন্তর্জাতিক কেরিয়ারের টেস্টেও ভাল পারফরম্যান্স হয়েছে৷ বক্সিং ডেতে  ২০২০ তে অস্ট্রেলিয়া খেলা শুরুর পর ১১ টি টেস্টে চারটি অর্ধশতরান করেন৷ গিল সর্বোচ্চ ৯১ রান করেছিলেন ভারতের গাব্বায় ঐতিহাসিক ম্যাচ জয়ের ম্যাচে চতুর্থ ইনিংসে৷
ম্যাচে ৫০ ওভারে ৮ ওভারে ২৮৯ রান করেন৷ এদিকে এদিন মিডল অর্ডার ব্যর্থ হয়েছে৷ অধিনায়ক কেএল রাহুল ৪৬ বলে ৩০ রান করেন, শিখর ধাওয়ান ৬৮ বলে ৪০ রান করেন৷

WTC Final: Ind vs NZ: রোহিত শর্মা ফিরতে না ফিরতেই আউট শুভমান গিলও!

#সাউদাম্পটন:  রোহিত শর্মা আউট হতেই প্যাভিলিয়নে ফিরলেন অন্য ওপেনার শুভমান গিলও৷ সিনিয়র রোহিত আউট হওয়ার পর দলের রান এক মাত্র বাড়তেই তিনি ওয়াগনারের বলে স্লিপে থাকা ওয়েটিং হাতে ধরা দেয়৷ গিলের রান ৬৪ বলে ২৮ রান৷

 মেঘাচ্ছন্ন আকাশ , আর্দ্র আবহাওয়া টসে জিতে যান কেন উইলিয়ামসন (Kane Williamson)৷ মহা গুরুত্বপূর্ণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন৷ ফলে টসে (Toss) হেরে ব্যাট করতে নামবেন বিরাট এন্ড কোং (Virat Kohli)৷ আবহাওয়ার পরিস্থিতি থেকে ফায়দা তুলতেই ভারতীয় দলকে ব্যাটিং করতে ডাকলেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন৷

এদিন অবশ্য শুরুটা মন্দ করেননি দুই ভারতীয় ওপেনার৷ কিউয়ি জোরে বোলারদের দক্ষ বোলিংকে জবাব দিয়ে রোহিত শর্মা ও শুভমান গিল৫০ রানের পার্টনারশিপ করেন৷ তবে এরপরেই রোহিত প্যাভিলিয়নে ফেরেন ৷ ৬৮ বলে ৩৪ রান করেন তিনি৷ তাঁর ইনিংস সাজানো ছিল ৬ টি চার দিয়ে৷

সকাল থেকে সাউদাম্পটনের আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়তে খানিকটা মেঘে ঢেকেছে সূর্য তবে সুখবর এখনও অবধি বৃষ্টির লেশমাত্র নেই৷ এদিকে সকাল থেকে আবহাওয়া পরিষ্কার থাকায় পিচের ওপর থেকেও কভার সরে গিয়েছে৷ এখনও সামাণ্য ঘাস রয়েছে পিচের ওপর ,তবে সুনীল গাভাসকরের মতে আগের থেকে ঘাস অনেকটাই কম৷ যদি এই পিচ থাকে আর সূর্য ওঠে ঠিকঠাক তাহলে ম্যাচের ৩ ও ৪ নম্বর দিনে স্পিনাররা বড় ভূমিকা নিতে পারবেন৷

আবহাওয়া দফতরের ঘোষণায় এল খানিকটা সুখবর৷ Southampton ফাইনাল খেলা নিয়ে সকলে প্রতীক্ষায়৷ প্রথম দিনে এক বল তো খেলাই হয়নি এমনকি টসও হয়নি৷ কিন্তু দ্বিতীয় দিনে খানিকটা আশার বাণী শোনাল আবহাওয়া দফতর কিন্তু অ্যাকুওয়েদারের পূর্বভাস অনুযায়ি দ্বিতীয় দিনেও ৭০ শতাংশ বৃষ্টির সম্ভবনা রয়েছে৷

স্থানীয় সময় তিনটের সময় বৃষ্টির সম্ভবনা যথেষ্ট জোরালো, পাশাপাশি সন্ধ্যে থেকে রাত পর্যায়ক্রমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷

সকালের দিকে প্রথম সেশনটি বৃষ্টিহীণ রয়েছে৷ আর শনিবার সকাল থেকে বৃষ্টিহীণ ও সূর্য উঠেছে যা দেখে খানিকটা আশায় বুক বেঁধেছে৷

