India vs Cambodia: দুর্বল কম্বোডিয়ার বিরুদ্ধেও ত্রাতা সেই সুনীল, জোড়া গোল ভারত অধিনায়কের! দেখুন ভিডিও

#কলকাতা: প্রত্যাশিত জয় এলো৷ কিন্তু দুর্বল কম্বোডিয়ার বিরুদ্ধেও ভারতের ত্রাতা হলেন সেই সুনীল ছেত্রী৷ ভারত অধিনায়কের জোড়া গোলেই এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে কম্বোডিয়াকে ২-০ ব্যবধানে হারালো ব্লু টাইগার্সরা৷ অসংখ্য গোল মিস না হলে ব্যবধান আরও অনেকটাই বাড়ত৷ ম্যাচের আগাগোড়াই দাপট ছিল ভারতের৷

ম্যাচের ১২ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন সুনীল৷ এর পর ম্যাচের ৫৯ মিনিটে ফের গোল করেন তিনি৷ এই নিয়ে ভারতের হয়ে আন্তর্জাতিক ম্যাচে ৮২টি গোল হয়ে গেল সুনীলের৷

প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলেও ইগর স্টিমাচকে চিন্তায় রাখবে অসংখ্য গোল মিস৷ সুনীল ছাড়া বাকিরা কেন দুর্বল কম্বোডিয়ার বিরুদ্ধে জালে বল জড়াতে পারলেন না, তা নিয়েও ভাবতে হবে ইগর স্টিমাচকে৷


আরও পড়ুন:ভারতীয় দলের অধিনায়ক ঋষভ পন্থ! রাহুল চোট পেতে বড় সুযোগ ধোনির উত্তরসূরীর

ভারতে গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ আফগানিস্তান এবং হংকং৷ এ ভাবে গোল মিস করলে ওই ম্যাচগুলিতে যে খেসারত দিতে হবে, তা বলার অপেক্ষা রাখে না৷ আর প্রতি ম্যাচে সুনীল ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হবেন না, সেটাও বুঝতে হবে মনবীর, লিস্টন, আকাশ মিশ্র৷


পাশাপাশি দুর্বল কম্বোডিয়ার বিরুদ্ধে ভারতীয় রক্ষণও এ দিন সেভাবে পরীক্ষিত হয়নি৷ তবে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করা নিশ্চিত ভাবেই ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়াবে৷

কলকাতায় ভারতের খেলা ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে৷ সীমিত সংখ্যক টিকিট ছাড়ায় এ দিনও যুবভারতী পুরোপুরি ভরেনি৷ তবে ভিড় ছিল চোখে পড়ার মতো৷ যদিও জাতীয় সঙ্গীত বাজাতে গিয়ে বিপত্তির জেরে ম্যাচ শুরু হতে দেরি হয়৷ যে ঘটনায় মুখ পুড়ল এআইএফএফ-এর৷