সেমিফাইনালে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে জল্পনা রয়েছে। বিরাট কোহলির লাগাতার অফ ফর্ম, শিবম দুবে তেমন একটা নজর কাড়তে না পারা ও জাদেজাও নিজেকে মেলে ধরতে পারেননি এই টি-২০ বিশ্বকাপে। ফলে প্রথম একাদশে বদল হবে কি না তা নিয়ে জল্পনা একটা থেকেই যাচ্ছে।

ICC T20 World Cup 2024: অর্শদীপের বোলিং আর ব্যাটে সূর্যোদয়, জয়ের হ্যাটট্রিক করে বিশ্বকাপের শেষ আটে ভারত

নিউ ইয়র্ক: পাকিস্তান বনাম আমেরিকা ম্যাচের মতো ভারতের বিরুদ্ধেও অঘটন ঘটার সম্ভাবনা তৈরি করেছিলেন নেত্রভালকররা। কিন্তু তা হতে দিলেন না সূর্যকুমার এবং শিবম দুবে। ১০ বল বাকি থাকতেই আমেরিকাকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে পৌঁছে গেল ভারত।

টি২০ বিশ্বকাপ ২০২৪ ক্রীড়া সূচিT20 World Cup Full Schedule

টি২০ বিশ্বকাপ ২০২৪ পয়েন্ট টেবল T20 World Cup 2024 Points Table

নিউ ইয়র্কে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রান তোলে ভারত। ভারতের হয়ে বোলিংয়ে ঝড় তোলেন অর্শদীপ। ৪ ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। যোগ্য সঙ্গ দেন হার্দিক, ৪ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। আমেরিকার হয়ে উল্লেখযোগ্য রান বলতে নীতীশ কুমার ২৩ বলে ২৭ এবং স্টিভেন টেলর ৩০ বলে ২৪ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিরাট এবং রোহিতের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। বিশ্বকাপে প্রথম বার গোল্ডেন ডাক অর্থাৎ প্রথম বলেই শূন্য করে আউট হন বিরাট। ভারতের ৩টি উইকেট পড়ে যাওয়ার পরে ম্যাচের হাল ধরেন সূর্যকুমার যাদব এবং শিবম দুবে। তাঁদের ৭২ রানের পার্টনারশিপের উপর ভর করেই আমেরিকাকে ৭ উইকেটে হারাল ভারত। সূর্য ৪৯ বলে ৫০ এবং শিবম দুবে ৩৫ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন।

তিন ম্যাচে তিনটিই জিতে গ্রুপের শীর্ষে রইল ভারত। অন্য দিকে ৩ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে দুই নম্বরেই রইল আমেরিকা।