এদিকে এর আগে এক বল তো দূরের কথা, টসও হল ঐতিহাসিক টেস্ট চ্যাম্পিয়নশিপের৷ ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠ পরিদর্শনে নামার কথা ছিল আম্পায়রদের কিন্তু তার আগেই ফের ঝিরঝিরে বৃষ্টিতে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হল৷

WTC Final: Ind vs NZ অর্ধশতরানের পার্টনারশিপ পেরোতেই আউট Rohit Sharma

#সাউদাম্পটন:   মেঘাচ্ছন্ন আকাশ , আর্দ্র আবহাওয়া টসে জিতে যান কেন উইলিয়ামসন (Kane Williamson)৷ মহা গুরুত্বপূর্ণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন৷ ফলে টসে (Toss) হেরে ব্যাট করতে নামবেন বিরাট এন্ড কোং (Virat Kohli)৷ আবহাওয়ার পরিস্থিতি থেকে ফায়দা তুলতেই ভারতীয় দলকে ব্যাটিং করতে ডাকলেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন৷

এদিন অবশ্য শুরুটা মন্দ করেননি দুই ভারতীয় ওপেনার৷ কিউয়ি জোরে বোলারদের দক্ষ বোলিংকে জবাব দিয়ে রোহিত শর্মা ও শুভমান গিল৫০ রানের পার্টনারশিপ করেন৷ তবে এরপরেই রোহিত প্যাভিলিয়নে ফেরেন ৷ ৬৮ বলে ৩৪ রান করেন তিনি৷ তাঁর ইনিংস সাজানো ছিল ৬ টি চার দিয়ে৷

সকাল থেকে সাউদাম্পটনের আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়তে খানিকটা মেঘে ঢেকেছে সূর্য তবে সুখবর এখনও অবধি বৃষ্টির লেশমাত্র নেই৷ এদিকে সকাল থেকে আবহাওয়া পরিষ্কার থাকায় পিচের ওপর থেকেও কভার সরে গিয়েছে৷ এখনও সামাণ্য ঘাস রয়েছে পিচের ওপর ,তবে সুনীল গাভাসকরের মতে আগের থেকে ঘাস অনেকটাই কম৷ যদি এই পিচ থাকে আর সূর্য ওঠে ঠিকঠাক তাহলে ম্যাচের ৩ ও ৪ নম্বর দিনে স্পিনাররা বড় ভূমিকা নিতে পারবেন৷

আবহাওয়া দফতরের ঘোষণায় এল খানিকটা সুখবর৷ Southampton ফাইনাল খেলা নিয়ে সকলে প্রতীক্ষায়৷ প্রথম দিনে এক বল তো খেলাই হয়নি এমনকি টসও হয়নি৷ কিন্তু দ্বিতীয় দিনে খানিকটা আশার বাণী শোনাল আবহাওয়া দফতর কিন্তু অ্যাকুওয়েদারের পূর্বভাস অনুযায়ি দ্বিতীয় দিনেও ৭০ শতাংশ বৃষ্টির সম্ভবনা রয়েছে৷

স্থানীয় সময় তিনটের সময় বৃষ্টির সম্ভবনা যথেষ্ট জোরালো, পাশাপাশি সন্ধ্যে থেকে রাত পর্যায়ক্রমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷

সকালের দিকে প্রথম সেশনটি বৃষ্টিহীণ রয়েছে৷ আর শনিবার সকাল থেকে বৃষ্টিহীণ ও সূর্য উঠেছে যা দেখে খানিকটা আশায় বুক বেঁধেছে৷

এদিকে এর আগে এক বল তো দূরের কথা, টসও হল ঐতিহাসিক টেস্ট চ্যাম্পিয়নশিপের৷ ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠ পরিদর্শনে নামার কথা ছিল আম্পায়রদের কিন্তু তার আগেই ফের ঝিরঝিরে বৃষ্টিতে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হল৷

