‘ভারতকে ২টো টেস্টেই হারাব!’ আড়াই দিনে শেষ বাংলাদেশ! নখ-দাঁত ভোঁতা টাইগারদের

কানপুর: আইসিসির টেস্ট মেম্বারশিপ তারা পেয়েছে ২৪ বছর হতে চলল। বাংলাদেশ কি আদৌ টেস্ট ক্রিকেটে কোনও উন্নতি করতে পেরেছে! ২০০০ সাল থেকে টেস্ট ক্রিকেটে খেলা একটা দলের কোনও উন্নতি নেই!

অনেকে সওয়াল করেছেন, বাংলাদেশের টেস্ট মেম্বারশিপ বাতিল করে তা অন্য কোনও ক্রিকেটে উন্নতিশীল দেশকে দেওয়া হোক! তবে সেসব প্রসঙ্গ বিতর্কিত। অথচ এই বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত সিরিজ শুরু আগে হুঙ্কার দিয়েছিলেন, ২টো টেস্টেই ভারতকে হারাব!

আরও পড়ুন- মাছ, চিকেন, মটন বাদ! একটা স্পেশাল পানীয় রেখেছে কোহলিকে ফিট! নাম শুনলে অবাক হবেন

রোহিত শর্মা সেসব কথা শুনে শুধু হেসেছিলেন। বলেছিলেন, ভারত বিশ্বসেরা দল। ভারতকে হারানোর স্বপ্ন দেখে বিশ্বের সব ক্রিকেট খেলিয়ে দেশ। তার পর বাংলাদেশের প্রথম টেস্টে হার। রোহিত আবার বললেন, ইংল্যান্ডও এদেশে এসে আমাদের হারানোর কথা বলেছিল।

বিশ্বসেরা দলের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামার আগে বাংলাদেশের ক্যাপ্টেন কি তবে হাওয়া গরম করতে চেয়েছিলেন! এই প্রশ্ন এখন উঠছে। কারণ ২টো টেস্টই পাঁচদিন পর্যন্ত গড়াল না। টেস্ট সিরিজে কার্যত ল্যাজে-গোবরে অবস্থা বাংলাদেশের।

এমনিতেই বাংলাদেশ এর আগে কখনও ভারতীয় দলকে টেস্টে হারাতে পারেনি। তবে তার পরও বাংলাদেশের আস্ফালন ছিল। সেই আস্ফালন খেলার মাঠে দেখা গেল না। বাংলাদেশের বোলিং লাইন নিয়ে ছিনিমিনি খেললেন যশস্বী, রোহিতরা।

আরও পড়ুন- ৩৬ বছর বয়সে কয়েক কোটি টাকার মালিক! রোহিত শর্মার এত উপার্জন! বিশ্বাস হবে না

বৃষ্টিবিঘ্নিত কানপুর টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে করল ২৩৩। পরের ইনিংসে ১৪৬ রান। ভারতের সামনে ছিল ৯৫ রানের টার্গেট। যা তুলতে খুব বেশি সময় লাগল না টিম ইন্ডিয়ার। এবার বাংলাদেশের হাতে পড়ে রইল টি-২০ সিরিজ। যে টি-২০ ক্রিকেটে ভারত এখন বিশ্বচ্যাম্পিয়ন। তা হলে টি-২০ সিরিজের আগেও কি বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত কিছু বলবেন!