যদিও সিরিজের শুরুটা হয়নি ভারতের জন্য। প্রথম ম্যাচে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছিল ভারতকে। যদিও শেষ দুটি ম্য়াচ ব্যাট-বলে অনবদ্য পারফর্ম করে দাপটের সঙ্গে জিতেছে এই সিরিজে শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল।

Ind vs Zim: দাদাদের ছাড়া জিম্বাবোয়েতে ভারতীয় দলের তথৈবচ হাল! হার দিয়ে শুরু ভারতের জিম্বাবোয়ে সফর

Ind vs Zim: টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরেই হারের ধাক্কা সইতে হল টিম ইন্ডিয়াকে৷ জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় দল প্রথম টি টোয়েন্টি ম্যাচে হারের মুখে পড়ল৷ হারারে স্পোর্টস ক্লাবে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ভারত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল৷ Photo- AP
Ind vs Zim: টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরেই হারের ধাক্কা সইতে হল টিম ইন্ডিয়াকে৷ জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় দল প্রথম টি টোয়েন্টি ম্যাচে হারের মুখে পড়ল৷ হারারে স্পোর্টস ক্লাবে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ভারত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল৷ Photo- AP
ভারতীয় বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে সেভাবে রান করতে পারেননি কোনও জিম্বাবোয়ের ব্যাটসম্যানই৷ জিম্বাবোয়ের হয়ে সর্বোচ্চ রান করেন ক্লাইভ মদান্দে৷ তিনি ২৫ বলে ২৯ রান করেন৷ Photo- AP 
ভারতীয় বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে সেভাবে রান করতে পারেননি কোনও জিম্বাবোয়ের ব্যাটসম্যানই৷ জিম্বাবোয়ের হয়ে সর্বোচ্চ রান করেন ক্লাইভ মদান্দে৷ তিনি ২৫ বলে ২৯ রান করেন৷ Photo- AP
ভারতীয় দলের হয়ে সফলতম বোলার রবি বিষ্ণোই৷ তিনি চার উইকেট নেন৷ এছাড়া ওয়াশিংটন সুন্দর  ২টি, আবেশ খান, মুকেশ কুমার ১ টি করে উইকেট নেন৷ Photo- AP
ভারতীয় দলের হয়ে সফলতম বোলার রবি বিষ্ণোই৷ তিনি চার উইকেট নেন৷ এছাড়া ওয়াশিংটন সুন্দর  ২টি, আবেশ খান, মুকেশ কুমার ১ টি করে উইকেট নেন৷ Photo- AP
কিন্তু জয়ের জন্য প্রয়োজনীয় ১১৬ রান করতে নেমে একেবারে নাকে চোখে সর্ষে ফুল দেখতে শুরু করে৷ একমাত্র অধিনায়ক শুভমান গিল ব্যাট হাতে লড়াইয়ের চেষ্টা করেন৷ Photo- AP
কিন্তু জয়ের জন্য প্রয়োজনীয় ১১৬ রান করতে নেমে একেবারে নাকে চোখে সর্ষে ফুল দেখতে শুরু করে৷ একমাত্র অধিনায়ক শুভমান গিল ব্যাট হাতে লড়াইয়ের চেষ্টা করেন৷ Photo- AP
২৯ বলে ৩১ রান করেন করেন শুভমান, শেষবেলায় লড়াই করেন ওয়াশিংটন সুন্দর৷ কিন্তু ভারতীয় দলের জয়ের লড়াইয়ের জন্য সেটি যথেষ্ট ছিল না৷ ১৯.৫ ওভারে ভারতীয় দল ১০২ রানে প্যাকআপ হয়ে যায়৷   Photo- AP
২৯ বলে ৩১ রান করেন করেন শুভমান, শেষবেলায় লড়াই করেন ওয়াশিংটন সুন্দর৷ কিন্তু ভারতীয় দলের জয়ের লড়াইয়ের জন্য সেটি যথেষ্ট ছিল না৷ ১৯.৫ ওভারে ভারতীয় দল ১০২ রানে প্যাকআপ হয়ে যায়৷   Photo- AP
জিম্বাবোয়ের হয়ে সিকান্দর রেজা, তেন্দাই ছাতারা ৩ টি করে উইকেট নেন৷ ভারতের জার্সিতে পুরোপুরি ফ্লপ রিঙ্কু সিং, রতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিয়ান পরাগরা৷ ফলে ভারত প্রথম টি টোয়েন্টি ম্যাচে হারল, জিম্বাবোয়ে জিতল ১৩ রানে৷ Photo- AP
জিম্বাবোয়ের হয়ে সিকান্দর রেজা, তেন্দাই ছাতারা ৩ টি করে উইকেট নেন৷ ভারতের জার্সিতে পুরোপুরি ফ্লপ রিঙ্কু সিং, রতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিয়ান পরাগরা৷ ফলে ভারত প্রথম টি টোয়েন্টি ম্যাচে হারল, জিম্বাবোয়ে জিতল ১৩ রানে৷ Photo- AP