Ind vs Eng: শুরুতেই আর্চারের ধাক্কা, প্যাভিলিয়নে ফিরলেন রোহিত-গিল

Lunch Break 
ইংল্যান্ড – ৫৭৮, ভারত- ৫৯/২

#চেন্নাই: রানের পাহাড়ে ইংল্যান্ড। দ্বিতীয় দিনে ৫৫৫ রানের পর তৃতীয় দিনে ৫৭৮ রানে অল আউট হয়ে যায় জো রুটের দল৷ কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে৷ এদিকে রান তাড়া করতে নেমে রবিবাসরীয় চিপকে শুরুটা খুব একটা ভালো হল না ভারতীয় দলের ৷ শুরুতেই রোহিত শর্মা প্যাভিলিয়নে ফিরে যান৷ মাত্র ৬ রানে জোফ্রা আর্চারের বলে বাটলারের হাতে ধরা দেন তিনি৷ এরপর শুভমান গিল ও চেতেশ্বর পূজারা খেলছিলেন৷ গিলের খেলা এদিনও খুবই স্বচ্ছন্দ ছিল৷ কিন্তু তিনিও বেশিক্ষণ স্থায়ী হননি৷ ২৮ বলে ২৯ রান করে আউট হন তিনি৷ তাঁর উইকেটটিও নেন আর্চারই৷

মধ্যাহ্নভোজের বিরতিতে দলের স্কোর ২ উইকেটে ৫৯৷ ক্রিজে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা৷ পূজারার স্কোর ২০, কোহলির স্কোর ৪ ৷

প্রথম দিন যেখানে শেষ করেছিল ইংরেজরা, দ্বিতীয় দিনের শেষে তার থেকেও ভাল জায়গায় থ্রি লায়ন্স। সকালে রুট এবং বেন স্টোকস দুর্দান্ত শুরু করলেন। একদিনের ক্রিকেটের মেজাজে ৮২ করে গেলেন বেন। চা বিরতির ঠিক আগে দ্বিশত রান পূর্ণ করলেন রুট। ভারতের মাঠে সামনে থেকে ব্যাট হাতে নেতৃত্ব দিলেন ইংল্যান্ড অধিনায়ক। অশ্বিনকে মাথার ওপর দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়ে অনন্য নজির তৈরি করলেন তিনি। দেড়শো পেরিয়ে যাওয়ার পরেই তৈরি হয়েছিল নতুন রেকর্ড। অধিনায়ক হিসেবে ডোনাল্ড ব্র্যাডম্যানের পর রুটই দ্বিতীয় অধিনায়ক যিনি পরপর তিনটি টেস্টে দেড়শোর ওপর রান করলেন।

কিন্তু বিশ্ব ক্রিকেটের এই মুহূর্তে অন্যতম সেরা ব্যাটসম্যান আগের দিন পরিষ্কার করে দিয়েছিলেন ব্যক্তিগত শতরান নয়, দলের বড় রান করে তোলাই লক্ষ্য। শ্রীলঙ্কার মাটিতে দ্বিশতরান করার পর ভারতের প্রথম টেস্টে প্রথম ইনিংসেই দ্বিশতরান করে ফেললেন। আরও মজার ব্যাপার শেষ চারটি টেস্ট শতরানের মধ্যে তিনটি দ্বিশতরান। ভারতীয় পেসার বা স্পিনার কেউ তাঁর বিরুদ্ধে দাগ কাটতে পারলেন না। ডিফেন্স প্রায় দুর্ভেদ্য। শট বাছার ক্ষেত্রে নির্ভুল। ফুটওয়ার্ক নিখুঁত। শেষ পর্যন্ত ২১৮ রান করে নাদিমের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। প্রায় ৬০০ রান তোলা লক্ষ্য ইংল্যান্ডের। সেরকম হলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে চায় না ইংরেজরা।

এর সঙ্গে যোগ করতে হবে ভারতের টানা ভুল ডিআরএস রিভিউ নেওয়া। প্রচুর নো বল করলেন ভারতীয় বোলাররা। ভারতীয় দলের কোনও প্ল্যান বি চোখে পড়ল না। লেগ সাইড ট্র্যাপ কাজ হচ্ছে না দেখে শর্ট বলের ব্যবহার সেভাবে করতে দেখা গেল না ইশান্ত এবং বুমরাহকে। ব্যক্তিগত ৩০ রান করে ইশান্ত শর্মার বলে বোল্ড হয়ে ফিরলেন বাটলার। পরের বলেই আর্চারকে বোল্ড করে দিলেন ইশান্ত। আর একটি উইকেট পেলে টেস্ট ক্রিকেটে তিনশো উইকেটের মালিক হবেন ইশান্ত।

ভাগ্য খারাপ ওয়াশিংটন সুন্দরের। তাঁর বলে বাটলার আউট ছিলেন, আম্পায়ার দেননি। ততক্ষণে রিভিউ শেষ হয়ে গিয়েছিল ভারতের। ওয়াশিংটনের বলেই সহজ ক্যাচ মিস করেন রোহিত শর্মা। দিনের শেষে উইকেটে রয়েছেন বেস। তাঁর সংগ্রহ আঠাশ। লিচ অপরাজিত ছয় রানে। রবিবার সকালে আরও পঞ্চাশ রান করে ৬০০ তোলা টার্গেট ইংল্যান্ডের। ভারতের ওপর প্রবল চাপ তাতে কোনও সন্দেহ নেই।

 

Ind vs Aus: ব্রিসবেনে ইতিহাস, ‘দাদা’-দের ছাড়া অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতল ভারত

#ব্রিসবেন: কামাল ভারতের , ধামাল পারফরম্যান্স৷ ব্রিসবেনের মাটিতে ইতিহাস তৈরি করল ভারত৷ ‘দাদা’-দের ছাড়াই অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট সিরিজ জিতল টিম ইন্ডিয়া৷ সৌজন্যে শুভমান গিল, ঋষভ পন্থরা৷ ব্রিসবেনে টেস্ট জিতে সিরিজ জিতে নিল ২-১ ৷

ড্র-য়ের জন্য নয় একেবারে সরাসরি অজি আগ্রাসনের উত্তর দিল ভারতীয় টিম ব্যাট দিয়ে৷ প্রথমে শুভমানের পারফরম্যান্স, সর্বক্ষণ পূজারার স্থিতধী ইনিংস  এবং শেষবেলায় পন্থের ঝাঁঝ সব মিলিয়ে টোটাল কম্বো৷

নতুন বলে পূজারার উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়া ম্যাচ জেতার স্বপ্ন যখন দেখতে শুরু করেছিল তখন ফের চলল ঋষভ পন্থের ব্যাট৷ কোনও কিছুতেই বাগ মানানো যায় না তাঁকে৷ সেটাই প্রমাণ করলেন ‘স্পাইডারম্যান’ পন্থ৷ ফের এল অর্ধশতরান৷

এদিনের পন্থের ৫০ রান এল ১০০ বলে৷ তিনি মেরেছেন ৪ টি চার ও ১ টি ছয়৷

কোনও ভাবেই ম্যাচ হারব না এই দায়িত্ব নিয়ে মাঠে নেমেছিলেন চেতেশ্বর পূজারা, তাই যে কোনও মূল্যেই উইকেট না হারানোর পণ নিয়ে পঞ্চম দিনে ব্যাট করছিলেন পূজারা৷ করলেন অর্ধশতরান৷ সেটা তাঁর কেরিয়ারের স্লোয়েস্ট হাফ সেঞ্চুরি৷এদিন ১৯৬ বলে ৫০ করেন তিনি৷ তিনি ৭ টি চার মারেন৷

এদিকে এদিন পূজারা হেজেলউডের বলে হাতে খুব জোর চোটও পান৷

পূজারা কামিন্সের বলে এলবিডাব্লু আউট হন৷

এদিকে একটুর জন্য শতরান মাঠে ফেলে আসতে হল শুভমান গিলকে৷ ৯১ রানে তিনি যখন মাঠ ছাড়ছেন সকলেই কুর্নিশ করছেন তরুণ এই ক্রিকেটারের পারফরম্যান্সকে ৷ ম্যাচের পঞ্চম দিনে ১৪৬ বলে ৯১ রানের দুরন্ত ইনিংস খেললেন তিনি৷ তাঁর ইনিংস সাজানো ৮ টি চার ও ২ টি ছয়৷

তবে তিনি নিজে শতরান করতে না পারলেও পূজারার সঙ্গে জুটিতে শতরান করেন গিল৷

ন্যাথান লিঁও-র বলে স্মিথের হাতে ক্যাচ জমা দেন শুভমান গিল৷

একের পর এক বল সবেগে ধেয়ে আসছে পঞ্চম দিনে ব্রিসবেনের পিচে৷ মাথার ওপর ৩২৮৷ এই অবস্থায় পঞ্চম দিনে মাত্র ৮ রানে প্যাভিলিয়নে ফিরে গেলেন  রোহিত শর্মা৷ তবে শুরু থেকে পোস্ট লাঞ্চ সেশন শুরু হওয়া অবধি ক্রিজ সামলাচ্ছেন তরুণ শুভমান গিল ও অভিজ্ঞ চেতেশ্বর পূজারা৷ একদিকে সাবলীল খেলে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার কাজে যখন ব্যস্ত শুভমান তখন উইকেটের অন্যদিকে ফেভিকুইকের মতো আটকে থাকা পূজারা৷

তাঁর ধৈর্য্যের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বোদ্ধারা৷ এদিন পূজারা নিজের ইনিংসের ১০৩ তম বলে প্রথম চার মারেন৷ এর থেকেই প্রমাণিত হয় ঠিক কী ধরণের ধৈর্য্যশীল ছিল তাঁর ইনিংস৷ অন্যদিকে শুভমান ফের একটা অর্ধশতরান করে নিয়েছেন ইতিমধ্যেই৷

শুভমান ৯০ বলে ৫০ রান করেন৷ তাঁর অর্ধশতরানের ইনিংসে ছিল ৫ টি চার ছিল৷

 

এদিকে এর আগে চতুর্থদিনে ভারতকে প্রথম সাফল্য দিলেন শার্দুল ঠাকুর। হ্যারিসকে ফিরিয়ে দিলেন নিখুঁত আউটসুইং ডেলিভারিতে। আটত্রিশ করেন হ্যারিস। অন্য প্রান্তে ছন্দে থাকা ডেভিড ওয়ার্নার ফিরে গেলেন ওয়াশিংটন সুন্দরের বলে। তাঁর সংগ্রহ আটচল্লিশ। এরপর সিরাজ ফিরিয়ে দিলেন লাবুশানেকে। পঁচিশ করে রোহিত শর্মার হাতে ক্যাচ দিলেন তিনি। ব্যাট হাতে আবার ভয়ঙ্কর হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছিলেন স্টিভ স্মিথ। অফ স্টাম্পের লাইনে হঠাৎ করে লাফিয়ে ওঠা একটা বলে খোঁচা দিয়ে স্লিপে রাহানের হাতে ধরা পড়লেন তিনি। তিনি করলেন পঞ্চান্ন। তবে প্রশংসা করতে হবে সিরাজের। বুদ্ধি করে গুড লেন্থ স্পটে বলটা রেখেছিলেন। সিরাজের বলেই উইকেট রক্ষক পন্থকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ওয়েড। তিনি খাতা খুলতে পারেননি। ক্যামেরন গ্রিন এবং অধিনায়ক টিম পেন খেলাটা ধরে ফেলেছিলেন। কিন্তু দু’জনকেই ফিরিয়ে দিলেন শার্দুল ঠাকুর।

স্টার্ক এবং হ্যাজেল উডকে তুলে নিলেন সিরাজ। লিয়নকে ফিরিয়ে দিলেন শার্দুল। তবে প্যাট কামিন্স লোয়ার অর্ডার দারুণ গুরুত্বপূর্ণ অবদান রেখে গেলেন আঠাশ রান করে। একদিন আগে ব্যাট হাতে লড়াকু ৬৭ করার পর এদিন বল হাতেও নিজেকে প্রমাণ করলেন ঠাকুর। প্রথম ইনিংসেও তিনটি উইকেট তুলে নিয়েছিলেন তিনি। সিরাজের সঙ্গে জুটি বেঁধে নতুন বল বুদ্ধি করে কাজে লাগালেন। শর্ট বল ব্যবহার করলেন দেখার মত। অন্যদিকে মহম্মদ সিরাজ গাব্বায় পাঁচ উইকেট তুলে নিয়ে প্রমাণ করলেন তিনি লম্বা রেসের ঘোড়া। অস্ট্রেলিয়ায় থাকার সময় বাবাকে হারিয়েছেন। জাতীয় সংগীতের সময় বাবার কথা মনে পড়ে চোখের জল সামলাতে পারেননি। দর্শকদের বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন।

কিছুতেই ফোকাস হারিয়ে ফেলেননি। সিরাজ প্রথম টেস্ট সিরিজেই ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি অন্য ধাতুতে গড়া। পাশাপাশি মুম্বইয়ের শার্দুল ঠাকুরের অল রাউন্ড ক্রিকেট, ভারত ব্রিসবেনে জিতুক, হারুক বা ড্র করুক, এই দুজনের লড়াই মনে রাখার মত। আর অবশ্যই অভিষেক হওয়া ওয়াশিংটন সুন্দর আলাদা নজর কেড়েছেন। একের পর এক সিনিয়র ক্রিকেটার ছিটকে যাওয়ার পর এই তরুণ ক্রিকেটাররা একবারও বুঝতে দেননি প্রথম টেস্ট সিরিজ খেলছেন তাঁরা।এদিকে ভারত ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে চার রান ওঠার পর বৃষ্টি নামল। প্রায় আধঘন্টা খেলা বন্ধ থাকার পর আম্পায়াররা সিদ্ধান্ত নিলেন এ দিনের মত আর ম্যাচ হবে না।

Ind vs Aus: ধীরতম পূজারা করলেন ২৮ তম হাফ সেঞ্চুরি, পন্থের সঙ্গে জুটিতে উঠল অর্ধশতরান

#ব্রিসবেন: কোনও ভাবেই ম্যাচ হারব না এই দায়িত্ব নিয়ে মাঠে নেমেছিলেন চেতেশ্বর পূজারা, তাই যে কোনও মূল্যেই উইকেট না হারানোর পণ নিয়ে পঞ্চম দিনে ব্যাট করছিলেন পূজারা৷ করলেন অর্ধশতরান৷ সেটা তাঁর কেরিয়ারের স্লোয়েস্ট হাফ সেঞ্চুরি৷এদিন ১৯৬ বলে ৫০ করেন তিনি৷ তিনি ৭ টি চার মারেন৷

এদিকে এদিন পূজারা হেজেলউডের বলে হাতে খুব জোর চোটও পান৷

এদিকে একটুর জন্য শতরান মাঠে ফেলে আসতে হল শুভমান গিলকে৷ ৯১ রানে তিনি যখন মাঠ ছাড়ছেন সকলেই কুর্নিশ করছেন তরুণ এই ক্রিকেটারের পারফরম্যান্সকে ৷ ম্যাচের পঞ্চম দিনে ১৪৬ বলে ৯১ রানের দুরন্ত ইনিংস খেললেন তিনি৷ তাঁর ইনিংস সাজানো ৮ টি চার ও ২ টি ছয়৷

তবে তিনি নিজে শতরান করতে না পারলেও পূজারার সঙ্গে জুটিতে শতরান করেন গিল৷

ন্যাথান লিঁও-র বলে স্মিথের হাতে ক্যাচ জমা দেন শুভমান গিল৷

একের পর এক বল সবেগে ধেয়ে আসছে পঞ্চম দিনে ব্রিসবেনের পিচে৷ মাথার ওপর ৩২৮৷ এই অবস্থায় পঞ্চম দিনে মাত্র ৮ রানে প্যাভিলিয়নে ফিরে গেলেন  রোহিত শর্মা৷ তবে শুরু থেকে পোস্ট লাঞ্চ সেশন শুরু হওয়া অবধি ক্রিজ সামলাচ্ছেন তরুণ শুভমান গিল ও অভিজ্ঞ চেতেশ্বর পূজারা৷ একদিকে সাবলীল খেলে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার কাজে যখন ব্যস্ত শুভমান তখন উইকেটের অন্যদিকে ফেভিকুইকের মতো আটকে থাকা পূজারা৷

তাঁর ধৈর্য্যের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বোদ্ধারা৷ এদিন পূজারা নিজের ইনিংসের ১০৩ তম বলে প্রথম চার মারেন৷ এর থেকেই প্রমাণিত হয় ঠিক কী ধরণের ধৈর্য্যশীল ছিল তাঁর ইনিংস৷ অন্যদিকে শুভমান ফের একটা অর্ধশতরান করে নিয়েছেন ইতিমধ্যেই৷

শুভমান ৯০ বলে ৫০ রান করেন৷ তাঁর অর্ধশতরানের ইনিংসে ছিল ৫ টি চার ছিল৷

 

এদিকে এর আগে চতুর্থদিনে ভারতকে প্রথম সাফল্য দিলেন শার্দুল ঠাকুর। হ্যারিসকে ফিরিয়ে দিলেন নিখুঁত আউটসুইং ডেলিভারিতে। আটত্রিশ করেন হ্যারিস। অন্য প্রান্তে ছন্দে থাকা ডেভিড ওয়ার্নার ফিরে গেলেন ওয়াশিংটন সুন্দরের বলে। তাঁর সংগ্রহ আটচল্লিশ। এরপর সিরাজ ফিরিয়ে দিলেন লাবুশানেকে। পঁচিশ করে রোহিত শর্মার হাতে ক্যাচ দিলেন তিনি। ব্যাট হাতে আবার ভয়ঙ্কর হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছিলেন স্টিভ স্মিথ। অফ স্টাম্পের লাইনে হঠাৎ করে লাফিয়ে ওঠা একটা বলে খোঁচা দিয়ে স্লিপে রাহানের হাতে ধরা পড়লেন তিনি। তিনি করলেন পঞ্চান্ন। তবে প্রশংসা করতে হবে সিরাজের। বুদ্ধি করে গুড লেন্থ স্পটে বলটা রেখেছিলেন। সিরাজের বলেই উইকেট রক্ষক পন্থকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ওয়েড। তিনি খাতা খুলতে পারেননি। ক্যামেরন গ্রিন এবং অধিনায়ক টিম পেন খেলাটা ধরে ফেলেছিলেন। কিন্তু দু’জনকেই ফিরিয়ে দিলেন শার্দুল ঠাকুর।

স্টার্ক এবং হ্যাজেল উডকে তুলে নিলেন সিরাজ। লিয়নকে ফিরিয়ে দিলেন শার্দুল। তবে প্যাট কামিন্স লোয়ার অর্ডার দারুণ গুরুত্বপূর্ণ অবদান রেখে গেলেন আঠাশ রান করে। একদিন আগে ব্যাট হাতে লড়াকু ৬৭ করার পর এদিন বল হাতেও নিজেকে প্রমাণ করলেন ঠাকুর। প্রথম ইনিংসেও তিনটি উইকেট তুলে নিয়েছিলেন তিনি। সিরাজের সঙ্গে জুটি বেঁধে নতুন বল বুদ্ধি করে কাজে লাগালেন। শর্ট বল ব্যবহার করলেন দেখার মত। অন্যদিকে মহম্মদ সিরাজ গাব্বায় পাঁচ উইকেট তুলে নিয়ে প্রমাণ করলেন তিনি লম্বা রেসের ঘোড়া। অস্ট্রেলিয়ায় থাকার সময় বাবাকে হারিয়েছেন। জাতীয় সংগীতের সময় বাবার কথা মনে পড়ে চোখের জল সামলাতে পারেননি। দর্শকদের বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন।

কিছুতেই ফোকাস হারিয়ে ফেলেননি। সিরাজ প্রথম টেস্ট সিরিজেই ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি অন্য ধাতুতে গড়া। পাশাপাশি মুম্বইয়ের শার্দুল ঠাকুরের অল রাউন্ড ক্রিকেট, ভারত ব্রিসবেনে জিতুক, হারুক বা ড্র করুক, এই দুজনের লড়াই মনে রাখার মত। আর অবশ্যই অভিষেক হওয়া ওয়াশিংটন সুন্দর আলাদা নজর কেড়েছেন। একের পর এক সিনিয়র ক্রিকেটার ছিটকে যাওয়ার পর এই তরুণ ক্রিকেটাররা একবারও বুঝতে দেননি প্রথম টেস্ট সিরিজ খেলছেন তাঁরা।এদিকে ভারত ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে চার রান ওঠার পর বৃষ্টি নামল। প্রায় আধঘন্টা খেলা বন্ধ থাকার পর আম্পায়াররা সিদ্ধান্ত নিলেন এ দিনের মত আর ম্যাচ হবে না।

Ind vs Aus: শতরান হাতছাড়া! ৯১ রানে প্যাভিলিয়নে ফিরলেন ঝকঝকে শুভমান

#ব্রিসবেন: একটুর জন্য শতরান মাঠে ফেলে আসতে হল শুভমান গিলকে৷ ৯১ রানে তিনি যখন মাঠ ছাড়ছেন সকলেই কুর্নিশ করছেন তরুণ এই ক্রিকেটারের পারফরম্যান্সকে ৷ ম্যাচের পঞ্চম দিনে ১৪৬ বলে ৯১ রানের দুরন্ত ইনিংস খেললেন তিনি৷ তাঁর ইনিংস সাজানো ৮ টি চার ও ২ টি ছয়৷

তবে তিনি নিজে শতরান করতে না পারলেও পূজারার সঙ্গে জুটিতে শতরান করেন গিল৷

ন্যাথান লিঁও-র বলে স্মিথের হাতে ক্যাচ জমা দেন শুভমান গিল৷

একের পর এক বল সবেগে ধেয়ে আসছে পঞ্চম দিনে ব্রিসবেনের পিচে৷ মাথার ওপর ৩২৮৷ এই অবস্থায় পঞ্চম দিনে মাত্র ৮ রানে প্যাভিলিয়নে ফিরে গেলেন  রোহিত শর্মা৷ তবে শুরু থেকে পোস্ট লাঞ্চ সেশন শুরু হওয়া অবধি ক্রিজ সামলাচ্ছেন তরুণ শুভমান গিল ও অভিজ্ঞ চেতেশ্বর পূজারা৷ একদিকে সাবলীল খেলে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার কাজে যখন ব্যস্ত শুভমান তখন উইকেটের অন্যদিকে ফেভিকুইকের মতো আটকে থাকা পূজারা৷

তাঁর ধৈর্য্যের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বোদ্ধারা৷ এদিন পূজারা নিজের ইনিংসের ১০৩ তম বলে প্রথম চার মারেন৷ এর থেকেই প্রমাণিত হয় ঠিক কী ধরণের ধৈর্য্যশীল ছিল তাঁর ইনিংস৷ অন্যদিকে শুভমান ফের একটা অর্ধশতরান করে নিয়েছেন ইতিমধ্যেই৷

শুভমান ৯০ বলে ৫০ রান করেন৷ তাঁর অর্ধশতরানের ইনিংসে ছিল ৫ টি চার ছিল৷

 

এদিকে এর আগে চতুর্থদিনে ভারতকে প্রথম সাফল্য দিলেন শার্দুল ঠাকুর। হ্যারিসকে ফিরিয়ে দিলেন নিখুঁত আউটসুইং ডেলিভারিতে। আটত্রিশ করেন হ্যারিস। অন্য প্রান্তে ছন্দে থাকা ডেভিড ওয়ার্নার ফিরে গেলেন ওয়াশিংটন সুন্দরের বলে। তাঁর সংগ্রহ আটচল্লিশ। এরপর সিরাজ ফিরিয়ে দিলেন লাবুশানেকে। পঁচিশ করে রোহিত শর্মার হাতে ক্যাচ দিলেন তিনি। ব্যাট হাতে আবার ভয়ঙ্কর হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছিলেন স্টিভ স্মিথ। অফ স্টাম্পের লাইনে হঠাৎ করে লাফিয়ে ওঠা একটা বলে খোঁচা দিয়ে স্লিপে রাহানের হাতে ধরা পড়লেন তিনি। তিনি করলেন পঞ্চান্ন। তবে প্রশংসা করতে হবে সিরাজের। বুদ্ধি করে গুড লেন্থ স্পটে বলটা রেখেছিলেন। সিরাজের বলেই উইকেট রক্ষক পন্থকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ওয়েড। তিনি খাতা খুলতে পারেননি। ক্যামেরন গ্রিন এবং অধিনায়ক টিম পেন খেলাটা ধরে ফেলেছিলেন। কিন্তু দু’জনকেই ফিরিয়ে দিলেন শার্দুল ঠাকুর।

স্টার্ক এবং হ্যাজেল উডকে তুলে নিলেন সিরাজ। লিয়নকে ফিরিয়ে দিলেন শার্দুল। তবে প্যাট কামিন্স লোয়ার অর্ডার দারুণ গুরুত্বপূর্ণ অবদান রেখে গেলেন আঠাশ রান করে। একদিন আগে ব্যাট হাতে লড়াকু ৬৭ করার পর এদিন বল হাতেও নিজেকে প্রমাণ করলেন ঠাকুর। প্রথম ইনিংসেও তিনটি উইকেট তুলে নিয়েছিলেন তিনি। সিরাজের সঙ্গে জুটি বেঁধে নতুন বল বুদ্ধি করে কাজে লাগালেন। শর্ট বল ব্যবহার করলেন দেখার মত। অন্যদিকে মহম্মদ সিরাজ গাব্বায় পাঁচ উইকেট তুলে নিয়ে প্রমাণ করলেন তিনি লম্বা রেসের ঘোড়া। অস্ট্রেলিয়ায় থাকার সময় বাবাকে হারিয়েছেন। জাতীয় সংগীতের সময় বাবার কথা মনে পড়ে চোখের জল সামলাতে পারেননি। দর্শকদের বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন।

কিছুতেই ফোকাস হারিয়ে ফেলেননি। সিরাজ প্রথম টেস্ট সিরিজেই ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি অন্য ধাতুতে গড়া। পাশাপাশি মুম্বইয়ের শার্দুল ঠাকুরের অল রাউন্ড ক্রিকেট, ভারত ব্রিসবেনে জিতুক, হারুক বা ড্র করুক, এই দুজনের লড়াই মনে রাখার মত। আর অবশ্যই অভিষেক হওয়া ওয়াশিংটন সুন্দর আলাদা নজর কেড়েছেন। একের পর এক সিনিয়র ক্রিকেটার ছিটকে যাওয়ার পর এই তরুণ ক্রিকেটাররা একবারও বুঝতে দেননি প্রথম টেস্ট সিরিজ খেলছেন তাঁরা।এদিকে ভারত ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে চার রান ওঠার পর বৃষ্টি নামল। প্রায় আধঘন্টা খেলা বন্ধ থাকার পর আম্পায়াররা সিদ্ধান্ত নিলেন এ দিনের মত আর ম্যাচ হবে না।